নিলার অহংকার, পর্ব ২
বিষয়: আমার কোরআন আমার অহংকার !
(ক)
রফিকুল ইসলাম স্যারের ইংরেজী লেকচার শেষে ক্যাম্পাসের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে আর বার বার সাথী আপুর পথের দিকে তাঁকাচ্ছে তুলি ৷ কি যে হলো, এখনো আসছে না ৷
সাথী মূলত দ্বিতীয় বর্ষের ছাত্রী ৷ সেও ইংরেজী ডিপার্টমেন্টের ছাত্রী ৷ কাল মার্ক্সের মত কিছু লোকের দর্শন পড়ে এখন কোরআনকে সে হেও জ্ঞান করে ৷ তবে সে তুলির কোন আপন বোন নয় ৷ তুলি এখানে আসার পরে সাথীর কাছ থেকেই সংশয়বাদীতার সবরকম উপকরণ পেয়েছে ৷ সে যখন তুলির মুখ থেকে নিলার সাথে হিজাব নিয়ে কথপোকথনের ব্যাপারটি জানতে পারল তখন সে নিজেই নিলার সাথে কথা বলার পরিকল্পনা করল ৷
অপেক্ষার পালা শেষ করে অবশেষে সাথী এলো ! তুলিকে জিজ্ঞেস করল, কিরে নিলা কোথায় !
—সে তো আজ আসেনি
—কেন ! তার সাথে আমার কথা বলতে চাওয়ার ব্যাপারটি কি সে জানে
—আরে না আপু ! তা কিভাবে জানবে ! আর তাছাড়া ও কারও কথাকে ভয় পেয়ে ক্লাস মিস করার মেয়ে নয়, অন্তত এই এক বছরে আমি এমনটি দেখিনি !
—তাহলে এক কাজ কর !
—ওদের বাড়ি চিনিস !
—হ্যাঁ !
—তোর যদি কাজ না থাকে চল ওদের বাসায় যাই ৷
—ঠিকাছে চলো !
(খ)
ক্রিং ক্রিং ! ক্রিং ক্রিং !
—কে?
খিল ঘুরিয়ে দরজা খুলল নিলার মা
—আরে তুলি তুমি ! এসো এসো ঘরে এসো ৷ বসো !
এই বলে নিলার মা ও তারা দুজন দু পাশ থেকে মুখোমুখি হয়ে সোফায় বসল !
—কিন্তু মা! তোমাকে তো চিনলাম না !
—আমি সাথী ৷ নিলার সিনিয়র ব্যাঁচের ছাত্রী ! নিলা আমাকে আপু বলেই ডাকে !
—কি নিয়ে পড় মা !
—চাচী আমিও ইংরেজী ডিপার্টমেন্টের ছাত্রী ৷
—ঠিকাছে ! তোমরা বসো ! আমি নিলাকে ডাক দিচ্ছি !
(গ)
পুনরায় আপাদমস্তক ঢাকা অবস্হায় নিলা হাজির ৷ এখন কেবল মুখটা খোলা ৷
সাথী তাঁকে দেখে নাঁক সিঁটকাচ্ছে ৷— ঊম়...হ ! যেমন মা তেমন তার মেয়ে ৷ কিন্তু মুখে কিছুই বলল না সাথী ৷ কেন যেন বলতে গিয়েও বলতে চাইল না ৷
কুশল বিনিময়ের কিছুক্ষণ পর কথা শুরু হলো ৷
সাথী বলল, আচ্ছা নিলা তোরা তো বলিস কোরআন নারীকে অনেক মর্যাদা দেয় !
—জী আপু ! তুমি ঠিক শুনেছ !
—তাহলে কোরআন নারীকে শস্যক্ষেত্র বলে কিভাবে আখ্যায়িত করতে পারে? এটা কি সম্মামহানিকর নয় ?
—আপু ! তোমাকে বুঝতে হবে শস্যক্ষেত্র নিছক কোন ভক্ষণশীল সম্পত্তি নয় বরং তা হচ্ছে কৃষকের কাছে সাঁত রাজার ধনের মত তথা অমূল্য সম্পদ ৷ ঠিক তেমনি একজন পূন্যবতী স্ত্রী একজন পুরুষের জন্য অমূল্য সম্পদ যেমন আমাদের নবী বলেছেন,
الدنيا متاع - وخير متاعها المرأة الصالحة -
"দুনিয়ার সবকিছুই মূল্যবান সম্পদ ৷ তবে দুনিয়ার অমূল্য সম্পদ হচ্ছে পূণ্যবতী নারী ৷"(১)
কৃষক ও শস্যক্ষেত্র পরস্পরের পরিপূরক ৷ ঠিক তেমনিভাবেই স্বামী ও স্ত্রী পোষাকের মতই একে অন্যের পরিপূরক ৷ যেমন মহান মহান আল্লাহ বলেন—
هن لباس لكم وانتم لباس لهن -
"তাঁরা (স্ত্রীরা ) তোমাদের পোষাক এবং তোমরা তাঁদের পোষাক ৷"(সূরা বাক্বারাহ ২:১৮৭)
কৃষকের দায়িত্ব হলো সে শস্যক্ষেত্রের যাবতীয় খরচ, প্রতিরক্ষা ইত্যাদির ব্যবস্হা করবে ৷ ঠিক একইভাবে নারীর প্রতি পুরুষের দায়িত্ব হলো সে তাঁর ভরণ পোষণের দায়িত্ব নেবে, তাঁর সুরক্ষা ও প্রতিরক্ষার ব্যাপারটি খেয়াল রাখবে, তাঁকে পরিচালনা করবে ৷ এ ব্যাপারটিই বোঝানো হয়েছে এইভাবে
الرجال قومون علي النساء بما فضل الله بعضهم علي بعض وبما انفقوا من امولهم-
"পুরুষ নারীর কর্তা, সংরক্ষক ও প্রতিপালনকারী
৷(২) কারণ আল্লাহ তাদের মধ্যে একের উপর অন্যকে বৈশিষ্ট্য দান করেছেন এবং তাঁরা তাঁদের সম্পদ থেকে ব্যায় করে ৷" (সূরা নিসা ৪:৩৪)
সবশেষে শস্যক্ষেত্র হলো কৃষকের কাছে তাঁর পরম সাধনার ধন ,তাঁর ভবিষ্যতের একমাত্র সম্বল ৷ ঠিক একইভাবে নারীর মাধ্যমে আসা সন্তান-সন্ততি তাঁর ভবিষ্যতের সম্বল ৷ এভাবে পুরো ব্যাপারটি বোঝানো হয়েছে এইভাবে -
تساؤكم حرث لكم - فاتوا حرثكم اني شئتم - وقدموا لانفسكم - واتقوا الله واعلموا انكم ملقوه - وبشر المؤمنين ٥
"তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র ৷ তোমাদের শস্যক্ষেত্রের কাছে তোমরা যেভাবে ইচ্ছা গমন কর ৷ আর নিজেদের জন্য পাথেয় জোগার কর ৷ আর আল্লাহকে ভয় কর এবং জেনে রাখ যে আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাৎ করতেই হবে ৷ আর মুমিনদেরকে অর সুসংবাদ দাও ৷ "(সূরা বাক্বারাহ -২:২২৩)
দেখেছ আপু কত সুন্দর, কত ভাবগাম্ভির্যপূর্ণ ও মনোমুগ্ধকর,কতই না মর্যাদা ও ইনসাফপূর্ণ এই আবেদন !
জানো কি ! কোরআনই একমাত্র সে গ্রণ্থ যা সন্তানের জন্য মায়ের অবদানকে অত্যন্ত সম্মানসূচক ও অতুলনীয় মর্যাদার ভঙ্গীতে উল্লেখ করে ! (৩)
কোরআনই একমাত্র সে গ্রণ্থ যা ভাইয়ের প্রতি বোনের মমত্ববোধকে একটি সুন্দর, মমতামাখা ও ভালাবাসায় পরিপূর্ণ একটি ঘটনার মাধ্যমে উল্লেখ করে ৷ (৪)
জানো কি ! কোরআনই একমাত্র সে গ্রণ্থ যা স্বতী-স্বাধী নারীকে অপবাদ আরোপকারীকে অত্যন্ত কঠোর রাষ্ট্রীয় আইনে বিচার সাব্যস্ত করেছে ৷ (৫)
কোরআনই একমাত্র সে গ্রণ্হ যা অসন্তুষ্ট স্বামীকে তাঁর প্রতি স্ত্রীর পূর্ব অবদানের কথা স্মরণ করে শান্ত হতে বলে ৷ (৬)
যেখানে মানুষ নারীর রং রূপ নিয়ে কথা বলে মজা লুটে তাঁর পবিত্রতাকে অমর্যাদা করে সেখানে কোরআন নারীর পবিত্রতাকে অত্যন্ত গুরুত্ব ও মর্যাদা স্বাপেক্ষে উল্লোখ করে ! এমনকি পুরুষকে তাঁর থেকে দৃষ্টি নামিয়ে চলতে বলে ! (৭)
কোরআনই একমাত্র সে গ্রণ্থ যা নারীকে উত্তরাধিকার সম্পত্তির মালিক বানিয়েছে এবং তাঁকে বিয়ে করতে গেলে সম্মানজনক মোহরানার ব্যবস্হা করেছে ৷ (৮)
জানো কি ! কোরআনই একমাত্র সেই গ্রণ্থ যা সেই ব্যাক্তিকে অত্যন্ত কঠোর ভঙ্গিতে তিরস্কার করে যে মেয়ে সন্তান জন্মনোতে অসন্তুষ্ট হয় ৷ (৯)
এছাড়াও আরও অনে...ক কিছু !
আমরা কোরআনকে ভালবাসি ৷ এই কোরআন আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সবকিছু ৷ আর আমি একজন মুসলিমা হিসেবে একথা দ্বিধাহীনচিত্তে বুঁক ফুলিয়ে বলতে পারি, 'আমার কোরআন আমার অহংকার ! আমার অলংকার !'
একথা বলতে বলতে নিলার চোখ দিয়ে পানি নেমে আসল ৷
সাথী বলল, ঠিকাছে নিলা ! আমি বুঝেছি ! আমি আজ তোর কাছ থেকে অনেক কিছু শিখলাম ৷ আজ থেকে আমিও ইসলামকে বুঝতে চেষ্টা করব ৷
এভাবে সময় বয়ে চলল ৷ তাদের আলোচনাও শেষ হয়ে এল ৷ এক পর্যায়ে সাথী ও তুলি উভয়ই বিদায় নিল ৷
তাঁরা চলে যাওয়ার পর নিলাকে তাঁর মা কাছে ডাকলেন ৷ অতঃপর অশ্রুশিক্ত চোখে তাঁর কপালে চুমু খেয়ে বললেন, 'মা আমার ! আমি পর্দার আড়াল থেকে তোদের সব কথা শুনেছি ৷ দোয়া করি মা ! তুই অনেক বড় হ ! তোর মত নিলা যেন ঘরে ঘরে জন্ম নেয় !" অতঃপর নিলাও তখন অশ্রুশিক্ত চোখে তাঁর মাকে জঁড়িয়ে ধরল !
টীকা:
১৷ রিয়াদুস সালেহীন, হাদীস ২৮৫
২৷ দেখুন ইবনে কাসীর, সংশোধিত সংস্করণ, ড মুজিবুর রহমান অনূদিত, ৪র্থ-৭ম খন্ড, পৃষ্ঠা ৩৪৩-৩৪৪ ৷ এছাড়াও দেখুন, সংক্ষিপ্ত তাফসীর, আবূ বকর মুহাম্মদ যাকারিয়া মাদানী, ১ম খন্ড, পৃষ্ঠা ৪১৪, ২ ও ৩ নং টিকা ৷
৩৷ সূরা আহক্বাফ ৪৬:১৫
৪৷ সূরা কাসাস ২৮:১০-১১, সূরা তোহা ২০:৪০
৫৷ সূরা নূর ২৪:৪, ১১-১৮
৬৷ সূরা নিসা ৪:১৯
৭৷ সূরা নূর ২৪:৩০-৩১, সূরা আহযাব সূরা আহযাব ৩৩: ৩২,৩৩, ৫৩, সূরা মরিয়ম ১৯:১৬-১৮
৮৷ সূরা নিসা ৪:৪, ১১-১৩, ১৭৬
৯৷ সূরা নাহল ১৬:৫৮-৬০
বিশেষ কৃতজ্ঞতা: ডাবল স্ট্যান্ডার্ড - ডা শামসুল আরেফীন
আমার কোরআন আমার অহংকার/ মেরাজুল ইসলাম প্রিয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন