রবিবার, ২৬ আগস্ট, ২০১৮

ইখলাস কি ? কেন জরুরী ? ভাল কাজ করলেই কি জান্নাত ?

আমার মাসুদ ভাইয়া, সিরিজ ৬

বিষয়: ইখলাস কি ? কেন জরুরি ? ভাল কাজ করলেই কি জান্নাত ?

(ক)
মামার বাড়িতে আজ দ্বিতীয় দিন ৷ আয়না দেখে মাথা আঁচড়াচ্ছি আর নিজেকে একটু ভাল করে দেখে নিচ্ছি ৷ জাফলং যাব বলে কথা ৷ যেমন তেমনভাবে গেলে কি আর চলে ৷ স্মার্টনেস বলে একটা কথা আছে বৈ কি ৷
হঠাৎ ড্রোইং রুম থেকে ভাইয়ার ডাঁক শোনা গেল, মেরাজ !
—এইতো আসছি ভাইয়া !
একটু তাড়াহুরো করে নিজেকে গুছিয়ে ভাইয়ার সামনে এলাম ৷ দেখলাম ভাইয়াও রেডি ৷
— কিরে তুই এখানে; রাকিব কোথায় ?
—বল কি, রাকিব এখনো আসেনি ? দাঁড়াও দেখছি ৷
হাঁটতে হাঁটতে রাকিবের বেড রুম বরাবর চলে এলাম ৷ ভিতরে প্রবেশ করতেই জিজ্ঞেস করলাম, কিরে ! তোর এখনও হয়নি ৷

— নারে ৷ কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠলাম ৷
— বলিস কি ! সেই কখন তোকে ডেকেছি ৷ আর তুই কিনা মাত্র ! ....
— আর একটু অপেক্ষা কর ৷ এই তো গোসল করতে ঢুকছি ৷

ওর কথা শুনে আমার গা জ্বালা দিয়ে উঠল ৷  'আমরা রেডি আর নবাবজাদা গোসল করতে ঢুকবেন ৷ মন চাচ্ছিল সামনে গিয়ে ওর কানের নিচে তিন চারটা লাগিয়ে দেই ৷'

(খ)
বাংলাদেশের অন্যতম একটি দর্শণীয় স্হান জাফলং ৷ মনকাঁড়া সৌন্দর্যের অনুপম নিদর্শন রয়েছে এর প্রতিটি পরতে ৷ কোথাও রয়েছে বিশাল বিস্তৃত পাহাড়, পাহাড় থেকে নেমে আসা ঝড়না, নদীর স্বচ্ছ পানির প্রবাহ ,পানির নিচে দৃশ্যমান পাথর, ওপারে রয়েছে ভারতের মেঘালয় সীমান্ত, ডাউকী ব্রিজ আরও কত কি ! চা বাগান ও সবুজের অরণ্যে ঘেরা পাহাড়ও এর সৌন্দর্যের অন্যতম নিদর্শন ৷ আদমশুমারি অনুযায়ী এখানে প্রায় ২০০০ এরও বেশী খাসিয়া উপজাতির বসবাস রয়েছে ৷ সিলেট থেকে জাফলংয়ের দুরত্ব প্রায় ৬৫ কিঃমিঃ ৷

জাফলং আসতেই চোখে পড়ল এখানকার মানুষের জীবন জীবিকা ৷ তাঁদের প্রধান পেশা পাথর উত্তোলন, কেউবা নৌকায় পাথর বহন করছে, কেউবা পরিশুদ্ধির কাজ করছে ইত্যাদি ৷
গাড়ি থেকে নেমে ভাইয়া, আমি ও রাকিব আঁকা-বাঁকা পথ দিয়ে হেঁটে চললাম ৷ সামনে যেতেই চোখে পড়ল পর্যটকদের আনাগোনা ৷ এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম ডাউকী নদীর তীরে ৷
আমরা একটি নৌকা ভাড়া করলাম ৷ বুট বুট শব্দে চালু হলো ইণ্জ্ঞিণ ৷ ছুটে চলল আমাদের নৌকা ৷ একটু পর পর দৃশ্যমান হলো উঁচু উঁচু পাহাড়, সবুজ গাছপালা আর মাঝে মাঝে এখানে সেখানে পাখির কিচির মিচির শব্দ ৷ আরও উপভোগ করলাম সুশীতল বাতাস ৷ এই মনকাঁড়া পরিবেশে সুশীতল বাতাস গায়ে লাগতেই সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর হতে শুরু করল ৷ আসলেই সব প্রশংসা কেবলই মহান আল্লাহর ৷
আমি ও রাকিব বসলাম নৌকার মাঝখানে আর ভাইয়া বসলো মাঝির বিপরীত চুড়ায় ৷ একটু হেলে দুলে বয়ে চলল আমাদের নৌকা আমার হৃদয় জগতেও তখন আনন্দ দোল খাঁচ্ছিল ৷ নৌকার কিনারা হতে এক আজলা পানি নিয়ে আমি রাকিবের মুখে ছিটিয়ে দিলাম ৷ রাকিবও তাই করল ৷
ভাইয়া বলল, আরে তোদের রসিকতা রাখ !
আচ্ছা ! তোদের কি সেই বিদ্বান বাবু মশাই আর মাঝির কথপোকথনটা খেয়াল আছে ?
রাকিব বলল, এমন করুণ দৃশ্য কি ভোলা যায় ! বেচারী বাবুমশাই এত শিক্ষিত হয়েও একুল ওকুল সবই হারালো  শুধু সাঁতার না জানায় ৷ মানে এপাশ ওপাশ সবই ধপাশ ৷ কিন্তু হঠাৎ এমন কথা কেন ভাইয়া ৷
—কারণ ভাল কাজ করেও আমাদের অবস্হা ঐ বাবুমশাইয়ের মতই ৷ আমরা প্রায় ভূলেই গিয়েছি পাত্রের তলা না থাকলে তাতে মাছ টিকবে না ৷
আমি বললাম, সেটা কেমন ভাইয়া ৷ একটু বুঝিয়ে বল ৷
— বলছি শোন ! মহান আল্লাহ বলছেন,
وما خلقت الجن والانس الا ليعبدون ٥
অর্থাৎ জীন এবং মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি ৷"(সূরা যারিয়াত ৫১:৫৬)
এখানে الا ليعبدون দ্বারা মহান আল্লাহ অত্যন্ত দ্ব্যার্থভাবে বলে দিচ্ছেন যে, ইবাদত কেবল তাকে কেন্দ্র করে এবং তার সন্তুষ্টিকে ঘিরে হতে হবে ৷ তা নামাজ, রোযা, হজ্জ্ব, যাকাত, সামাজিকতা, ব্যাবসা বানিজ্য ইত্যাদি যাই হোক না কেন ৷
অন্য আয়াতে মহান আল্লাহ আরও বলেন,
الا لله الدين الخالص -
"সাবধান ! একনিষ্ঠভাবে ইবাদত পাওয়ার অধিকার কেবল মহান আল্লাহর ৷"(সূরা যুমার ৩৯:৩)
আমরা সূরা ফাতিহা পড়ার সময়েও এমনটাই বলে থাকি,
اياك نعبد واياك نستعين ٥
"আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই ৷"(সূরা ফাতিহা ১:৪)
আর যে ইবাদত কেবল আল্লাহর সন্তুষ্টিকে কেন্দ্র  করে করা হয় তাকে বলা হয় ইখলাস ৷
ইবাদত গ্রহণযোগ্য হওয়ার আরও একটি প্রধান শর্ত হলো ইত্তিবায়ে সুন্নাহ , অর্থাৎ কাজটি হতে হবে রাসূল (صلي الله عليه) এর দেখানো পদ্ধতিতে ৷ নতুবা তা বাতিল বলে গণ্য হবে ৷ মহান আল্লাহ বলছেন,
قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم- والله غفور رحيم ٥
"বল, যদি তোমরা আল্লাহকে ভালবাস তবে আমার ইত্তেবা' তথা অনুসরণ কর তাহলে আল্লাহ তোমাদের ভালবাসবেন আর তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন ৷ আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ,পরম দয়ালু ৷"(সূরা ইমরান ৩:৩১)
আয়েশা (رضي الله عنها) এর বর্ণনায় আরও এসেছে, তিনি বলেন, রাসূলুল্লাহ (صلي الله عليه وسلم) বলেছেন,
من احدث في امرنا هذا ما ليس فيه فهو رد
"আমাদের শরীয়াহর মধ্যে নেই কেউ এমন কিছুর অনুপ্রবেশ ঘটালে তা প্রত্যাখ্যাত ৷"(১)
অন্য আরেকটি বর্ণনায় এসেছে,
من عمل عملا ليس عليه امرنا فهو رد—
"আমাদের শরীয়াহর মধ্যে নেই কেউ এমন কোন আমল করলে তা প্রত্যাখ্যাত ৷(২)
সুতরাং আমল কবুল হওয়ার জন্য শর্ত দুটি(৩) ৷ যথা-
১৷ কাজটি কেবল আল্লাহর সন্তুষ্টিকে কেন্দ্র করে হতে হবে তথা ইখলাসের ভিত্তিতে
২৷ কাজটি রাসূলুল্লাহ (صلي الله عليه وسلم) এর দেখানো পদ্ধতিতে হতে হবে ৷
কোন কাজে এই দুটি শর্তের একটিও মিসিং হলে তা ইবাদত বলে গণ্য হবে না বরং প্রবৃত্তির অনুসরণ বলে গণ্য হবে ৷(৪) আর এই দুশর্তের ভিত্তিতেই তাকে ভাল কাজ বলে গণ্য করা হবে ৷
বুঝলিতো এবার বাবু মশাইয়ের কথা কেন বললাম ?
হঠাৎ নৌকা একটু ঝাঁকুনি খেল ৷ কিছুটা ভয় পেলাম আমি ৷
রাকিব বলল, কিরে তুইও এখনই ধপাশ হবি নাকি ৷
আমরা হাসলাম, হা হা হা !

এভাবে কথায় কথায় শেষ হলো আমাদের নৌকা ভ্রমণ ৷ ভ্রমণ শেষে কিছুদূর সামনে আসতেই চোখে পড়ল পিআইন নদীর অববাহিকা এবং তার তলদেশে দৃশ্যমান মসৃণ পাথর ৷
আমি, ভাইয়া, ও রাকিব খালি পায়ে দৃশ্যমান পাথরের উপর দিয়ে কিছুক্ষণ হাঁটলাম ৷ হাঁটার সময় পানির কলকল প্রবাহের আলতো পরশ, এক কথায় খুবই মজা পেলাম ৷
কিছুদূর সামনে আসতেই দেখলাম পাহাড় থেকে ঝড়নার পানি বিশাল পাথরের উপর আছড়ে পরছে ৷ ঝড়নার পানির মতই তখন আমার অন্তরের মাঝেও এক সুখমাখা ও শীতল অনুভূতি আঁছড়ে পড়ছিল ৷ মন চাচ্ছিল ঝড়নার পানিতে গোসল করি ৷ কিন্তু এক্সট্রা কোন জামা নিয়ে আসিনি ৷ তাই ইচ্ছাটা আপাতত ইচ্ছাই রয়ে গেল ৷ ওদিকে পাথরের উপর দাঁড়িয়ে ভাইয়া বড় করে একটি তৃপ্তির নিঃশ্বাস ফেললেন ৷
৷ রাকিবের কথা কি আর বলব ৷ হঠাৎ করে ওর মাথায় সেলফীর ভূত চেপে বসেছে ৷ কখনও পাথরের উপর, কখনও পানিতে দাঁড়িয়ে, কখনও বা ঝড়নার পানির দিকে পিঠ দিয়ে বেশ কতগুলো ছবি তুললো ৷ তারপর আমার কাছে এসে ছবিগুলো দেখিয়ে বলল, কিরে ! ছবিগুলো দারুণ না !
—হুম ! দারুণ না ছাই ৷ মুখটা পুরাই ...
— পুরাই কি বল ?
—পুরাই ভোম্বল দাসের মত ৷
একথা বলেই পাথর থেকে এক লাফে নেমে দৌড় দিলাম ৷ কিন্তু ঝড়নার পানির উপর দিয়ে যাওয়ায় তেমন সুবিধা হলো না ৷ পেছন থেকে পাকড়াও হয়ে গেলাম রাকিবের হাতে ৷
—আরে ভীতু দৌড়াছ কেন ৷ এই দেখ ! দূর থেকে তোর একটা ছবি তুলেছিলাম ৷ দেখতো কেমন হয়েছে ৷
ছবিতে দেখলাম পাথরের উপর আমি চোখ বন্ধ করে দুহাত দুদিকে তুলে দাঁডিয়ে আছে ৷
—তবে রে ! ...
আমার মত রাকিবও দৌড় দিল ৷ ভাইয়া তখন কাছাকাছি একটি বিরাট পাথরের উপর দাঁড়িয়ে ছিল ৷ ওকে ধরতেই ভাইয়া পিছন থেকে ডাঁক দিল, এই শোন ! তোরা এদিকে চলে আয় ৷ রসিকতা ভূলে আমি ও রাকিব ভাইয়ার দিকে এগিয়ে গেলাম ৷

ঝড়নার পানি নেমে আসা পথের কিছুটা মাঝে অবস্হান করছিল বিরাট বিরাট উঁচু পাথর ৷ আমরা তিনজন একটি পাথরের উপর গিয়ে বসলাম ৷ ভাইয়া বসল মাঝখানে ৷ ছোট বেলায় পাথর দিয়ে এক্কা দোক্কা খেলেছি অনেক, আগুনের স্ফুলিংগও তৈরি করেছি কিন্তু বিরাট পাথরের উপর বসার অনুভূতি, আবার সেই পাথরকে পাশ দিয়ে ঝড়নার পানির অবিরাম প্রবাহ উপভোগ করলাম এই প্রথম ৷
আমরা পা ঝুলিয়ে পাথরের উপর বসলাম ৷ ঝড়নার পানি কিছুটা শ্ব শ্ব শব্দে প্রবাহিত হচ্ছিল আর তার স্ফুলিংগ মাঝে মাঝে আমাদের পাদুকা ছুঁয়ে দিচ্ছিল ৷ তাতে আমি কিছুটা সুরসুর ভাব অনুভব করলাম ৷ ঐদিকে ভাইয়া ও রাকিবও খুব আনন্দ বোধ করছে ৷
ভাইয়া বললেন, سبحان الله (সুবহানাল্লাহ) ! মহান আল্লাহর নেয়ামত কতই না সুন্দর ৷ মহান আল্লাহ সত্যিই বলেছেন,
وان تعدوا نعمة الله لا تحصوها-ان الله لغفور رحيم ٥
"আর যদি তোমরা আল্লাহর নেয়ামত গণনা করো তবে গুনে শেষ করতে পারবে না ৷ নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু ৷"(সূরা নাহল ১৬:১৮)
তাহলে জান্নাত কতটা সুন্দর হতে পারে !
রাকিব বলল, হুম ! ভাইয়া ঠিকই বলেছ ৷ মহান আল্লাহর অনুগ্রহের কোন তুলনা হয় না ৷ জানিনা তিনি জান্নাত কতটা সুন্দর করে বানিয়েছেন ৷
আমি বললাম, আমি একটি হাদীস পড়েছিলাম যেখানে বলা আছে জান্নাতে এমনসব জিনিস আছে যা মানুষ কখনও কল্পনাও করতে পারেনি ৷
ভাইয়া বললেন, কথাটা মূলত এভাবে এসেছে,
আবূ হুরায়রা (رضي الله عنه) বলেন,
قال رسول الله صلي الله عليه وسلم قال الله تعالي اعددت لعبادي الصالحين ما لا عبن رات ولا اذن سمعت ولا خطر علي قلب بشر واقرؤوا ان شئتم 'فلا تعلم نفس ما اخفي لهم من قرة اعين جزاء بما كانوا يعملون'
রাসূলুল্লাহ (صلي الله عليه وسلم) বলেছেন," 'মহান আল্লাহ বলেন, আমার পূণ্যবান বান্দার জন্য (জান্নাতে) এমন জিনিস প্রস্তুত করে রেখেছি যা কোন চোখ দেখেনি, যা কোন কান শোনেনি, কোন মানব হৃদয় যা কখনও কল্পনাও করতে পারেনি ৷' আর তোমাদের ইচ্ছা হলে এই আয়াতটি তিলাওয়াত করতে পার,
فلا تعلم نفس ما اخفي لهم من قرة اعين جزاء بما كانوا يعملون—
"কেউ জানেনা চক্ষু শীতলকারী কি বস্তু (জান্নাতে) প্রস্তুত রাখা হয়েছে আমলকারীদের প্রতিদান হিসেবে ৷'(সূরা সেজদাহ ৩২:১৭)' ৷"(৫)
শুধু তাই নয় মহান আল্লাহ অনুগ্রহ করে জান্নাতের বিভিন্ন নেয়ামতের বর্ণনা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং বলেছেন,
وفي ذٰلك فاليتنافس المتنافسون -
"আর এটি অর্জনের ব্যাপারে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত ৷"(সূরা মুতাফ্ফিফীন ৮৩:২৬)
জান্নাতের কথা যখন এসেই পড়ল জান্নাতের বিবরণও না হয় কিছু শুনি ৷ কি বলিস তোরা !
—হুম ভাইয়া ! অবশ্যই ! এত সুন্দর পরিবেশে ভালই লাগবে শুনতে ৷, রাকিব বলল ৷
—শোন তাহলে ৷ প্রথমে আমরা পবিত্র কোরআন থেকে কিছু বর্ণনা উল্লেখ করব ৷ মহান আল্লাহ বলেন,
والسبقون السبقون ٥ اولئك المقربون ٥ في جنت النعيم ٥ ثلة من اولين ٥ وقليل من اخرين ٥ علي سرر موضونة ٥ متكئين عليها متقٰبلين ٥ يطوف عليهم ولد مخلدون ٥ باكوب واباريق-وكاس من معين ٥ لايصدعون عنها ولا ينزفون ٥ وفاكهة مما يتخيرون ٥ ولحم طير مما يشتهون ٥ وحور عين ٥ كامثال لؤلؤ المكنون ٥ جزاء بما كانوا يعملون ٥ لا يسمعون فيها لغوا ولا تاثيما ٥ الا قيلا سلما سلما ٥
"আর (ইমানে) অগ্রগামী লোকেরা তো (পরকালেও) অগ্রগামী ৷ তারাই (আল্লাহর) নিকটবর্তী ৷ তারা থাকবে নেয়ামতে ভরা জান্নাতে ৷ তাদের বহু সংখ্যক পূর্ববর্তীদের মধ্য হতে এবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্য হতে ৷ তারা থাকবে মণিমুক্তা খচিত সিংহাসনে ৷ তাতে তারা হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে ৷ তাদের কাছে ঘোরাফেরা করবে (সেবায় নিয়োজিত) চির কিশোরেরা ৷ পানপাত্র, কেটলী এবং ঝর্ণার প্রবাহিত স্বচ্ছ সুরায় ভরা পেয়ালা নিয়ে ৷ তা পান করলে তাদের মাথা ঘুরবে না এবং জ্ঞানও লোপ পাবে না ৷
আরও থাকবে নানান ফলমূল, তারা যেটা ইচ্ছা বেঁছে নেবে ৷
আরও থাকবে পাখির গোশত, তাদের মন যা চাইবে ৷
আরও থাকবে ডাগর ডাগর উজ্জ্বল সুন্দর চোখওয়ালা সুন্দরীরা ৷ তারা হবে স্বযত্নে লুকিয়ে রাখা মুক্তার মত ৷ তাদের কৃতকর্মের প্রতিদান স্বরূপ ৷ সেখানে তারা শুনবে না কোন অবান্তর কথাবার্তা, পাপের বুলি ৷ বরং সেখানকার কথা হবে শান্তিময়, নিরাপদ ৷"(সূরা ওয়াক্বিয়াহ ৫৬:১০-২৬)
আবরার বান্দাদের ব্যাপারে আরও এসেছে,
ودانية عليهم ظللها وذللت قطوفها تذليلا ٥ ويطاف عليهم بانية من فضة واكواب كانت قواريرا ٥ قواريرا من فضة قدروها تقديرا ٥ ويسقون فيها كاسا كان مزاجها زنجبيلا ٥ عينا فيها تسمي سلسبيلا ٥
"জান্নাতের বৃক্ষছায়া তাদের উপর ঝুঁকে থাকবে ৷ এবং তার ফলসমূহ একেবারে তাদের নাগালের মধ্যে রাখা হবে ৷ তাদের সামনে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে রূপার পাত্র এবং সাদা পাথরের পানপাত্র ৷ সেই সাদা পাথরও হবে রূপার তৈরি ৷ তারা এগুলোকে যথাযথ পরিমাণে ভর্তি করবে ৷
তাদেরকে পান করানোর জন্য এমন পাত্র থাকবে যাতে থাকবে আদার মিশ্রণ ৷ সেখানে আছে একটি ঝর্ণা যার নাম সালসাবিল ৷"(সূরা ওয়াক্বিয়াহ ৭৬:১৪-১৮)
সত্যিই জান্নাত মহান আল্লাহর এক বিশাল অনুগ্রহ ৷ سبحان الله !
— হুম ! ভাইয়া ! মহান আল্লাহ সত্যিই অনেক বেশী দয়মায় যার কোন তুলনা হয় না ৷,আমি বললাম !
— সকল প্রশংসা কেবলই মহান আল্লাহর যিনি অত্যন্ত করুনা করে বান্দার জন্য জান্নাতের মত নিয়ানত তৈরি করেছেন ৷ এবার আমরা হাদীস থেকে কিছু বর্ণনা উল্লেখ করব ৷
 আবূ সাইদ  (رضي الله عنه) এর বর্ণনায় আরও এসেছে,
ان في الجنة لشجرة يسير الراكب الجواد المضمر السريع مائة عام ما يقطعها -
"নিশ্চয়ই জান্নাতে এমন একটি বৃক্ষ হবে যার ছায়ায় উৎকৃষ্ট, চটপটে ও দ্রুতগামী অশ্বের একজন আরোহী ১০০ বছর পর্যন্ত চলতে পারবে ৷ কিন্তু তার ছায়া অতিক্রম করতে পারবে না ৷"(৬)
আবূ হুরায়রা (رضي الله عنه) এর বর্ণনায় আরও এসেছে, নবী (صلي الله عليه وسلم) বলেছেন,
من يدجل الجنة بنعم لا يبأس لا تبلي ثيابه ولا يفني شبابه
"যে জান্নাতে প্রবেশ করবে সে স্বাচ্ছ্যন্দে থাকবে, কখনও দুর্দশাগ্রস্হ হবে না ৷ তার কাপড় কখনও পুরোনো হবে না এবং তার যৌবন কখনও ফুরাবে না ৷"(৭)
ভাইয়া হঠাৎ রাকিবের কাছ থেকে মাম পানির বোতলটা চেয়ে নিলো ৷
 ভাইয়া বোতল কাঁত করে কয়েক ঢোক পানি পান করল ৷ ভাইয়ার দেখাদেখি আমি ও রাকিবও কয়েক ঢোক পান করলাম ৷ পানি পান শেষে রাকিবকে আমি বোতলটি ঢুকাতে বলব এমন সময রাকিব বলল, বোতলটা তোর কাছেই রাখ ৷ আবার দরকার হতে পারে ৷
ভাইয়া আবার বলা শুরু করল—

আবূ হুরায়রাহ (رضي الله عنه) বলেন, রাসূলুল্লাহ (صلي الله عليه وسلم) বলেছেন,
ان اول زمرة يدخلون الجنة علي صورة القمر ليلة البدر والذين يلونهم علي اشد كوكب ذري في السماء اضاءة لا يبولون ولا يتغوطون ولا يمتخطون ولا يتفلون امشاطهم الذهب ورشحهم المسك ومجامرهم الالوة وازواجهم الحور العين واخلاقهم علي خلق رجل واحد علي صورة ابيهم اٰدم ستون ذراعا في السماء-
"নিশ্চয়ই সর্বপ্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের মুখের উজ্জ্বলতা হবে পূর্ণিমার চাঁদের মত ৷ এরপর যারা প্রবেশ করবে তাদের মুখের উজ্জ্বলতা হবে আকাশে উদিত উজ্জ্বল নক্ষত্রের মত ৷ তারা সেখানে প্রস্রাব-পায়খানা করবে না, তারা নাক ঝাঁড়বে না, তারা থুথু ফেলবে না ৷ তাদের চিরুনী হবে স্বর্ণের ৷ তাদের ঘাম হতে মিশকের ঘ্রাণ আসবে ৷ তাদের ধূপদানী হবে 'আলুয়্যাহ' নামক সুগন্ধি কাঠের তৈরি ৷ তাদের স্ত্রীগণ হবে ডাগর চক্ষু বিশিষ্টা ৷ তাদের চরিত্র হবে একজন লোকের চরিত্রের মত ৷(৮) তাদের আকৃতি হবে তাদের পিতা আদম (عليه وسلم) এর আকৃতির মত ৷ যা হবে ষাট হাত দীর্ঘ আকৃতি বিশিষ্ট হবে ৷"(৯)
আনাস ইবনে মালিক (رضي الله عنه) এর বর্ণনায় আরও এসেছে, রাসূলুল্লাহ (صلي الله عليه وسلم) বলেছেন,
ان في الجنة لسوقا ياتونها كل جمعة فتهب ريح الشمال فتخثو في وجوههم وثيابهم فيزدادون حسنا وجمالا فيرجعون الي اهليهم وقد ازدادوا حسنا وجمالا فيقول لهم اهلوهم والله لقد ازددتم بعدنا حسنا وجمالا فيقولون وانتم والله لقد ازددتم بعدنا حسنا وجمالا—
"নিশ্চয়ই জান্নাতে একটি বাজার থাকবে ৷ প্রতি জুমুয়াহ জান্নাতিরা সেখানে একত্রিত হবে ৷ তখন উত্তরদিকের বায়ু প্রবাহিত হয়ে তাদের মুখমন্ডলে ও পোশাক পরিচ্ছদে গিয়ে লাগবে ৷ ফলে তাদের গায়ের রং ও সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পাবে ৷ তখন তারা স্ব স্ব পরিবারের কাছে ফিরে যাবে ৷ গিয়ে দেখবে তাদের গায়ের রং ও সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পেয়েছে ৷ তাদের পরিবারের লোকেরা বলবে, আল্লাহর শপথ ! আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের গায়ের রং এবং সৌন্দর্য বহুগুণে বেঁড়ে গেছে ৷ উত্তরে তারাও বলবে, আল্লাহর শপথ ! তোমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদেরও গায়ের রং ও সৌন্দর্য বহুগুণে বেঁড়ে গেছে ৷"(১০)
আচ্ছা ! তোরা কি জানিস এমন একটি জঘন্য কাজ আছে যার জন্য চিরসুখের এই জান্নাত তাঁর জন্য হারাম হয়ে যায় ৷
— হুম! জানি ৷ সেটা হলো আল্লাহর সাথে শিরক করা ৷ ,বলল রাকিব ৷
—ঠিকই বলেছিস ৷ মহান আল্লাহ এ ব্যাপারে বলেন,
انه من يشرك بالله فقد حرم الله عليه الجنة وماويه النار-وما للظلمين من انصار—
"আর নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নামকে তার ঠিকানা বানিয়ে দেন ৷ আর জালেমদের কোন সাহায্যকারী নেই ৷"(সুরা মায়েদাহ ৫:৭২)

এই শিরকের মধ্যেই একটি বড় শিরক হলো ইবাদতে শিরক করা(১১) অর্থাৎ ইখলাসবিহীন আমল করা ৷(১২) মহা আল্লাহ বলেন,
فمن كان يرجوا لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا ٥
"অতএব যে তাঁর রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন সৎ আমল করে এবং তার রবের ইবাদত কাউকে শরীক না করে ৷"(সূরা কাহফ ১৮:১১০)
এভাবে আমরা বেশ কিছুক্ষণ কথা চালিয়ে গেলাম ৷ সূর্যটা তখন মাথার উপর একেবারে মাঝ বরাবর কিরণ দিচ্ছিল ৷ মনে হচ্ছিল যেন যোহরের সময় হয়ে গেছে ৷ ঘড়িতে দেখলাম ১২:৩৫ ৷
—ভাইয়া কথা তো অনেক হলো ৷ ঘড়ির কাটা বলছে যোহর সালাতের সময় হয়েছে ৷
— তাহলে চল আমরা সালাতের প্রস্ততি গ্রহণ করি ৷

(গ)
জাফলং এর আরও একটি সৌন্দর্য হলো সবুজ অরণ্যে ঘেরা পাহাড় ৷ পেঁচানো রাস্তা বেয়ে এক পা দুপা করে কখনও বা সিঁড়ি বেয়ে আমারা উঠে এলাম পাহাড়ের উপরে ৷
খুব ইচ্ছে ছিল আকাশকে কাছ থেকে দেখার ৷ আজ পাহাড়ে উঠে সেই আকাঙ্খা কিছুটা হলেও পূরণ হলো ৷ জানেন ! ছোট থাকতে টয়লেটে প্রয়োজন সারতে বসে গান ধরতাম "নীল আকাশের নিচে আমি, রাস্তা চলেছি একা ৷" আবার বলতাম ' ধূর ছাই, এই চার দেয়ালে রাস্তা আবার কোথা থেকে এলো ৷'
হা হ হা !

আমারা পাহাড়ের এদিক ওদিক ঘুরতে লাগলাম ৷ চারদিকের সৌন্দর্যমাখা বিভিন্ন দৃশ্য তখন চোখে এসে পড়ছিল ৷ আমি পাহাড় থেকে একটু নিচ দিকে তাঁকাতেই আবার পিছনে সরে এলাম ৷ মনে হচ্ছিল যেন এখনই পড়ে যাব ৷ কিন্তু ভাইয়া ও রাকিবটা যে কিভাবে এত সাহস নিয়ে নিচে তাকায় ঠিক বুঝে আসে না আমার ৷
ভাইয়ার খানিকটা পিছন থেকে আমি বললাম, ভাইয়া ! কিনারায় দাঁড়িয়ে নদী দেখতে তোমার মাথা ঘুরাচ্ছে না ৷
ভাইয়া পিছনে ঘুরে ডান হাত দিয়ে আমার কান পাঁকড়াও করল ৷ 'আহ !..'
— সবাই কি তোর মত ভীতুর ডিম ৷
ঐ পাশ থেকে রাকিব বলল, ভাইয়া ! একটু ভাল করে ৷
কান মলানী খেয়ে সাহস করে কোনরকমে ভাইয়ার সাথে এসে দাঁড়ালাম ৷ দেখলাম ডাউকী ব্রীজ ও তাঁর নিচে ডাউকী নদী ৷ ডাউকী নদীকে তখন সর্পিলাকার সাঁপের মত মনে হচ্ছিল ৷ পাহাড়ের একটু ওপাশ দিয়ে সামনে তাঁকাতেই ফুটে উঠল ভারতের মেঘালয় সীমান্ত ৷ পাশাপাশি আরও দেখলাম সাদা মেঘগুলো কেমন যেন পাহাড়ের সাথে লেগে আছে ৷
এদিকে আমার পেটে তখন ইঁদুর দৌড়াচ্ছে ৷ কিন্তু বলতে কেন যেন একটু ইতস্তত হলো ৷ কিন্তু তাতে কি ৷ ঐ যে রাকিব ! আস্তা একটা পেটুক ! ক্ষিদে পেলে আর কোন কথা নেই ৷ হুট করেই পেটের কথা মুখ দিয়ে বের হয় ৷ আজও তার ব্যতিক্রম নয় ৷ রাকিব বলল
—ভাইয়া দুপূর অনেক হয়েছে ৷ এসো খাবার খেয়ে নেই ৷
ওর অভ্যাস যাই হোক না কেন ৷ আজ কিন্তু আমার কথাটাই ওর মুখ দিয়ে বেরুলো ৷ আমিও বললাম,হুম ভাইয়া ! আমারও খুব ক্ষিদে পেয়েছে ৷
— ঠিকই বলেছিস রে ৷ আমার পেটেও ইঁদুর দৌড়াচ্ছে ৷
ভাইয়ার কথা শুনে আমরা হেসে উঠলাম,
হা হা হা !
আমরা দূর্বাঘাসের উপর সবুজ রঙের একটি কাঁপড় বিছিয়ে গোল হয়ে বসে পড়লাম ৷ মাথাটা তখন বেশ হালকা হালকা মনে হলো ৷ কাপড়ে বসেও দূর্বাঘাসের হালকা কোমল পরশ তখনও অনুভব হচ্ছিল ৷
সময় তখন দুপুর ২:৩০ টা ৷ সূর্যটা তখন পশ্চিম আকাশে বেশ কিছুটা হেলে পড়েছে ৷ হঠাৎ উর্ধ্ব দিগন্তের কোণ থেকে এক ঝাঁক কবুতরের মিছিল আমাদের মাথার উপর দিয়ে অতিক্রম করল ৷ খাওয়া দাওয়া শেষ করে আমরা পুনরায় গল্প করতে বসলাম ৷

রাকিব বলল, আচ্ছা ভাইয়া ! এমন অনেক অমুসলিম আছে যারা অনেক ভাল কাজ করে ৷ তারা কি আল্লাহর কাছে পুরস্কার পাবে না ৷
ভাইয়া বলল, আমার মনে হয় তোরা ইখলাসের ব্যাপারটি ভাল করে বুঝতে পারিস নি ৷ নয়তো এমন প্রশ্ন করার কথা নয় ৷ বিষয়টিকে সহজ করে বুঝার জন্য আমরা ইখলাসের দুটি সূরাকে সামনে নিয়ে আসবে ৷

ভাইয়ার কথা শুনে আমি ও রাকিব রীতিমত অবাক হলাম এবং একজন আরেকজনের দিকে তাঁকাতে লাগলাম ৷ বললাম, বল কি ভাইয়া ! সূরা ইখলাস তো একটিই আছে ৷
—হা হা হা ! আরে গর্দভ ! সূরা কাফিরুন ও সূরা ইখলাসকে একত্রে ইখলাসের সূরা বলা হয় ৷ আর এমনটি আমি বলছি না ৷ বরং জাবির ইবনে আব্দুল্লাহ (رضي الله عنه) বলছেন ৷ তিনি বলেন,
ان رسول الله صلي الله عليه وسلم قرا في ركعتي الطواف بسورتي الاخلاص قل يا ايها الكافرون و قل هو الله احد—
"নিশ্চয়ই আল্লাহর রাসূল (صلي الله عليه وسلم) তাওয়াফের দু রাকাত সালাতে ইখলাসের দুটি সূরা পাঠ করেছেন ৷ যথা قل يا ايها الكافرون (সূরা কাফিরুন) এবং قل هو الله احد (সূরা ইখলাস) ৷"(১৩)
এবার বুঝেছিস ৷
রাকিব বলল, হুম ভাইয়া ! আসলে কখনও এমন কথা শুনিনি তো তাই একটু অবাক হয়েছিলাম !
আমি বললাম, যাইহোক ভাইয়া ! এবার তুমি বল ৷
— হুম শোন তাহলে ৷ ইখলাস হচ্ছে কিনা বা তুই সত্যিই আল্লাহর  সন্তুষ্টির চাচ্ছিস কিনা তারও প্রধান কিছু গ্রহণ ও বর্জনীয় কাজ রয়েছে ৷ আমরা এ দুটি সূরা থেকে ইখলাসের বেশ কতগুলো শর্ত খুঁজে পাই ৷ যেমন—
১৷ আল্লাহকে সত্তা ও গুনে একক রাখতে হবে ৷ তথা ত্রুিত্ববাদ, বহুশ্বরবাদ, ফানা ফিল্লাহ , নবী (صلي الله عليه وسلم) আল্লাহর অংশ, তিনি গায়েব জানেন (نعوذ بالله) ইত্যাদি কনসেপ্টকে সম্পূর্ণ অস্বীকার করতে হবে ৷(১৪)
২৷ তাকে মুখাপেক্ষীহীন একক সত্ত্বা হিসেবে বিশ্বাস করতে হবে ৷ এমনটি ভাবা যাবে না যে তিনি উমুককে তাঁর খাজানা দিয়েছেন ৷(১৫)
৩৷ তাঁর জন্য সন্তান সাব্যস্ত করা যাবে না ৷(১৬)
৪৷ তার সত্তাকে এমন একজন সত্ত্বা হিসেবে বিশ্বাস করতে হবে যার তুলনীয় বা সমপর্যায়ের কিছু নেই ৷(১৭)
৫৷ ইবাদতকে কেবল তাঁর জন্য সাব্যস্ত করতে হবে ৷(১৮)
৬৷ অন্যান্য সবার ইবাদতকে অস্বীকার করতে হবে ৷(১৯)
৭৷ তাঁর ইবাদতে বা তাঁর নৈকট্য প্রাপ্তির নাম করে কোন মাধ্যম সাব্যস্ত করা যাবে না ৷(২০)
ইত্যাদি আরও নানা রকম শর্ত উল্লেখ করা যেতে পারে ৷

তবে যেহেতু ইখলাসের প্রসঙ্গ সামনে এসেই গেল তখন একটি বিষয় নিয়ে কথা না বললেই নয় ৷ তা হল ইখলাসপূর্ণ নিয়্যত ৷ এটিও ইখলাসের সর্বোচ্চ পর্যায়ের প্রধান একটি শর্ত ৷ যার অভাবে মুসলিম হয়েও আমল বাতিল হয়ে চিরস্হায়ী জাহান্নামী হতে পারে ৷
নিয়্যত মূলত বলা হয় মনের দৃঢ় সংকল্পকে ৷ আর যখন মনের সেই দৃঢ় সংকল্প হয় ভাল কাজ বা ইবাদতের দ্বারা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন কিংবা তাঁর নিকট থেকে পুরস্কার প্রাপ্তি এবং তাঁর নিকট থেকে পরকালীন শান্তি লাভের আশায় কিংবা জাহান্নাম থেকে মুক্তি লাভের ভয়ে তখন তাকে বলা হবে ইখলাসপূর্ণ নিয়্যত অর্থাৎ ইবাদতকে কেবল মহান আল্লাহর জন্য খাঁটি করার দৃঢ় সংকল্প করা ৷

আর এই ইখলাসের ব্যাপারে কোরআন ও হাদীসে অসংখ্যবার জোর নির্দেশ দেয়া হয়েছে ৷
যেমন একটি আয়াতে মহান আল্লাহ বলেন,
قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العلمين ٥ لا شريك له- وبذلك امرت وانا اول المسلمين ٥
"বল, নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানী, আমার জীবন ও আমার মরণ কেবল সমগ্র সৃষ্টিজগতের রব মহান আল্লাহর জন্য ৷ (এ ব্যাপারে) তাঁর কোন শরীক নেই ৷ আর আমাকে এমনটিই আদেশ করা হয়েছে এবং যেন আমি সর্বপ্রথম মুসলিমদের অন্তর্ভুক্ত হই ৷"(সূরা আন'আম ৬:১৬২-১৬৩)
অন্য আয়াতে মহান আল্লাহ জান্নাতিদের একটি গুন উল্লেখ করেছেন এই ভাবে,
انما تطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا ٥ انا نخاف من ربنا يوما عبوسا قمطريرا ٥
"(তাদের উক্তি হয়) আমার তোমাদেরকে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য খাদ্য দিয়ে থাকি এবং তোমাদের কাছে কোন প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না ৷(২২) আমরা আমাদের রবের তরফ থেকে এক ভীতিপ্রদ ভয়ংকর দিনের ভয় রাখি ৷"(সূরা ইনসান ৭৬:৯-১০)
আরও বলা হচ্ছে,
قل اني امرت ان اعبد الله مخلصا له الدين ٥
"বল, আমাকে আদেশ করা হয়েছে তাঁর ইবাদত করতে কেবল তাঁরই আনুগত্যে একনিষ্ঠ হয়েছে ৷"(সূরা যুমার ৩৯:১১)
এ ব্যাপারে একটি হাদীসও উল্লেখ করা যেতে পারে ৷
আবূ উমামাহ বাহেলী (رضي الله عنه) বলেন,
جاء رجل الي النبي صلي الله عليه وسلم فقال ارأيت رجلا غزا يلتمس الاجر والذكر ما له؟ فقال رسول الله صلي الله عليه وسلم: لا شيء له فاعادها ثلاث مرات يقول رسول الله صلي الله عليه وسلم: لا شيء له ثم قال: ان الله لا يقبل من العمل الا ما كان له خالصا وابتغي به وجهه—
" এক লোক নবী (صلي الله عليه) এর কাছে এসে বলল, এক ব্যাক্তি সওয়াব এবং সুনাম প্রাপ্তির আশায় যুদ্ধ করে, তার জন্য কি রয়েছে ৷ রাসূলুল্লাহ (صلي الله عليه وسلم) বললেন, তার জন্য কিছুই নেই ৷ লোকটি তিনবার তাঁর কথার পুনরাবৃত্তির করল ৷ রাসূলুল্লাহ (صلي الله عليه وسلم) তাকে বললেন, তার জন্য কিছুই নেই ৷ অতঃপর বললেন, "নিশ্চয়ই আল্লাহ সেসব আমলই কবুল করেন যা কেবল একনিষ্ঠভাবে তাঁর জন্য করা হয় আর কেবল তাঁর সন্তুষ্টির জন্যই করা হয় ৷"(২৩)
আর ইখলাসের বিপরীত হলো' রিয়া ৷ অর্থাৎ ইবাদতে আল্লাহর সন্তুষ্টি ব্যাতিত অন্য কারও সন্তুষ্টির সংকল্প করলে বা আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি অন্য কারও সন্তুষ্টি থাকলে বা সুনাম-খ্যাতি অর্জন বা অন্য কোন উদ্দেশ্য থাকলে তাকে বলা হবে রিয়া ৷ এমতাবস্থায় তাঁর আমল কোনভাবেই গ্রহণযোগ্য হবে না যেমন আমরা  আগের হাদীসটি থেকে জানলাম ৷ এছাড়া আরও এসেছে, আবূ হুরায়রাহ (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (صلي الله عليه وسلم) কে একথা বলতে শুনেছি যে,
قال الله تعلي انا اغني الشركاء عن الشرك -من عمل عملا اشرك فيه معي غيري تركته وشركه -
"মহান আল্লাহ বলেন, আমি শরীকদের শিরক থেকে সম্পূর্ণ মুক্ত ৷ যে আমার সাথে অন্য কাউকে শরীক করার মাধ্যমে আমল করে আমি তাকে ও উক্ত শরীককে প্রত্যাখ্যান করি ৷"(২৪)
অন্য একজন সাহাবী যার নাম আবূ সাইদ ইবনু আবূ ফাযালাহ আনসারী (رضي الله عنه), তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (صلي الله عليه وسلم) কে বলতে শুনেছি,
اذا جمع الله الناس ليوم القيامة ليوم لا ريب فيه نادي مناد من كان اشرك فيه عمل عمله لله احدا فاليطلب ثوابه من عند غير الله فان الله اغني  الشركاء عن الشرك—
"যখন আল্লাহ মানুষকে কিয়ামতের ময়দানে একত্রিত করবেন যে দিনের ব্যাপারে কোন সন্দেহ নেই, একজন ঘোষক ঘোষণা করে বলবে, যে কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য
করা হয় তাতে যে অন্য কাউকে শরীক করেছে সে যেন তার উক্ত কাজের সওয়াব বা প্রতিদান উক্ত গাইরুল্লাহ তথা অংশীদারের কাছে চেয়ে নেয় কেননা নিশ্চয়ই আল্লাহ অংশীদারের অংশীদারিত্ব থেকে সম্পূর্ণ মুক্ত ৷"(২৫)
—আচ্ছা ভাইয়া জ্ঞান অর্জনের ব্যাপারেও কি এমন শর্ত ?
— অবশ্যই !
আবূ হুরায়রাহ (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (صلي الله عليه وسلم) বলেছেন,
من تعلم علما مما يبتغي به وجه الله عز وجل لا يتعلمه الا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها -
"যে জ্ঞান একমাত্র আল্লাহ عز وجل এর সন্তুষ্টির জন্য শিক্ষা করা হয় তা যদি কেউ পার্থিব কোন উদ্দেশ্যে শিক্ষা করে তবে সে জান্নাতের সুগণ্ধিও পাবে না ৷"(২৬)
রাকিব বলল, তার মানে এই হাদীস আরও বলছে যেকোন জ্ঞান দ্বারা আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না ৷
— মাশাআল্লাহ (ما شاء الله) ! রাকিব তুই একদম ঠিক বলেছিস ৷ কারণ আল্লাহ রাসূল (صلي الله عليه وسلم) অনর্থক জ্ঞান থেকে বাঁচতে মহান আল্লাহর কাছে দোয়া করতেন ৷ তিনি বলতেন,
اللهم اني اعوذبك من الاربع من علم لا بنفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعاء لا يسمع
"হে আল্লাহ ! আমি  চারটি বিষয় থেকে তোমার নিকট আশ্রয় চাচ্ছি ৷ এমন জ্ঞান থেকে যা কোন উপকারে আসে না, এমন অন্তর থেকে যা ভীত হয় না, এমন আত্না থেকে যা তৃপ্ত হয় না, এমন দোয়া থেকে যা শোনা হয় না ৷"(২৭)
— আচ্ছা ভাইয়া ! সে কথা না হয় বুঝলাম !  কিন্তু কেউ যখন ইবাদত করছে আর মানুষের প্রসংশা বা সুনাম চাচ্ছে না  বরং আল্লাহর সন্তুষ্টিই চাচ্ছে ৷ এমন অবস্হায় তার অনিচ্ছা সত্ত্বে কেউ তার প্রশংসা করলে ব্যাপারটা কেমন দাঁড়াবে ?, আমি বললাম !

— যদি ব্যাপারটা এমনই হয় এবং প্রশংসা করার পরও যদি প্রশংসা পাওয়ার কামনা মনে জাগ্রত না হয় তবে এটা মুমিনের জন্য আগাম সুসংবাদ ৷
আবূ যর (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ  (صلي الله عليه وسلم) কে জিজ্ঞেস করা হলো,
ارءيت الرجل يعمل العمل من الخير ويحمده الناس عليه؟ قال تلك عاجل بشري المؤمن-
"এমন ব্যাক্তি আপনার কি অভিমত যে উত্তম আমল করে এবং মানুষ তাঁর গুনাগুণ বর্ণনা করে ৷ তিনি বললেন, এটা তো মুমিনের জন্য আগাম সুসংবাদ ৷"(২৮)
রাকিব বলল, আচ্ছা ভাইয়া ! কিভাবে এই ইখলাসকে ধরে রাখা যেতে পারে ?
— খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিস তুই ৷

*১ম উপায় হলো নিজ আমলের সাথে ভয় ও আশার সামন্জ্ঞস্য বিধান করা ৷ অর্থাৎ বান্দা আমল করার সময় ভয় রাখবে তাঁর আমলটি কবুল হচ্ছে কিনা , পাশাপাশি  মহান আল্লাহর কাছে এই আমলকে ত্রুটিযুক্ত  পেশ করে তাঁর কাছে ক্ষমা চাইবে ও ক্ষমা পাওয়ার আশা রাখবে , পাশাপাশি তাঁর জান্নাত ভিক্ষা চাইবে ৷

* সে ভাববে আমার আমল আমাকে জান্নাতে প্রবেশ করাতে এবং জাহান্নাম থেকে মুক্তিলাভ করাতে কখনই সক্ষম নয় ৷ মহান আল্লাহর দয়াতেই কেবল তা সম্ভব ৷

* সে কখনও আত্নপ্রশংসায় লিপ্ত হবে না ৷

* সে মনে করবে তাঁর চাইতেও উত্তম আমলকারী বা অগ্রগামী লোক রয়েছে এবং সে প্রতিনিয়ত তাঁদের মত হওয়ার চেষ্টা করবে, তাঁদের জন্য কল্যানের দোয়া করবে ইত্যাদি আরও অনেক বিষয় সামনে নিয়ে আসা যেতে পারে ৷(২৯)

হঠাৎ ভাইয়া উঠে দাঁড়ালেন এবং হাঁটতে হাঁটতে পাহাড়ের কিনারায় গিয়ে দাঁড়ালেন ৷ বাতাসে ভাইয়ার জামার আচল তখন উড়ছিল ৷ আমি ও রাকিব একজন আরেকজনের দিকে তাঁকাতে লাগলাম ৷ উভয়ের চোখেই কৌতুহল ৷
কালবিলম্ব না করা আমি ও রাকিব ধীরে ধীরে ভাইয়ার দুপাশ বরাবর এগিয়ে চললাম ৷ অতঃপর সামনে এসে ভাইয়ার দুকাঁধে দুজন হাত রাখলাম ৷ বললাম, কি হলো ভাইয়া ? হঠাৎ উঠে এলে !
ভাইয়া আমার দিকে তাঁকিয়ে বলল,
— জানিস ! একদল যুবক আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছিল এবং তাঁর ইবাদতে অন্য সব অংশীদারকে অস্বীকার করেছিল ৷(৩০) মহান আল্লাহ তাদের কথা অত্যন্ত সম্মানজনক ভাষায় উল্লেখ করে বলেন
وربطنا علي قلوبهم اذ قاموا فقالوا ربنا رب السموت والارض لن ندعوا من دونه الها - لقد قلنا اذا شططا ٥
"আমি তাঁদের অন্তরকে দৃঢ় করেছিলাম যখন তাঁরা উঠে দাঁড়িয়েছিল ৷ তাঁরা বলেছিলো, আমাদের রব আসমান ও যমীনের রব, আমরা কখনও তাঁর পরিবর্তে অন্য কোন ইলাহকে(৩১) আহ্বান করব না ৷ যদি করি তবে তা হবে অত্যন্ত গর্হিত কাজ ৷"(সূরা কাহফ ১৮:১৪)
একথা বলেই ভাইয়া আবার সামনের দিকে তাঁকালেন ৷ ভাইয়ার চোখের কোণ দিয়ে  কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল ৷ আমি ও রাকিব ভাইয়ার দিকে তাঁকিয়ে রইলাম ৷
সত্যিই আমাদোর জাফলং ভ্রমণ খুূবই মজাদার ছিল, তবে শেখার মতও ছিল অনেক কিছুই ৷


টীকাঃ
১৷ সহীহ বুখারী ২৬৯৭, সহীহ মুসলিম ১৭১৮

২৷ সহীহ মুসলিম, অধ্যায় ৩১: বিচার -ফয়সালা, অনুচ্ছেদ ৮, হাদীস ১৭১৮, ১৮/..... , হাদীস ও পর্বসূচীর নম্বরবিন্যাস: ফুয়াদ আব্দুল বাক্বী ৷

৩৷ আরও দেখুন, শরহে মাসাঈলুল জাহেলিয়্যাহ, শাইখ সালেহ আল ফাওযান, অনুবাদ মুযাফ্ফর বিন মুকসেদ, মাকতাবাতুুস সুন্নাহ প্রকাশনী, পৃষ্ঠা ৩২ ৷
অন্তরের আমল:ইখলাস, শাইখ সালেহ আল মুনাজ্জিদ, অনুবাদ: জাকের উল্লাহ আবুল খায়ের, পৃষ্ঠা ১৬-১৭ ৷

৪৷ বিস্তারিত পড়ুন, শরহে মাসাঈলুল জাহেলিয়্যাহ, শাইখ সালেহ আল ফাওযান, অনুবাদ: মুযাফ্ফর বিন মুকসেদ, মাকবাতুস সুন্নাহ প্রকাশনী, পৃষ্ঠা ১১-৩৯

৫৷ বুখারী ও মুসলিম,রিয়াদুস সালেহীন ১৮৯০

৬৷ দেখুন সহীহ বুখারী ৬৫৫৩, সহীহ মুসলিম ২৮২৮ ৷ তবে এখানে (ظل) ছায়া শব্দটি অন্য একটি সহীহ হাদীস থেকে নেয়া ৷ হাদীসটি হলো, সাহল ইবনে সা'দ (رضي الله عنه) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (صلي الله عليه وسلم) বলেছেন,
ان في الجنة لشجرة يسير الراكب في ظلها مائة عام لا يقطعها
"নিশ্চয়ই জান্নাতে এমন একটি বৃক্ষ হবে যার ছায়ায় একজন অশ্বারোহী একশ বছর পর্যন্ত চলবে কিন্তু তার ছায়া অতিক্রম করতে পারবে না ৷"(সহীহ বুখারী ৬৫৫২, সহীহ মুসলিম ২৮২৭)

৭৷ সহীহ মুসলিম, পর্ব ৫৩, অনুচ্ছেদ ৮, হাদীস ২৮৩৬, হাদীস ও পর্বসূচীর নম্বরবিন্যাস: ফুয়াদ আব্দুল বাক্বী ৷

৮৷ অন্য বর্ণনায় আরও এসেছে,
لا اختلاف بينهم ولا تباغض فلوبهم قلب واحد
" তাদের মাঝে কোন মতভেদ থাকবে না, আর তাদের মাঝে কোন হিংসা বিদ্বেষ থাকবে না ৷ আর তাদের অন্তর হবে এক ব্যক্তির অন্তরের মত ৷" (সহীহ মুসলিম, পর্ব ৫৩, অনুচ্ছেদ ৭, হাদীস ২৮৩৪, ১৭/...., হাদীস ও পর্বসূচীর নম্বরবিন্যাস: ফুয়াদ আব্দুল বাক্বী)

৯৷ সহীহ মুসলিম, পর্ব ৫৩, অনুচ্ছেদ ৬, হাদীস ২৮৩৪, ১৫/...., হাদীস ও পর্বসূচীর নম্বরবিন্যাস: ফুয়াদ আব্দুল বাক্বী ৷

১০৷ সহীহ মুসলিম, পর্ব ৫৩, অনুচ্ছেদ ৫, হাদীস ২৮৩৩, হাদীস ও পর্বসূচীর নম্বরবিন্যাস: ফুয়াদ আব্দুল বাক্বী ৷

১১৷ দেখুন সূরা মায়েদাহ ৫:৭২, সূরা হাজ্জ্ব ২২:৭৩-৭৪, সূরা নিসা ৪:৪৮,১১৬-১২১,সূরা আহক্বাফ ৪৬:৫-৬, সূরা ফুরক্বান ২৫:৩, সূরা ফাতিহা ১:৪, এছাড়াও এ ব্যাপারে বিভিন্ন হাদীস বিদ্যমান

১২৷ সূরা যুমার ৩৯:২-৩, ১১, সূরা নাহল ১৬:১২০, সূরা বাইয়্যিনাহ ৯৮:৫, সূরা আন'আম ৬:১৬২; সুনান নাসাঈ ৩১৪০, আলবানী বলেছেনঃ হাসান সহীহ ,এছাড়া আরও বিভিন্ন হাদীস ৷

১৩৷ সুনান তিরমিযী, অধ্যায় ৭:হাজ্জ্ব পর্ব, অনুচ্ছেদ ৪৩, হাদীস ৮৬৯, হাদীসের মান: সহীহ, তাহক্বীক: আলবানী ৷

১৪৷ আরও দেখুন সূরা মায়িদাহ ৫:৭২-৭৩, সূরা আন'আম ৬:৫০, সূরা হাজ্জ্ব ২২:৭৩-৭৪, সূরা জ্বীন ৭২:২০-২২, সূরা আহক্বাফ ৪৬:৫-৬ ৷

১৫৷ আরও দেখুন, সূরা মুহাম্মদ ৪৭:৩৮, সূরা আন'আম ৬:৫০ ৷

১৬৷ আরও দেখুন সূরা তওবা ৯:৩০, সূরা কাহফ ১৮:১-৪ ৷

১৭৷ দেখুন সূরা বাক্বারাহ ২:২৫৫, সূরা হাশর ৫৯:২২-২৪, সূরা শু'রা ৪২:১১ সহ আরও অনেক আয়াত

১৮৷ আরও দেখুন, সূরা যারিয়াত ৫১:৫৬

১৯৷ দেখুন সূরা ইমরান ৩:৬৪, সূরা বাক্বারা ২:২৫৬, সূরা নাহল ১৬:৩৬, সূরা নূহ ৭১:১-৪ সহ আরও অনেক আয়াত ৷

২০৷ আরও দেখুন সূরা যুমার ৩৯:৩, সূরা ফুরক্বান ২৫:১৭-১৯ ইত্যাদি সহ অন্যান্য ৷

২১৷ দেখুন, সূরা যুমার ৩৯:২-৩,১১ সূরা বায়্যিনাহ ৯৮:৫ ইত্যাদি ৷ আরও দেখুন, বই-অন্তরের আমল: ইখলাস, শাইখ সালেহ আল মুনাজ্জিদ, অনুবাদ: জাকের উল্লাহ আবুল খায়ের, পৃষ্ঠা ৫-৭ ৷

২২৷ এ কথা মূলত তারা প্রকাশ করে না বরং এটা তাঁদের মনের আকাঙ্খা ৷ (তাফসীর ইবনে কাসীর)

২৩৷ সুনান নাসাঈ, অধ্যায় ২৩: জিহাদ পর্ব, হাদীস ৩১৪০, হাদীসের মান: হাসান সহীহ, তাহক্বীক: আলবানী

২৪৷ সহীহ মুসলিম,রিয়াদুস সালেহীন, হাদীস ১৬২৪ ৷

২৫৷ সুনান তিরমিযী, অধ্যায় ৪৪: তাফসীরুল কোরআন পর্ব, অনুচ্ছেদ ১৯, হাদীস ৩১৫৪, হাদীসের মান: আবূ ঈসা তিরমিযী বলেছেন হাসান গারীব, আলবানী বলেছেন সহীহ ৷ আরও দেখুন , ইবনে মাজাহ ৪২০৩ ,বিশুদ্ধ সূত্রে ৷

২৬৷ সুনান আবূ দাউদ, অধ্যায় ২৬: জ্ঞান পর্ব, অনুচ্ছেদ ১২, হাদীস ৩৬৬৪, হাদীসের মান: সহীহ, তাহক্বীক: আলবানী ৷ আরও দেখুন, সুনান ইবনে মাজাহ, হাদীস ২৫২, বিশুদ্ধ সূত্রে ৷

২৭৷ সুনান আবূ দাউদ, অধ্যায় ৮: বিতর সালাত পর্ব, অনুচ্ছেদ ৩৬৭, হাদীস ১৫৪৮, মান: আলবানী বলেছেন সহীহ ৷ আরও দেখুন, সুনান নাসাঈ ৫৫৩৬-৫৫৩৭ , বিশুদ্ধ সূত্রে ৷

২৮৷ সহীহ মুসলিম, অধ্যায় ৪৬, অনুচ্ছেদ ৫১, হাদীস ২৬৪২, হাদীস ও পর্বসূচীর নম্বরবিন্যাস: ফুয়াদ আব্দুল বাক্বী ৷

২৯৷ দেখুন সূরা বনী ইসরাঈল ১৭:৫৭, সূরা আম্বিয়া ২১:৯০, সূরা মু'মিনূন ২৩:৬০, এছাড়াও দেখুন, সহীহ মুসলিম ২৮১৭, সুনান তিরমিযী ৩১৭৫, সুনান ইবনে মাজাহ ৪১৯৮, বিশুদ্ধ সূত্রে ৷ আরও দেখুন,বই: ইখলাস মুক্তির পথ, ফয়সাল বিন আলী আল বাদানী, অনুবাদ: আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান, পৃষ্ঠা ৩২-৩৯ ৷

৩০৷ সূরা কাহফ ১৮:১৩-১৬ নং আয়াতের ব্যাখ্যা দেখুন তাফসীর ইবনে কাসীরে

৩১৷ ইবনে তাইমিয়্যাহ কুরআনের বিভিন্ন আয়াত ও সহীহ হাদীসকে সামনে রেখে ইলাহ (اله) শব্দের সংজ্ঞা করেছেন ৷ তিনি বলেন,
فالاله هو الذي يألهه القلب بكمال الحب والتعظيم والاجلال والاكرام والخوف الرجاء ونحو ذلك
"কোন সত্ত্বাকে ইলাহ মানার অর্থ হলো মানুষের হৃদয় মনের পূর্ণ একাগ্রতা, ঐকান্তিকতা, পূর্ণ সম্মানবোধ ও ভালবাসা, সবর, শোকর, তাওয়াক্কুল, ভয় ও আশার পূর্ণ আবেগানুভূতির সাথে ঝুঁকে পরা ৷"(দেখুন আল উবূদিয়্যাহ, পৃষ্ঠা ৩০-৩১ অথবা ইবাদতের মর্মকথা, আধুনিক প্রকাশনী, পৃষ্ঠা ২৯)

আমি যাদের প্রতি অনেক বেশী কৃতজ্ঞঃ

* তাফসীর ইবনে কাসীর, ড মুজিবুর রহমান অনূদীত, তাফসীর পাবলিকেশন সোসাইটি
* তাহক্বীক রিয়াদুস সালেহীন, ইমাম নববী, তাওহীদ পাবলিকেশন
* মাসিক মদিনার পয়গাম
* বই: ইখলাস, আব্দুল্লাহ আল মামুন আল আজহারী ৷
* বই: অন্তরের আমল: ইখলাস,শাইখ সালেহ আল মুনাজ্জিদ (رحيمه الله), অনুবাদ: জাকের উল্লাহ আবুল খায়ের, ইসলাম হাউস ডট কম৷
* শরহে মাসাঈলুল জাহেলিয়্যাহ, শাইখ সালেহ আল ফাওযান (رحيمه الله), অনুবাদ: মুযাফ্ফর বিন মুকসেদ , মাকতাবাতুস সুন্নাহ প্রকাশনী
* বই: ইখলাস মুক্তির পথ : ফয়সাল বিন আলী বাদানী
* বই: ইবাদতের মর্মকথা, ইবনে তাইমিয়্যাহ, আধুনিক প্রকাশনী ৷
* Apps: Quran Bangla, iQuran, iHadis
* বিশেষ কৃতজ্ঞতা: Islamhouse.Com

চিত্রকল্প সহযোগিতা:

* বই: Beautiful place in Bangladesh
* youtube
* আমার খালাত ভাই বাপ্পি

অনুপ্রেরণা:

* প্যারাডক্সিকাল সাজিদ, আরিফ আজাদ, গার্ডিয়ান পাবলিকেশন
* ডাবল স্ট্যান্ডার্ড, ডা: শামসুল আরেফীন, মাকবাতুল আযহার প্রকাশনী

ইখলাস কি ? কেন জরুরী ? ভাল কাজ করলেই কি জান্নাত ? / মেরাজুল ইসলাম প্রিয়

শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮

সূরা হাজ্ব ২২:৭৩



يا ايها الناس ضرب مثل فاستمعوا له - ان الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له - وان يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه -ضعف الطالب والمطلوب ٥
"হে মানুষ ! আমি একটি উদাহরণ দিচ্ছি ৷ অতএব মনযোগ দিয়ে শোন ! নিশ্চয়ই তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাক তারা কখনও একটি মাছিও সৃষ্টি করতে পারবে না যদিও তারা সকলেই একত্রিত হয় ৷ আর মাছি তাদের কাছ থেকে কেড়ে নিলে তারা তা উদ্ধারও করতে পারবে না ৷ যে উপাসনা করে ও যার উপাসনা করা হয় উভয়ই দুর্বল ৷"( সূরা হাজ্জ্ব ২২:৭৩)
"Oh humankind ! I am giving an example so listen carefully. No one whom you have called won't ever creat a fly even they being united. And if the fly robs anything from them won't be regained that. worshiper and whom they are worshiped those all are weak.(sura Haz 22:73)

"ओ लोगो ! मे एक मेसाल देता हु इसलिय़े कान खुलकाऱ शुनलो ! बिना शाकमे तुम यो किसिको डाकते हो आल्लाहके बिना ओ काभिभि एक माख्खिभि नेही बाना साकते आगैऱ उ साब एक हे याय़े तो भि. आगाऱ माख्खि कुछ छिवले उससे ओ उभि नेही छिन छाकते. यो पूजते हे अभि कामजोऱ हे अऱ यिसे पूजते हे अभि." (सूऱा हाज्ज २२:७३)
"ہے انسانو! مے اےک مثال دےتاہو اسلیے کن خلکر سنلو. بنا شکمے تم جسیکو ڈکتہو اللہ کے بنا او کبہیبہی اےک مخخی بہی بنا نےہی سکتے اغر او لوغ سب اےک ہو جاے تو بہی. اغر مخخیا اسسے کچ چنلے تو اوبہی نےہی پن سکتے. پجنے بہالو اور جو پجتے ہے ہرسب کمجر ہےـ (سورة الحج- ۲۲:۷۳)

অনুবাদ সংকলন / মেরাজুল ইসলাম প্রিয়

সূরা ইখলাস


قل هو الله احد ٥ الله الصمد ٥ لم يلد ولم يولد ٥ولم يكن له كفوا احد ٥

"বল, তিঁনিই আল্লাহ, যিনি একক ও অদ্বিতীয় ৷ আল্লাহ কারও মুখাপেক্ষী নন ৷ তিঁনি কাউকে জন্ম দেননি এবং কারও দ্বারা জন্ম নেননি ৷ এবং তাঁর সমতুল্য কেউ নেই ৷"( সূরা ইখলাস ১১২:১-৪)
"Say, He is Allah one and only. Allah is Not depending to any. He doesn't begotten anyone and dosen't born from other. And there is nothing like him.( sura Ikhlas 112:1-4)
"काहे कि आल्लाह एक हे, दुसरा नेहि हे. आल्लाह बेनेय़ीज हे. अ किसि कोभि नेहि याना ना ओ किसिसे याना हे. अर उसके जेसा कोइभि नेहि हे." (सूरा इखलास २२३:२-५)
"کہو کی اللہ اےک ہے دسرا نہی ہے. اللہ بنےاج ہے. نا او کسی کو جنا ہے نا او کسی سے جنا ہے. اور اسکے جسا کوای نےہی. (سورة الاخلاص: ١١٢:١-٤)
অনুবাদ সংকলন ১ / মেরাজুল ইসলাম প্রিয়

সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ


ইসলামে সন্ত্রাস ও জঙ্গীবাদের স্থান নেই

মহান আল্লাহ বলেন,"এজন্যই আমি বনী ইসরাইলের প্রতি একথা লিখে দিয়েছিলাম যে, 'যে ব্যাক্তি হত্যার বিনিময়ে হত্যা কিংবা দুনিয়াতে বিপর্যয় সৃষ্টির কারণ ছাড়া কোন একজন মানুষকে হত্যা করল সে যেন গোটা মানবজাতিকে হত্যা করল ৷আর যে কোন একজন মানুষের প্রাণ বাঁচাল সে যেন গোটা মানবজাতির প্রাণ বাঁচাল ৷অত:পর তাদের কাছে আমার রাসূলগণ স্পষ্ট প্রমাণসহ আগমন করেছেন ৷অত:পর অবশ্যই তাদের অধিকাংশই এত স্পষ্ট প্রমাণের পরও দুনিয়াতে সীমালঙ্ঘণকারী ৷" (সূরা মায়িদাহ ৫:৩২)
আবু শুরাইহ ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ ) থেকে বর্ণিত , অবশ্যই নবী ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) বলেছেন,"আল্লাহর শপথ! সে মুমিন নয় আল্লাহর শপথ! সে মুমিন নয় আল্লাহর শপথ! সে মুমিন নয় ৷ জিজ্ঞেস করা হল,হে আল্লাহর রাসূল ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) কে সেই ব্যাক্তি? তিনি বললেন,"যার অনিষ্ট থেকে তাঁর প্রতিবেশী নিরাপদ নয়'" (সহীহ বুখারী,অধ্যায় ৭৮,আচার-ব্যবহার পর্ব,অনুচ্ছেদ ২৯,হাদীস ৬০১৬
রিয়াদুস সালেহীন, পরিচ্ছেদ ৩৯,হাদীস ৩১০)
হাসান বসরী ( ﺭﺣﻴﻤﻪ ﺍﻟﻠﻪ ) বলেন,"হে আদম সন্তান ! তুমি যদি ভাব সমস্ত মানুষকে হত্যা করে তুমি স্বীয় কর্ম দ্বারা জাহান্নাম থেকে নিস্কৃতি লাভ করতে পারবে তাহলে মনে রাখবে তুমি আত্ন-প্রবঞ্চনার শিকার,শয়তান তোমাকে মিথ্যা আশা দিচ্ছে ৷"(তাফসীরে তাবারী,রেওয়ায়েত ১১৮০১,ইফা)

সণ্ত্রাস ও জঙ্গীবাদ / মেরাজুল ইসলাম প্রিয়

যদি লক্ষ্য থাকে অটুট



যদি লক্ষ্য থাকে অটুট
বিশ্বাস হৃদয়ে
হবে হবেই দেখা
দেখা হবে বিজয়ে........................

যখন লক্ষ্যই তোমার আল্লাহর সন্তুষ্টি, যখন লক্ষ্যই তোমার আল্লাহর তাওহীদের অমীয় বাণী পৌছে দেওয়া, যখন লক্ষ্যই তোমার শিরক ও বিদআতকে নিশ্চিণ্হ করা, যখন তোমার লক্ষ্যই হলো কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা ,যখন লক্ষ্যই তোমার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, যখন লক্ষ্যই তোমার ইসলামের নামে বা অন্য কোন হেতুতে হরতাল, অবরোধ, বোমাবাজী, বিশৃঙ্খলা ,সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ ও তাদের অপব্যাখ্যার বিরুদ্ধে রূখে দাড়ানো, যখন লক্ষ্যই তোমার সংস্কৃতির নামে অপসংস্কৃতি দূর করা, যখন লক্ষ্যই তোমার মুসলিমদের কল্যান কামনা ও ঝগড়া বিবাদ দূর করা, যখন লক্ষ্যই তোমার ফেরক্বাবন্দীর বিরুদ্ধ রূখে দাড়ানো, যখন লক্ষ্যই তোমার নাস্তিক, মুরতাদ ও ইহুদী-খ্রিষ্টান
দের ষড়যন্ত্রের ব্যাপারে মুসলিমদের সতর্ক করা, যখন লক্ষ্যই তোমার সুনিয়ণ্ত্রীত ইসলামী প্রজাতন্ত্র তখন তোমাকে কে রুখতে পারে যখন আল্লাহ সর্বশক্তিমান ও সর্বময় ক্ষমতার একমাত্র অধিকারী আর তোমার ভরসা কেবল তাকে কেন্দ্র করেই ৷
তুমি কি আল্লাহর এই বাণী পড়ে দেখনি
ﺍﻥ ﻳﻨﺼﺮﻛﻢ ﺍﻟﻠﻪ ﻓﻼ ﻏﺎﻟﺐ ﻟﻜﻢ ﻭﺍﻥ ﻳﺨﺬﻟﻜﻢ ﻓﻤﻦ ﺫﺍ ﺍﻟﺬﻱ ﻳﻨﺼﺮﻛﻢ ﻣﻦ ﺑﻌﺬﻩ ، ﻭﻋﻠﻲ ﺍﻟﻠﻪ ﻓﻠﻴﺘﻮﻛﻞ ﺍﻟﻤﺆﻣﻨﻮﻥ٥
"যদি আল্লাহ তোমাকে সাহায্য করেন তবে কেউ তোমার উপর বিজয়ী হতে পারবে না আর যদি তিনি তোমাকে সাহায্য না করেন কবে তবে এরপর কে আছে যে তোমাকে সাহায্য করবে ৷ আর মুমিনদের একমাত্র আল্লাহর উপরই ভরসা করা উচিত ৷"( সূরা ইমরান ৩:১৬০)
ﻭﺍﻟﺬﻳﻦ ﺟﺎﻫﺪﻭﺍ ﻓﻴﻨﺎ ﻟﻨﻬﺪﻳﻨﻬﻢ ﺳﺒﻠﻨﺎ، ﻭﺍﻥ ﺍﻟﻠﻪ ﻟﻤﻊ ﺍﻟﻤﺤﺴﻨﻴﻦ ٥
" আর যারা আমার পথে চেষ্টা ও সংগ্রাম চালাবে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ দেখিয়ে দেব ৷ আর নিশ্চিয়ই নিশ্চয়ই আল্লাহ মুহসিনদের সাথে রয়েছেন ৷"( সূরা আনকাবূত ২৯:৬৯)
তুমি তো এমন এক পথের পথিক যার রাস্তা অত্যন্ত কন্টরাকীর্ণময় , অত্যন্ত বিপদসংকুল ৷ আর এর চুড়ান্ত গন্তব্যে রয়েছে জান্নাত ৷ আর তাও অতি সন্নিকটে !
না না ! এটি আমার কথা নয় বরং এই কথা তিনি বলেছেন যিনি তোমার আমার থেকে শ্রেষ্ঠ, যিনি ছিলেন আল্লাহ প্রেরিত মানবতার মহান মুক্তিদূত বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) ৷
তিনি বলেছেন,
ﺣﺠﺒﺖ ﺍﻟﺠﻨﺔ . ﺑﺎﻟﻤﻜﺎﺭﻩ
"জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্টদায়ক বস্তু দ্বারা ৷"( সহীহ বুখারী, অধ্যায় ৮১: সদয় হওয়া পর্ব, অনুচ্ছেদ ২৮, হাদীস ৬৪৮৭)
তিনি আরও বলেছেন,
ﺍﻟﺠﻨﺔ ﺍﻗﺮﺏ ﺍﻟﻲ ﺍﺣﺪﻛﻢ ﻣﻦ ﺷﺮﺍﻙ ﻧﻌﻠﻪ
"জান্নাত তোমাদের জুতার ফিতার চাইতেও অধিক নিকটবর্তী ৷"( সহীহ বুখারী, অধ্যায় ৮১: সদয় হওয়া পর্ব, অনুচ্ছেদ , হাদীস ৬৪৮৮)
সুতরাং তুমি পিছপা হয়ো না ৷ কেননা যদিও সে পথ কন্টকাকীর্ণময়, যদিও তা অত্যন্ত বিপদসংকুল, যদিও তাঁর প্রতিটি পদে তোমায় বাঁধার শিকার হতে হবে তবুও জেনে রাখো সে পথেই তোমার জন্য রয়েছে স্বস্তি ! রয়েছে শান্তির ঠিকানা ! আর এই নিশ্চয়তাই দিয়েছেন মহান আল্লাহ তাআলা
ﻓﺎﻥ ﻣﻊ ﺍﻟﻌﺴﺮ ﻳﺴﺮﺍ ٥ ﺍﻥ ﻣﻊ ﺍﻟﻌﺴﺮ ﻳﺴﺮﺍ ٥
"অতএব নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে ৷ নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে ৷"(সূরা ইনশিরাহ ৯৪:৫-৬)
এই পথেরই পথিক ছিলেন নূহ ( ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) , ছিলেন লুত ( ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ), ছিলেন সালেহ ( ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ), ছিলেন মুসা ( ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ), ছিলেন ঈসা ( ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ), ছিলেন হুদ ( ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ), ছিলেন ইব্রাহীম ( ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) ও সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) সহ আরও অনেক নবী ৷
শুধু তাই নয় সেই পথকেই আগলিয়ে রেখেছিল আসহাবে কাহাফের যুবকগণ, রেখেছিল আসহাবে উখদূদের ঘটনায় উল্লেখিত সেই যুবক ও আরও যারা ইমান এনেছিল তারা !
আহ ! কতই না সংগ্রাম করতে হয়েছিল তাদেরকে !
রাসূল ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ . ﻭﺳﻠﻢ ) সত্যই বলেছেন,
ﺍﻟﺪﻧﻴﺎ ﺳﺠﻦ ﺍﻟﻤﺆﻣﻦ ﻭﺟﻨﺔ ﺍﻟﻜﺎﻓﺮ —
"দুনিয়া মুমিনদের জেলখানা, আর কাফেরদের জান্নাত ৷"(সহীহ মুসলিম, পর্ব ৫৫, হাদীস ২৯৫৬)
কলেবর বড় হবে ভেবে পবিত্র কোরআন থেকে শুধু দুজন নবীর ওসীয়তের ঘটনা তোমাদের সামনে পেশ করব যা তাঁরা তাদের সন্তানদের করছিলেন ,যেন তুমি উপলব্ধি করতে পার তাঁরা তাদের সংগ্রামী জীবনে কতই না ব্যাস্ত ছিলেন:
ﻭﻭﺻﻲ ﺑﻬﺎ ﺍﺑﺮﺍﻫﻴﻢ ﺑﻨﻴﻪ ﻭﻳﻌﻘﻮﺏ ﻳﺎ ﺑﻨﻲ ﺍﻥ ﺍﻟﻠﻪ ﺍﺻﻄﻔﻲ ﻟﻜﻢ ﺍﻟﺪﻳﻦ ﻓﻼ ﺗﻤﻮﺗﻦ ﺍﻻ ﻭﺍﻧﺘﻢ ﻣﺴﻠﻤﻮﻥ ٥ ﺍﻡ ﻛﻨﺘﻢ ﺷﻬﺪﺍﺀ ﺍﺫ ﺣﻀﺮ ﻳﻌﻘﻮﺏ ﺍﻟﻤﻮﺕ، ﺍﺫ ﻗﺎﻝ ﻟﺒﻨﻴﻪ ﻣﺎ ﺗﻌﺒﺪﻭﻥ ﻣﻦ ﺑﻌﺪﻱ، ﻗﺎﻟﻮﺍْ ﻧﻌﺒﺪ ﺍﻟﻬﻚ ﻭﺍﻟﻪ ﺀﺍﺑﺎﺋﻚ ﺍﺑﺮﺍﻫﻴﻢ ﻭﺍﺳﻤﻌﻴﻞ ﻭﺍﺳﺤﻖ ﺍﻟﻬﺎ ﻭٰﺣﺪﺍ ﻭﻧﺤﻦ ﻟﻪ ﻣﺴﻠﻤﻮﻥ ٥
"আর ইব্রাহীম ও ইয়াকূব তার সন্তানদের ওসীয়ত করছিল: 'হে আমার সন্তানগণ ! নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এ দ্বীনকে মনোনীত করেছেন ৷ অতএব তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না ৷
তোমরা কি উপস্হিত ছিলে ইয়াকুবের মৃত্যুর সময় ! যখন সে তাঁর সন্তারদেরকে বলেছিল: আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে ৷ তাঁরা বলল: আমার কেবল আপনার মা'বুদের ইবাদত করব এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহীম, ইসমাঈল ও ইসহাকের মা'বুদের ইবাদত করব যিনি একক ও অদ্বিতীয় ৷ আর আমরা তাঁরই কাছে আত্নসমর্পণকারী ৷"( সূরা বাক্বারাহ -২:১৩২-১৩৩)
তাই তোমার ভাই হিসেবে আবারও অনুরোধ রইল তুমি পিছপা হয়ো না ! আর সেই চলার পথে রাসূল ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) এর নিম্নোক্ত কথাটি সাথে রেখো যা তিনি ইবনে আব্বাস ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ) কে শিক্ষা দিয়েছিলেন ৷
ইবনে আব্বাস ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ) বলেন,
ﻛﻨﺖ ﺧﻠﻒ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻮﻣﺎ ﻓﻘﺎﻝ ﻳﺎ ﻏﻼﻡ ﺍﻧﻲ ﺍﻋﻠﻤﻚ ﻛﻠﻤﺎﺕ ﺍﺣﻔﻆ ﺍﻟﻠﻪ ﻳﺤﻔﻈﻚ ﺍﺣﻔﻆ ﺍﻟﻠﻪ ﺗﺠﺪﻩ ﺗﺠﺎﻫﻚ ﺍﺫﺍ ﺳﺄﻟﺖ ﻓﺎﺳﺌﻞ ﺍﻟﻠﻪ ﻭﺍﺫﺍ ﺍﺳﺘﻌﻨﺖ ﻓﺎﺳﺘﻌﻦ ﺑﺎﻟﻠﻪ ﻭﺍﻋﻠﻢ ﺍﻥ ﺍﻻﻣﺔ ﻟﻮ ﺍﺟﺘﻤﻌﺖ ﻋﻠﻲ ﺍﻥ ﻳﻨﻔﻌﻮﻙ ﺑﺸﻲﺀ ﻟﻢ ﻳﻨﻔﻌﻮﻙ ﺍﻻ ﺑﺸﻲﺀ ﻗﺪ ﻛﺘﺒﻪ ﺍﻟﻠﻪ ﻟﻚ ﻭﻟﻮ ﺍﺟﺘﻤﻌﻮﺍ ﻋﻠﻲ ﺍﻥ ﻳﻀﺮﻭﻙ ﺑﺸﻲﺀ ﻟﻢ ﻳﻀﺮﻭﻙ ﺍﻻ ﺑﺸﻲﺀ ﻗﺪ ﻛﺘﺒﻪ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻚ ﺭﻓﻌﺖ ﺍﻻﻗﻼﻡ ﻭﺟﻔﺖ ﺍﻟﺼﺤﻒ -
"একদিন আমি আল্লাহর রাসূল ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) এর পিছনে (সওয়ারীর উপর) বসা অবস্হায় ছিলাম ৷ তখন তিনি বললেন:
' হে বৎস ! আমি তোমাকে কিছু কথা শিক্ষা দিচ্ছি ! তুমি আল্লাহর দ্বীনের হেফাজত কর, আল্লাহ তোমার হেফাজত করবেন ৷ তুমি আল্লাহর দ্বীনের হেফাজত কর তবে তুমি আল্লাহর রহমতকে তোমার সামনে দেখতে পাবে ৷ যখন কিছু চাইবে, আল্লাহর কাছে চাইবে ৷ যখন সাহায্যের প্রয়োজন হবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে ৷ আর জেনে রাখো, যদি সমগ্র মানবজাতি তোমার উপকার করার জন্য একত্রিত হয় তবু তাঁরা তোমার বিন্দুমাত্র উপকার করতে পারবে না তবে যতটুকু আল্লাহ চাইবেন ততটুকু পারবে ৷ আর যদি সমগ্র মানবজাতি তোমার ক্ষতি করার জন্য একত্রিত হয় তবু তাঁরা তোমার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না তবে যতটুকু আল্লাহ তোমার ব্যাপারে নির্ধারণ করেছেন ততটুকু পারবে ৷ কলমসমূহ উঠিয়ে নেয়া হয়েছে এবং কাগজসমূহ শুকিয়ে গেছে ৷' "(সুনান তিরমিযী, অধ্যায় ৩৫: কিয়ামত পর্ব, অনুচ্ছেদ ৩৫, হাদীস ২৫১৮, হাদীসের মান: আবূ ঈসা তিরমিযী বলেছেন হাসান- সহীহ, আলবানী বলেছেন সহীহ)
সুতরাং—
এগিয়ে চলো তুমি !
এগিয়ে চলো তুমি !
জীবন থেকে মুছে ফেল
সকল আঁধার গ্লানী !
এগিয়ে চলো তুমি !
এগিয়ে চলো তুমি !
মুক্তির স্বপ্ন বুকে নিয়ে
হৃদয়ের আঙিনায় ফুল ফুঁটিয়ে
চল তুমি দৃপ্ত পদে
বাঁধার প্রাচির সব মাড়িয়ে়়়়়়়়়়়়়

যদি লক্ষ্য থাকে অটুট /মেরাজুল ইসলাম প্রিয়

যদি মুমিন হয়ে থাকেন ১


যদি মুমিন হয়ে থাকেন, পর্ব ১

আপনি মূর্তিপূজা, কবরপূজা, পীরপূজা করবেন না এবং কাউকে মধ্যস্হতা স্হাপন করবেন না ৷ এবং উপলক্ষ করে কোন উৎসব বা ওরস করবেন না ৷
ﺍﻻ ﻟﻠﻪ ﺍﻟﺪﻳﻦ ﺍﻟﺨﺎﻟﺺ - ﻭﺍﻟﺬﻳﻦ ﺍﺗﺨﺬﻭﺍ ﻣﻦ ﺩﻭﻧﻪ ﺍﻭﻟﻴﺎﺀ ﻣﺎ ﻧﻌﺒﺪﻫﻢ ﺍﻻ ﻟﻴﻘﺮﺑﻮﻧﺎ ﺍﻟﻲ ﺍﻟﻠﻪ ﺯﻟﻔﻲ - ﺍﻥ ﺍﻟﻠﻪ ﻳﺤﻜﻢ ﺑﻴﻨﻬﻢ ﻓﻲ ﻣﺎ ﻫﻢ ﻓﻴﻪ ﻳﺨﺘﻠﻔﻮﻥ - ﺍﻥ ﺍﻟﻠﻪ ﻻ ﻳﻬﺪﻱ ﻣﻦ ﻫﻮ ﻛٰﺬﺏ ﻛﻔﺎﺭ ٥
"নিশ্চয়ই একনিষ্ঠভাবে ইবাদত পাওয়ার অধিকার কেবল আল্লাহর ৷ আর তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে 'আউলিয়া' সাব্যস্ত করেছে, (এই যুক্তিতে যে,) আমরা তাদের ইবাদত কেবল এজন্যই করি যেন তারা আমাদেরকে আল্লাহর নিকট পৌছে দেয়, যেন আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি ৷ নিশ্চয়ই আল্লাহ তাদের মাঝে ফয়সালা করে দেবেন যে বিষয়ে তারা ইখতিলাফ করত ৷ নিশ্চয়ই আল্লাহ এমন কাউকে পথ দেখান না যে মিথ্যাবাদী, কাফের ৷"(সূরা যুমার ৩৯:৩)
ﻭﻳﻮﻡ ﻳﺤﺸﺮﻫﻢ ﻭﻣﺎ ﻳﻌﺒﺪﻭﻥ ﻣﻦ ﺩﻭﻥ ﺍﻟﻠﻪ ﻓﻴﻘﻮﻝ ﺀﺍﻧﺘﻢ ﺍﺿﻠﻠﺘﻢ ﻋﺒﺎﺩﻱ ﻫٰﺆﻻﺀ ﺍﻡ ﻫﻢ ﺿﻠﻮﺍ ﺍﻟﺴﺒﻴﻞ ٥ ﻗﺎﻟﻮﺍ ﺳﺒﺤﺎﻧﻚ ﻣﺎ ﻛﺎﻥ ﻳﻨﺒﻐﻲ ﻟﻨﺎ ﺍﻥ ﻧﺘﺨﺬ ﻣﻦ ﺩﻭﻧﻚ ﻣﻦ ﺍﻭﻟﻴﺎﺀ ﻭﻟﻜﻦ ﻣﺘﻌﺘﻬﻢ ﻭﺍﺑﺎﺋﻬﻢ ﺣﺘﻲ ﻧﺴﻮﺍ ﺍﻟﺬﻛﺮ ﻭﻛﺎﻧﻮﺍ ﻗﻮﻣﺎ ﺑﻮﺭﺍ ٥ ﻓﻘﺪ ﻛﺬﺑﻮﻛﻢ ﺑﻤﺎ ﺗﻘﻮﻟﻮﻥ ﻓﻤﺎ ﺗﺴﺘﻄﻴﻌﻮﻥ ﺻﺮﻓﺎ ﻭﻻ ﻭﺻﺮﺍ - ﻭﻣﻦ ﻳﻈﻠﻢ ﻣﻨﻜﻢ ﻧﺬﻗﻪ ﻋﺬﺍﺑﺎ ﻛﺒﻴﺮﺍ ٥
"আর যেদিন তিনি তাদেরকে একত্রিত করবেন এবং তারা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করত তাদেরকে, সেদিন তিনি জিজ্ঞেস করবেন , তোমরাই কি আমার বান্দাদেরকে বিভ্রান্ত করেছিলে না তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছিল ৷
তাঁরা বলবে, আপনি মহাপবিত্র ৷ আমরা আপনার পরিবর্তে কাউকে 'আউলিয়া' হিসেবে গ্রহণ করতে পারি না ৷ আর আপনিই তাদেরকে ও তাদের পিতৃপুরুষদের দিয়েছিলেন ভোগসম্ভার ৷ অথচ তারা (মহান আল্লাহর) ওহীর বিধানকে ভূলে গেল এবং এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হল ৷
আল্লাহ (মুশরিকদের ) বলবেন, তারা তো তোমাদের কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছে ৷ অতএব তোমরা শাস্তি প্রতিহত করতে সক্ষম হবে না এবং তোমরা কোন সাহায্যও পাবে না ৷ আর যে তোমাদের মধ্যে জুলুম (শিরক) করবে তাকে আমি মহাশাস্তি আস্বাদন করাব ৷"( সূরা ফুরক্বান ২৫:১৭-১৯)
" ﻭﻣﻦ ﺍﺿﻞ ﻣﻤﻦ ﻳﺪﻋﻮﺍْ ﻣﻦ ﺩﻭﻥ ﺍﻟﻠﻪ ﻣﻦ ﻻ ﻳﺴﺘﺠﻴﺐ ﻟﻪ ﺍﻟﻲ ﻳﻮﻡ ﺍﻟﻘﻴﻤﺔ ﻭﻫﻢ ﻋﻦ ﺩﻋﺎﺀﻫﻢ ﻏﻔﻠﻮﻥ ٥ ﻭﺇﺫﺍ حشر ﺍﻟﻨﺎﺱ ﻛﺎﻧﻮﺍْ ﻟﻬﻢ ﺍﻋﺪﺍﺀ ﻭﻛﺎﻧﻮﺍْ ﺑﻌﺒﺎﺩﺗﻬﻢ ﻛٰﻔﺮﻳﻦ ٥
" তার চাইতে অধিক গোমরাহ আর কে হতে পারে যে আল্লাহর পরিবর্তে এমন কাউকে ডাকে যে কেয়ামত পর্যন্ত তার ডাকে সাঁড়া দেবে না এবং তারাতো তাদের ডাক সম্পর্কেও গাফেল ৷ যখন মানুষকে একত্রিত করা হবে তখন তারা তাদের শত্রি হবে এবং তাদের ইবাদতকে অস্বীকার করবে"( সূরা আহক্বাফ ৪৬:৫-৬)
ﻳﺎﻳﻬﺎ ﺍﻟﻨﺎﺱ ﺿﺮﺏ ﻣﺜﻞ ﻓﺎﺳﺘﻤﻌﻮﺍْ ﻟﻪ، ﺍﻥ ﺍﻟﺬﻳﻦ ﺗﺪﻋﻮﻥ ﻣﻦ ﺩﻭﻥ ﺍﻟﻠﻪ ﻟﻦ ﻳﺨﻠﻘﻮﺍْ ﺫﺑﺎﺑﺎ ﻭﻟﻮ ﺍﺟﺘﻤﻌﻮﺍْ ﻟﻪ، ﻭﺍﻥ ﻳﺴﻠﺒﻬﻢ ﺍﻟﺬﺑﺎﺏ ﺷﻴﺌﺎ ﻻﻳﺴﺘﻨﻘﺬﻭﻩ ﻣﻨﻪ ، ﺿﻌﻒ ﺍﻟﻄﺎﻟﺐ ﻭﺍﻟﻤﻄﻠﻮﺏ ٥
" হে মানুষ আমি একটি উদাহরণ দিচ্ছি অতএব মনোযোগ দিয়ে শোন ৷ নিশ্চয়ই তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাক তারা কখনও একটি মাছিও সৃষ্টি করতে পারবে না যদিও তারা সবাই এক হয়ে যায় ৷ আর মাছি যদি তাদের কাছ থেকে কিছু কেঁড়ে নেয় তারা তা উদ্ধারও করতে পারবে না ৷ আহবানকারি ও যাকে আহবান করা হয় উভয়ই দুর্বল ৷"( সূরা হাজ্জ্ব ২২: ৭৩)
ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﻣﺴﻠﻤﺔ ﻋﻦ ﻣﺎﻟﻚ ﻋﻦ ﺍﺑﻦ ﺷﻬﺎﺏ ﻋﻦ ﺳﻌﻴﺪ ﺑﻦ ﺍﻟﻤﺴﻴﺐ ﻋﻦ ﺍﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺍﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻗﺎﻝ ﻗﺎﺗﻞ ﺍﻟﻠﻪ ﺍﻟﻴﻬﻮﺩ ﺍﺗﺨﺬﻭﺍ ﻗﺒﻮﺭ ﺍﻧﺒﻴﺎﺋﻬﻢ ﻣﺴﺎﺟﺪ
আবু হুরায়রা ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ) বলেন, অবশ্যই রাসূলুল্লাহ ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) বলেছেন,"আল্লাহর অভিশাপ ইহুদীদের উপর, তারা তাদের নবী-পয়গম্বরদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে ৷"( সহীহ বুখারী, অধ্যায় ৮, সালাত পর্ব , হাদীস ৪৩৭)
ﺣﺪﺛﻨﺎ ﺍﻟﺼﻠﺖ ﺑﻦ ﻣﺤﻤﺪ ﺣﺪﺛﻨﺎ ﺍﺑﻮ ﻋﻮﺍﻧﺔ ﻋﻦ ﻫﻼﻝ ﺍﻟﻮﺯﺍﻥ ﻋﻦ ﻋﺮﻭﺓ ﺑﻦ ﺯﺑﻴﺮ ﻋﻦ ﻏﺎﺋﺸﺔ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ﻗﺎﻟﺖ ﻗﺎﻝ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻲ ﻣﺮﺿﻪ ﺍﻟﺬﻱ ﻟﻢ ﻳﻘﻢ ﻣﻨﻪ ﻟﻌﻦ ﺍﻟﻠﻪ ﺍﻟﻴﻬﻮﺩ ﺍﺗﺨﺬﻭﺍ ﻗﺒﻮﺭ ﺍﻧﺒﻴﺎﺋﻬﻢ ﻣﺴﺎﺟﺪ ﻗﺎﻟﺖ ﻋﺎﺋﺸﺔ ﻟﻮﻻ ﺫٰﻟﻚ ﻷﺑﺮﺯ ﻗﺒﺮﻩ ﺧشي ﺍﻥ ﻳﺘﺨﺬ ﻣﺴﺠﺪﺍ
"আয়েশাহ ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) রোগাক্রান্ত অবস্থায় বললেন যে রোগে তিনি আর সেঁড়ে ওঠেননি যে, *ইহুদীদের উপর আল্লাহর লা'নত, তারা তাদের নবী- পয়গম্বরদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে ৷* আয়িশাহ ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ) বলেন, 'তিনি এমনটি না বসলো তাঁর কবরকেও মসজিদ বানানোর আশঙ্কা ছিল ৷"( সহীহ বুখারী, অধ্যায় ৬৪, অনুচ্ছেদ ৮৪, হাদীস ৪৪৪১)
ﺣﺪﺛﻨﺎ ﺍﺣﻤﺪ ﺑﻦ ﺻﺎﻟﺢ ﻗﺮﺃﺕ ﻋﻠﻲ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﻧﺎﻓﻊ ﺍﺧﺒﺮﻧﻲ ﺑﻦ ﺍﺑﻲ ﺫﺋﺐ ﻋﻦ ﺳﻌﻴﺪ ﺍﻟﻤﻘﺒﺮﻱ ﻋﻦ ﺍﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻻ ﺟﻌﻠﻮﺍ ﺑﻴﻮﺗﻜﻢ ﻗﺒﻮﺭﺍ ﻭﻻ ﺗﺠﻌﻠﻮﺍ ﻗﺒﺮﻱ ﻋﻴﺪﺍ ﻭﺻﻠﻮﺍ ﻋﻠﻲ ﻓﺈﻥ ﺻﻼﺗﻜﻢ ﺗﺒﻠﻐﻨﻲ ﺣﻴﺚ ﻛﻨﺘﻢ
" আবু হুরায়রা ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) বলেছেন," তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না আর তোমরা আমার কবরকে ওরস বা উৎসব পালনের স্থানে পরিণত করো না ৷ তোমরা আমার প্রতি দরুদ পড় ৷ তোমরা যেখানেই থাকো না কেনো তোমাদের দরুদ আমার কাছে পৌছে দেওয়া হবে ৷ "(সুনান আবু দাউদ, অধ্যায় ৫, অনুচ্ছেদ ১০০, হাদীস ২০৪২, হাদীসের মান: সহীহ , তাহক্বীক: আলবানী)
ﻭﺣﺪﺛﻨﻲ ﻋﻦ ﻣﺎﻟﻚ ﻋﻦ ﺯﻳﺪ ﺑﻦ ﺍﺳﻠﻢ ﻋﻦ ﻋﻄﺎﺀ ﺑﻦ ﻳﺴﺎﺭ ﺍﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﺍﻟﻠﻬﻢ ﻻ ﺗﺠﻌﻞ ﻗﺒﺮﻱ ﻭﺛﻨﺎ ﻳﻌﺒﺪ ﺍﺷﺘﺪ ﻏﻀﺐ ﺍﻟﻠﻪ ﻋﻠﻲ ﻗﻮﻡ ﺍﺗﺨﺬﻭﺍ ﻗﺒﻮﺭ ﺍﻧﺒﻴﺎﺋﻬﻢ ﻣﺴﺎﺟﺪﺍ
ইয়াসার ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ) বলেন, অবশ্যই রাসূলুল্লাহ ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) বলেছেন, "হে আল্লাহ ! আমার কবরকে কবরপূজার স্থানে পরিণত হতে দিয়ো না
৷ নিশ্চয়ই সেই জাতির প্রতি আল্লাহর ক্ষোভ প্রবল হয়েছে যে জাতি তাঁর নবী পয়গম্বরদের কবরকে মসজিদ বানায় ৷"
( মুয়াত্তা ইমাম মালেক, অধ্যায় ৯, হাদীস ৪০৩, ইমাম শাফিঈ ( ﺭﺣﻴﻤﻪ ﺍﻟﻠﻪ ) এর শর্তে সহীহ)
ﺣﺪﺛﻨﺎ ﺍﺑﺮﺍﻫﻴﻢ ﺑﻦ ﻣﻮﺳﻲ ﺍﺧﺒﺮﻧﺎ ﻫﺸﺎﻡ ﻋﻦ ﺍﺑﻦ ﺟﺮﻳﺞ ﻗﺎﻝ ﻋﻄﺎﺀ ﻋﻦ ﺍﺑﻦ ﻋﺒﺎﺱ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ ﺻﺎﺭﺕ ﺍﻻﻭﺛﺎﻥ ﺍﻟﺘﻲ ﻛﺎﻧﺖ ﻓﻲ ﻗﻮﻡ ﻧﻮﺡ ﻓﻲ ﺍﻟﻌﺮﺏ ﺑﻌﺪ ﺍﻣﺎ ﻭﺩ ﻛﺎﻧﺖ ﻟﻜﻠﺐ ﺑﺪﻭﻣﺖ ﺍﻟﺠﻨﺪﻝ ﻭﺍﻣﺎ ﺳﻮﺍﻉ ﻛﺎﻧﺖ ﻟﻬﺬﻳﻞ ﻭﺍﻣﺎ ﻳﻐﻮﺙ ﻓﻜﺎﻧﺖ ﻟﻤﺮﺍﺩ ﺛﻢ ﻟﺒﻨﻲ ﻏﻄﻴﻒ ﺑﺎﻟﺠﻮﻑ ﻋﻨﺪ ﺳﺒﺈ ﻭﺍﻣﺎ ﻳﻌﻮﻕ ﻓﻜﺎﻧﺖ ﻟﻬﻤﺪﺍﻥ ﻭﺍﻣﺎ ﻧﺴﺮ ﻓﻜﺎﻧﺖ ﻟﺤﻤﻴﺮ ﻻﻝ ﺫﻱ ﺍﻟﻜﻼﻉ ﺍﺳﻤﺎﺀ ﺭﺟﺎﻝ ﺻﺎﻟﺤﻴﻦ ﻣﻦ ﻗﻮﻡ ﻧﻮﺡ ﻓﻠﻤﺎ ﻫﻠﻜﻮﺍ ﺍﻭﺣﻲ ﺍﻟﺸﻴﻄﺎﻥ ﺍﻟﻲ ﻗﻮﻣﻬﻢ ﺍﻥ ﺍﻧﺼﺒﻮﺍ ﺍﻟﻲ ﻣﺠﺎﻟﺴﻬﻢ ﺍﻟﺘﻲ ﻛﺎﻧﻮﺍ ﻳﺠﻠﺴﻮﻥ ﺍﻧﺼﺎﺑﺎ ﻭﺳﻤﻮﻫﺎ ﺑﺄﺳﻤﺎﺋﻬﻢ ﻓﻔﻌﻠﻮﺍ ﻓﻠﻢ ﺗﻌﺒﺪ ﺣﺘﻲ ﺇﺫﺍ ﻫﻠﻚ ﺃﻭﻟﺌﻚ ﻭﺗﻨﺴﺦ ﺍﻟﻌﻠﻢ ﻋﺒﺪﺕ
" ইবনে আব্বাস ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ) বলেন,সর্বপ্রথম মূর্তিপূজার প্রচলন ঘটে নুহ ( ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) এর জাতির মধ্যে পরবর্তীতে তা আরবদের মধ্যে প্রচলন ঘটে ৷ ওয়াদ্দা নামক মূর্তিটি ছিল কালব গোত্রের যা 'দাওমাতুল জান্দালে' ছিল ৷ আর সুয়া'উন নামক মূর্তিটি ছিল হুযাইল গোত্রের নিকট আর ইয়াগুস মূর্তিটি ছিল প্রথমে মুরাদ গোত্রের নিকট অতঃপর বনু গুতাইফের নিকট ৷ এর আস্তানা ছিল কওমে সাবার নিকটবর্তী জাওফ নামক স্থানে ৷ আর ইয়াউক্ব মূর্তিটি হামদান গোত্রের নিকট আর নসর মূর্তিটি ছিল যুল কালা গোত্রের হিমইয়ার শাখার নিকট ৷ এগুলো হলো নূহ ( ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) এর জাতির সৎলোকদের নাম ৷ যখন তাঁরা মৃত্যবরণ করল তখন শয়তান তাদের জাতিকে বলল যে, তাদের বসার স্থানে অবকাঠামো নির্মাণ করো এবং তাদের নামে নামকরণ করো ৷ তারাও তাই করল ৷ তখনো তারা এর ইবাদত শুরু করেনি কিন্তু যখন তাদের পূর্ববর্তীগণ মারা গেল এবং সত্যিকারের জ্ঞান বিলুপ্ত হলো তখন তারা এর ইবাদত শুরু করল ৷"( সহীহ বুখারী, অধ্যায় ৬৫: কুরআন মাজীদের তাফসীর, সূরা নূহের ব্যাখ্যা, হাদীস ৪৯২০)

যদি মুমিন হয়ে থাকেন / মেরাজুল ইসলাম প্রিয়

মেঘ দেখে আপনি আমি কত কিছুই না ভাবি কিন্তু জানেন কি রাসূল ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) কি ভাবতেন?
ﺣﺪﺛﻨﺎ ﻣﻜﻲ ﺑﻦ ﺍﺑﺮﺍﻫﻴﻢ ﺣﺪﺛﻨﺎ ﺍﺑﻦ ﺟﺮﻳﺞ ﻋﻦ ﻋﻄﺎﺀ ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ﻗﺎﻟﺖ ﻛﺎﻥ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺍﺫﺍ ﺭﺍﻱ ﻣﺨﻴﻠﺔ ﻓﻲ ﺍﻟﺴﻤﺎﺀ ﺍﻗﺒﻞ ﻭﺍﺩﺑﺮ ﻭﺩﺧﻞ ﻭﺧﺮﺝ ﻭﺗﻐﻴﺮ ﻭﺟﻬﻪ ﻓﺈﺫﺍ ﺍﻣﻄﺮﺕ ﺍﻟﺴﻤﺎﺀ ﺳﺮﻱ ﻋﻨﻪ ﻓﻌﺮﻓﺘﻪ ﻋﺎﺋﺸﺔ ﺫٰﻟﻚ ﻓﻘﺎﻝ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻣﺎ ﺍﺩﺭﻱ ﻟﻌﻠﻪ ﻛﻤﺎ ﻗﺎﻝ ﻗﻮﻡ ﻓﻠﻤﺎ ﺭﺍﻭﻩ ﻋﺎﺭﺿﺎ ﻣﺴﺘﻘﺒﻞ ﺍﻭﺩﻳﺘﻬﻢ ﺍﻻﻳﺔ—
আয়িশাহ ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) এমন ছিলেন যে, যখন তিনি আকাশে মেঘ দেখতেন তখন একবার পিছনে আসতেন ও একবার সামনে যেতেন, একবার ঘরের ভিতরে ঢুকতেন ও একবার বাইরে যেতেন এবং তাঁর চেহারা মলিন হয়ে যেত ৷ অতঃপর যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হতো তখন তাঁর এ প্রভাব দূর হতো ৷ এবিষয়ে আয়িশাহ ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ) জানতে চাইলে নবী ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) বলেন,'আমি জানি না এই মেঘ সেই মেঘও হতে পারে যা দেখে একটি জাতি বলেছিল যা এই আয়াতটিতে আছে (যার অর্থ): "যখন তারা উপত্যকা অভিমুখে মেঘ দেখতে পেল ৷"( সূরা আহ্ক্বাফ ৪৬:২৪)"
(সহীহ বুখারী,অধ্যায় ৫৯: সৃষ্টির সূচনা পর্ব, অনুচ্ছেদ: ৫, হাদীস ৩২০৬, হাদীস ও পর্বসূচীর নম্বর বিন্যাস: মুহাম্মদ বিন হাজ্জাজ )
ﻗﺎﻟﺖ ﻭﻛﺎﻥ ﺍﺫﺍ ﺭﺍﻱ ﻏﻴﻤﺎ ﺍﻭ ﺭﻳﺤﺎ ﻋﺮﻑ ﻓﻲ ﻭﺟﻬﻪ ﻓﻘﺎﻟﺖ ﻳﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺍﻥ ﺍﻟﻨﺎﺱ ﺍﺫﺍ ﺭﺍﻭﺍ ﺍﻟﻐﻴﻢ ﻓﺮﺣﻮﺍْ ﻓﻲ ﺭﺟﺎﺀ ﺍﻥ ﻳﻜﻮﻥ ﻓﻴﻪ ﺍﻟﻤﻄﺮ ﻭﺍﺭﺍﻙ ﺍﺫﺍ ﺭﺍﻳﺘﻪ ﻋﺮﻑ ﻓﻲ ﻭﺟﻬﻚ ﺍﻟﻜﺮﺍﻫﻴﺔ ﻓﻘﺎﻝ ﻳﺎ ﻋﺎﺋﺸﺔ ﻣﺎ ﻳﺌﻤﻨﻲ ﺍﻥ ﻳﻜﻮﻥ ﻓﻴﻪ ﻋﺬﺍﺏ ﻋﺬﺏ ﻗﻮﻡ ﺑﺎﻟﺮﻳﺢ ﻭﻗﺪ ﺭﺍﻱ ﻗﻮﻡ ﺍﻟﻌﺬﺍﺏ ﻓﻘﺎﻟﻮﺍ ﻫﺬﺍ ﻋﺎﺭﺽ ﻣﻤﻄﺮﻧﺎ —
আয়িশাহ ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ) বলেন, যখনই নবী ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﺒﻢ ) মেঘ কিংবা ঝড়ো হাওয়া দেখতেন তখনই তাঁর চেহারায় তা পরিলক্ষিত হতো ৷ আয়িশাহ ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ) বললেন, 'হে রাসূলুল্লাহ ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) ! আমি মানুষকে দেখি যখন তারা মেঘ দেখে তখন আসন্ন বৃষ্টির আশায় আনন্দিত হয় আর যখন আপনার দিকে দেখি তখন আপনার চেহারায় আতঙ্কের ছাঁপ দেকতে পাই ৷ তিঁনি বললেন, "হে আয়িশাহ ! এতে আযাব না থাকার ব্যাপারে আমি নিশ্চিত নই ! কেননা বাতাস দিয়েই একটি জাতিকে শাস্তি দেওয়া হয়েছিল আর সেই জাতি আযাব দেখে বলেছিল, 'এতো মেঘ আমাদেরকে বৃষ্টি দেবে ৷' "( সহীহ বুখারী,অধ্যায় ৬৫: কুরআন মাজীদের তাফসীর পর্ব, অনুচ্ছেদ ৪৬, হাদীস ৪৮২৯, হাদীস ও পর্বসূচীর নম্বর বিন্যাস: মুহাম্মদ বিন হাজ্জাজ)

মেঘ এবং রাসূল (صلي الله عليه وسلم) এর অস্হিরতা /মেরাজুল ইসলাম প্রিয়

বিজয়ের স্বাদ


বিজয় ! বিজয় ! বিজয় !

সকল প্রশংসা সমস্ত সৃষ্টিজগতের রব একমাত্র রব মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে এই বিজয় দান করেছেন ৷ আর অসংখ্য দরুদ ও সালাম মানবতার মহান মুক্তিদূত বিশ্বনবী মুহাম্মদ ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) এর জন্য ৷
না ! আমরা ভূলিনী বঙ্গবন্ধু শেখ মুজিবের সাঁড়া জাগানো সেই জ্বলন্ত অগ্নিকণ্ঠ
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ৷"
(মাহফুজুর রহমান প্রযোজিত ১৯৭১ এর তথ্যচিত্র)
আমরা ভূলিনী মেজর জিয়াউর রহমানের কথা ৷ ভূলিনী শহীদ সোহরাওয়ার্দীকে ৷ ভূলিনী মজলুম জননেতা ভাসানী সাহেবকেও ৷ ভূলিনী বাংলার বাঘ এ.কে. ফজলুল হককে ৷ আমরা ভূলিনি বেদনাগাঁথা সেই তেজদীপ্ত স্মৃতিকথা যখন স্বাধীনতার মশাল বুকে নিয়ে যুবক তার মাকে বলেছিল—
"মা, দোয়া কর ! তোমার ছেলে আজ তোমার সন্তানদের রক্তের প্রতিশোধ নিতে চলেছে ৷ বর্বর পাকিস্তানি জঙ্গিগষ্ঠী তোমার সন্তাৱদের ওপর নির্বিচারে হত্যাকান্ড চালিয়েছে ৷ সেখানে তোমার সন্তানদের ইজ্জতের ওপর আঘাত করেছে, সেখানে তো আর তোমার সন্তানরা চুপ করে বসে থাকতে পারে না ৷ তাই আজ তোমার হাজার হাজার বীর সন্তান বাঁচার দাবী নিয়ে বাংলাদেশকে স্বাধীন করবার জন্য ঝাঁপিয়ে পড়েছে ৷ তোমার নগণ্য সন্তান তাদের মধ্যে একজন ৷ পরম করুনাময় আল্লাহর কাছে দুহাত তুলে করি তোমার সন্তানরা যেন বর্বর পাকিস্তানি জঙ্গিগষ্ঠীকে কতল করে এদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করতে পারে ৷ এদেশের নাম হবে 'বাংলাদেশ' সোনার বাংলাদেশ ৷ এদেশের তোমার কত বীর সন্তান শহীদ হয়ে গিয়েছে তার ইয়ত্তা নেই ৷ ইনশাল্লাহ ! শহীদের রক্ত বৃথা যেতে দেব না ৷ দেশকে স্বাধীন করে ছাড়বই ৷ জয় আমাদের সুনিশ্চিত ৷ দোয়া করো যেন বিজয়ের গৌরব নিয়ে ফিরে আসতে পারি , নচেৎ বিদায় ৷"
(মুক্তিযোদ্ধা: মো:খোরশেদ আলম , সেক্টর ২, ২৩/৪/৭১, তথ্যসূত্র: একাত্তুরের চিঠি, পৃষ্ঠা ৮)
তবে এই বিজয় কোন সেক্যুলার বা নাস্তিক্য বেমোতে আক্রান্ত লোকদের পৈত্রিক সম্পত্তি নয়, জঙ্গগীবাদ ও সন্ত্রাসবাদ চর্চচাকারীদের কোন মুখের বুলি নয় ,শহীদ মিনার বা স্মৃতিসৌধে ফুল দিয়ে নিরবতা পালনের নাম নয়, তরুণ- তরুণীদের নোংরা পদস্খলন নয়, টাকা নষ্ট করে নারী ও পরুষের অবাধে হাতে হাত রেখে জাতীয় সঙ্গীত গেয়ে World record করার নাম নয়, রূপ লাবণ্য প্রদর্শণকারি বেহায়া ও চরিত্রহীনাদের প্রদর্শনের কোন বিশেষ দিন নয়, রাস্তায় টিভিতে ও রেডিওতে গান বাজিয়ে, সিনেমা দেখিয়ে ফাল্তু অপসংস্কৃতি চর্চার দিনও নয়, নারী স্বাধীনতার নামে তাকে পণ্য বানিয়ে ব্যাবসা বানিজ্য করার নামও নয় আবার এটি কোন দল- মতের দিকে কাঁদা ছুড়াছুঁড়ির দিনও নয়, আর এটি ক্যালেন্ডার দেখে কোন বিশেষ দিবস পালনের নামও নয় বরং তা হলো মহান আল্লাহর দেওয়া এক বিশেষ নিয়ামত
ﻭﺍﺧﺮﻱ ﺗﺤﺒﻮﻧﻬﺎ - ﻧﺼﺮ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻭﻓﺘﺢ ﻗﺮﻳﺐ - ﻭﺑﺸﺮ ﺍﻟﻤﺆﻣﻨﻴﻦ ٥
"এবং আরও একটি অনুগ্রহ তোমাদের দেবেন ৷ আল্লাহর পক্ষ্য থেকে সাহায্য এবং আসন্ন বিজয় ৷ মুমিনদেরকে এর সুসংবাদ দিন ৷"( সূরা ছফ ৬১:১৩)
এই বিজয় তো জুলুমের বিপক্ষে মাজলুমের গর্জে ওঠার বিজয় ৷ যে বিজয় মহান আল্লাহ তাআলা বনী ইসরাইলকে দিয়েছিলেন ৷
সেখানে কিলকের মত করে জুলুমের সাম্রাজ্য গেড়ে বসেছিল ফেরাউন—
ﻭﻓﺮﻋﻮﻥ ﺫﻱ ﺍﻻﻭﺗﺎﺩ ٥ ﺍﻟﺬﻳﻦ ﻃﻐﻮ ﻓﻲ ﺍﻟﺒﻠﺪ ٥ ﻓﺎﻛﺜﺮﻭﺍ ﻓﻴﻬﺎ ﺍﻟﻔﺴﺎﺩ ٥
"(আপনি কি লক্ষ্য করেননি ! ) বহু কিলকের অধিপতি ফেরাউনের প্রতি, যে তাঁর দেশে সীমালঙ্ঘণ করেছিল ৷ তথায় সে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল ৷"( সূরা ফজর ৮৯:১০-১২)
মহান আল্লাহ আরও বলেন—
ﺍﻥ ﻓﺮﻋﻮﻥ ﻋﻼ ﻓﻲ ﺍﻻﺭﺽ ﻭﺟﻌﻞ ﺍﻫﻠﻬﺎ ﺷﻴﻌﺎ ﻳﺴﺘﻀﻌﻒ ﻃﺂﺋﻔﺔ ﻣﻨﻬﻢ ﻳﺬﺑﺢ ﺍﺑﻨﺎﺀﻫﻢ ﻭﺑﺴﺘﺤﻲ ﻧﺴﺎﺀﻫﻢ - ﺍﻧﻪ ﻛﺎﻥ ﻣﻦ ﺍﻟﻤﻔﺴﺪﻳﻦ ٥
"নিশ্চয়ই ফিরআউন তার দেশে উদ্ধত হয়েছিল ৷ সে জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করে একটি দলকে দুর্বল করেছিল ৷ সে তাদের পুত্র সন্তানদের জবাই করত এবং নারীদের জীবিত রাখত ৷ নিশ্চয়ই সে ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভূক্ত ৷ "(সূরা ক্বাসাস ২৮:৪)
অতঃপর মহান আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করলেন, যেভাবে তিঁনি বলেছেন
ﻭﻧﺮﻳﺪ ﺍﻥ ﻧﻤﻦ ﻋﻠﻲ ﺍﻟﺬﻳﻦ ﺍﺳﺘﻀﻌﻔﻮﺍ ﻓﻲ ﺍﻻﺭﺽ ﻭﻧﺠﻌﻠﻬﻢ ﺍﺋﻤﺔ . ﻭﻧﺠﻌﻠﻬﻢ ﺍﻟﻮٰﺭﺛﻮﻥ ٥ ﻭﻧﻤﻜﻦ ﻟﻬﻢ ﻓﻲ ﺍﻻﺭﺽ ﻭﻧﺮﻱ ﻓﺮﻋﻮﻥ ﻭﻫٰﻤٰﻦ ﻭﺟﻨﻮﺩﻫﺎ ﻣﻨﻬﻢ ﻣﺎ ﻛﺎﻧﻮﺍ ﻳﺤﺬﺭﻭﻥ ٥
"দেশে যাদেরকে দুর্বল করা হয়েছিল আমার ইচ্ছে হলো তাদের প্রতি অনুগ্রহ করার, তাদেরকে নেতৃত্ব দেওয়ার ও তাদেরকে দেশের উত্তরাধিকার বানানোর ৷ (আরো চাইলাম) তাদেরকে দেশের ক্ষমতায় আসীন করার এবং ফেরআউন, হামান ও তাঁর সৈন্যবাহিনীকে দেখিয়ে দেওয়ার যা তারা সেই দুর্বল লোকদের থেকে আশঙ্কা করত ৷"( সূরা ক্বাসাস ২৮:৫-৬)
সুতরাং হে আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ইমান আনয়নকারীগণ ! যদি আপনি সত্যিই ইমানদার হয়ে থাকেন তবে বিজয়কে আল্লাহর নেয়ামত গণ্য করে তাঁর শুকরিয়া জ্ঞাপন করুন —
ﺍﺫﺍ ﺟﺎﺀ ﻧﺼﺮ ﺍﻟﻠﻪ ﻭﺍﻟﻔﺘﺢ ٥ ﻭﺭﺍﻳﺖ ﺍﻟﻨﺎﺱ ﻳﺪﺧﻠﻮﻥ ﻓﻲ ﺩﻳﻦ ﺍﻟﻠﻪ ﺍﻓﻮﺍﺟﺎ ٥ ﻓﺴﺒﺢ ﺑﺤﻤﺪ ﺭﺑﻚ ﻭﺍﺳﺘﻐﻔﺮﻩ - ﺍﻧﻪ ﻛﺎﻥ ﺗﻮﺍﺑﺎ ٥
"যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং যখন তুমি দেখবে মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে ৷ তখন তুমি তোমার রবের প্রশংসা কর এবং তাঁর পবিত্রতা ঘোষণা কর ৷ নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী ৷ "(সূরা নাসর ১১০:১-৩)
তবে বিজীত জাতি তখনই তাঁদের বিজয়কে টিকিয়ে রাখতে সক্ষম হবে যখন তারা রাসূল ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) ও সাহাবীদের অনুসরণে নিজেদের শৃঙ্খলাকে ঢেলে সাজাবে ৷ অন্যথায় জাতি এক বিশাল ধ্বংসযজ্ঞে নিমজ্জিত হবে ৷
এবার কোরআন, সুন্নাহর আলোকে সেই বিজীত জাতির কিছু চিত্র তুলে ধরা হলো যার আদলে জাতির উপর আল্লাহর রহমত নেমে আসে এবং যার অভাবে জাতির উপর আল্লাহর আযাব নেমে আসে এবং জাতির বিজয় বা সার্বভৌমত্ব নিশ্চিহ্ণ হয়ে যায় ৷
১৷ তারা আল্লাহর সাথে শিরক করবে না:
ﺍﻥ ﺍﻟﺸﺮﻙ ﻟﻈﻠﻢ ﻋﻈﻴﻢ ٥
"নিশ্চয়ই নিশ্চয়ই শিরক হচ্ছে সবচাইতে বড়় জুলুম ৷"( সূরা লুক্বমান ৩১:১৩)
ﻗﻞ ﺳﻴﺮﻭﺍ ﻓﻲ ﺍﻻﺭﺽ ﻓﺎﻧﻈﺮﻭﺍ ﻛﻴﻒ ﻛﺎﻥ ﻋٰﻘﺒﺔ ﺍﻟﺬﻳﻦ . ﻣﻦ ﻗﺒﻞ - ﻛﺎﻥ ﺍﻛﺜﺮﻫﻢ ﻣﺸﺮﻛﻴﻦ ٥
" বল, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ কর, অতঃপর চিন্তা করে দেখ পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে ৷ তাদের অধিকাংশ ছিল মুশরেক ৷"( সূরা রূম ৩০:৪২)
সুতরাং মাজার পূজা, মূর্তি পূজা, ওরস পালন, পীর পূজা, মধ্যস্হতা স্হাপন, তাবিজ-কবজ, ভ্রান্ত ঝাঁড় ফুঁক, ভাগ্য গণনা, ভ্রান্ত নযর মানত, কুসংস্কার, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা ইত্যাদি সর্বপ্রকার শির্ক বর্জন করতে হবে ৷ পাশাপাশি যা এতে অনুপ্রবেশ ঘটায় তাও পরিত্যাগ করতে হবে যেমন -বিদআত ৷
২৷ মানত বা বর্কত লাভ নয় বরং মাজার বা পাকা কবরকেই টিকিয়ে রাখবে না ৷ তাকে ঘিরে ওরস বা উৎসব পালন করবে না ৷ তাদের মাঝে কোন জীবের প্রতিকৃতি বা দাড়িয়ে নিরবতা পালন বা ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মত কোন প্রতিকৃতি তাদের মাঝে বিরাজ করবে না ৷
আবুল হাইয়্যাজ আসাদী ( ﺭﺣﻴﻤﻪ ﺍﻟﻠﻪ ) বলেন,
ﻗﺎﻝ ﻟﻲ ﻋﻠﻲ ﺑﻦ ﺍﺑﻲ ﻃﺎﻟﺐ ﺍﻻ ﺍﺑﻌﺜﻚ ﻋﻠﻲ ﻣﺎ ﺑﻌﺜﻨﻲ ﻋﻠﻴﻪ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺍﻥ ﻻ ﺗﺪﻉ ﺗﻤﺜﺎﻻ ﺍﻻ ﻃﻤﺴﺘﻪ ﻭﻻ ﻗﺒﺮﺍ ﻣﺸﺮﻓﺎ ﺍﻻ ﺳﻮﻳﺘﻪ —
"আলী ইবনে আবু তালেব ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ) আমাকে বলেন, আমি কি তোমাকে এমন কাজে পাঠাব না যে কাজে স্বয়ং রাসূলুল্লাহ ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) আমাকে পাঠিয়েছেন ৷ তা হল "তুমি কোন প্রতিকৃতি দেখলে চূর্ণ-বিচূর্ণ না করে ছাড়বে না এবং কোন উঁচু কবরকে সমতল না করে ছাড়বেনা ৷" (সহীহ মুসলিম, অধ্যায় ১২: জানাযাহ পর্ব, অনুচ্ছেদ ৩১, হাদীস ৯৬৯)
আতা ইবনে ইয়াসার ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ) বলেন,
ﺍﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ . ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺍﻟﻠﻬﻢ ﻻ ﺗﺠﻌﻞ ﻗﺒﺮﻱ ﻭﺛﻨﺎ ﻳﻌﺒﺪ ﺍﺷﺘﺪ ﻏﻀﺐ ﺍﻟﻠﻪ ﻋﻠﻲ ﻗﻮﻡ ﺍﺗﺨﺬﻭﺍ ﻗﺒﻮﺭ ﺍﻧﺒﻴﺎﺋﻬﻢ ﻣﺴﺎﺟﺪﺍ —
"অবশ্যই রাসূলুল্লাহ ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ )বলছেন, ' হে আল্লাহ ! আমার কবরকে মূর্তি পূজার স্হানের মত কোন ইবাদতের স্হানে পরিণত হতে দিও না ৷ কারণ সে জাতির প্রতি আল্লাহ অত্যন্ত রাগান্নিত হন যারা তাদের নবী-পয়গম্বরদের কবরকে মসজিদ বানায় ৷"( মুয়াত্তা ইমাম মালেক, অধ্যায় ৯, রেওয়ায়েত ৮৫, ইমাম শাফিঈ এর শর্তে সহীহ)
আবু হুরায়রা ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ) এর বর্ণনায় আরও এসেছে, রাসূলুল্লাহ ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) বলেছেন,
ﻭﻻ ﺗﺠﻌﻠﻮﺍ ﻗﺒﺮﻱ ﻋﻴﺪﺍ —
"তোমার আমার কবরকে ঈদ, উৎসব বা ওরস পালনের স্হানে পরিণত করো না ৷"
( সুনান আবূ দাঊদ, অধ্যায় ৫: হাজ্জ্ব, অনুচ্ছেদ ১০০, হাদীস ২০৪২, হাদীসের মান: সহীহ, তাহক্বীক: আলবাণী)
৩৷ তাদেরকে কোরআন ও সুন্নাহকে শিক্ষা করার ক্ষেত্রে অগ্রসর হতে হবে ৷ কারণ বনী ইসরাইল বীজিত হয়েও ধ্বংস হবার অন্যতম একটি কারণ ছিল তাদের প্রতি নাযিলকৃত কিতাবকে উপলব্ধি না করা ৷
ﻣﺜﻞ ﺍﻟﺬﻳﻦ ﺣﻤﻠﻮﺍ ﺍﻟﺘﻮﺭﺓ ﺛﻢ ﻟﻢ ﻳﺤﻤﻠﻮﻫﺎ ﻛﻤﺜﻞ ﺍﻟﺤﻤﺎﺭ ﻳﺤﻤﻞ ﺍﺳﻔﺎﺭﺍ - ﺑﺌﺲ ﻣﺜﻞ ﺍﻟﻘﻮﻡ ﺍﻟﺬﻳﻦ . ﻛﺬﺑﻮﺍ ﺑﺄﻳﺖ ﺍﻟﻠﻪ - ﻭﺍﻟﻠﻪ ﻻ ﻳﻬﺪﻱ ﺍﻟﻔﻮﻡ ﺍﻟﻈﻠﻤﻴﻦ ٥
"যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল অতঃপর তারা তা উপলব্ধি করে নি, তারা হলো সেই গাধার মত যে পুস্তক বহন করে ৷ তাদের দৃষ্টান্ত কতই না নিকৃষ্ট যারা আল্লাহর আয়াতে মিথ্যারোপ করে ৷ আর আল্লাহ জালেম জাতিকে হেদায়াত করেন না ৷"( সূরা জুমু'আ ৬২:৫)
এরাই হলো সূরা ফাতিহার ৭ নং আয়াতে বর্ণিত ﻣﻐﻀﻮﺏ ﻋﻠﻴﻬﻢ তথা ধ্বংসপ্রাপ্ত বা অভিশপ্ত জাতি৷
৪৷ তারা রাসূল ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) এর সীরাতকে যথাযথভাবে ব্যাপক চর্চায় রাখবে ও তাঁর ব্যবস্হা করবে ৷
কারণ তাঁর আদর্শই জাতিকে মুক্তি দিতে পারে ৷
ﻭﻣﺂ ﺍﺭﺳﻠﻨﻚ ﺍﻻ ﺭﺣﻤﺔ ﻟﻠﻌﻠﻤﻴﻦ ٥
"আমি তোমাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি ৷"(সূরা আম্বিয়া ২১:১০৭)
৫৷ তারা সালাত কায়েম করবে, ভালকাজের আদেশ করবে, মন্দ কাজের নিষেধ করবে, তাদের মাঝে অশ্লীলতা এ ব্যাভিচার থাকবেনা, তারা ওজন ও পরিমাপে কম দেবে না, তারা যাকাত আদায় করবে, তাঁরা আল্লাহ ও তাঁর রাসূলের সাথে কৃত ওয়াদা তথা পূর্ণ আনুগত্য, বিচার ফয়সালা, বিবাদ মিমাংসা ইত্যাদি সকল ক্ষেত্রে কোরআন ও সুন্নাহকে পূর্ণ অগ্রাধিকার দেবে ৷ তারা নিজ দেশ আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করবে ৷
ﺍﻟﺬﻳﻦ ﺍﻥ ﻣﻜﻨﻬﻢ ﻓﻲ ﺍﻻﺭﺽ ﺍﻗﺎﻣﻮﺍ ﺍﻟﺼﻠﻮﺓ ﻭﺍﺗﻮﺍ ﺍﻟﺰﻛﻮﺓ ﻭﺍﻣﺮﻭﺍ . ﺑﺎﻟﻤﻌﺮﻭﻑ ﻭﻧﻬﻮﺍ ﻋﻦ ﺍﻟﻤﻨﻜﺮ - ﻭﻟﻠﻪ ﻋٰﻘﺒﺔ ﺍﻻﻣﻮﺭ ٥
"::তারা হলো এমন লোক যখন তাদেরকে দুনিয়ার কোন কিছুতে ক্ষমতা দেওয়া হয় তখন তাঁরা সালাত কায়েম করবে, যাকাত দেবে, ভাল কাজের আদেশ করবে ও মন্দ থেকে নিষেধ করবে ৷ আর প্রত্যেক কর্মের পরিণাম আল্লাহর এখতিয়ারভূক্ত ৷"( সূরা হাজ্জ্ব ২২:৪১)
ﻭﻗﺮﻥ ﻓﻲ ﺑﻴﻮﺗﻜﻦ ﻭﻻ ﺗﺒﺮﺟﻦ ﺗﺒﺮﺝ ﺍﻟﺠﺎﻫﻠﻴﺔ ﺍﻻﻭﻟﻲ —
"(হে নারীরা !) তোমরা গৃহাভ্যন্তরে অবস্হান করবে এবং মুর্খতার যুগের নারীদের মত নিজেদের প্রদর্শন করবে না ৷"(সূরা আহযাব ৩৩:৩৩)
ﻭﻻ ﺗﻘﺮﺑﻮﺍ ﺍﻟﺰﻧﻲ - ﺍﻧﻪ ﻛﺎﻥ ﻓﺎﺣﺸﺔ ﻭﺳﺎﺀ ﺳﻠﻴﻼ ٥
"আর ব্যাভিচারের কাছেও যেও না ৷ নিশ্চয়ই এটি অত্যন্ত অশ্লীল কাজ এবং মন্দ কাজ ৷"( সূরা বনী ইসরাঈল ১৭:৩২)
যে মেয়েকে বিয়ের জন্য পছন্দ করা হবে তাঁর একটি গুনের ব্যাপারে মহান আল্লাহ বলেন,
ﻭﻻ ﻣﺘﺨﺬﺕ ﺍﺧﺪﺍﻥ —
"সে যেন গুপ্ত প্রেমে লিপ্ত না থাকে ৷"( সূরা নিসা ৪:২৫)
পুরুষকে বলা হয়েছে
ﻭﻻ ﻣﺘﺨﺬﻱ ﺍﺧﺪﻟﻦ —
"তুমি গুপ্ত প্রেমে লিপ্ত হয়ো না ৷"( সূরা মায়িদাহ ৫:৫)
(বি: দ্র: ইসলাম শুধু তথাকথিত প্রেম নয় বরং পরস্পর কোন নারী বা পুরুষ নিয়ে চিন্তা করাকেও ব্যাভিচার হিসেবে দেখে ৷)
ﻭﺍﻗﻴﻤﻮﺍ ﺍﻟﻮﺯﻥ ﺑﺎﻟﻘﺴﻂ ﻭﻻ ﺗﺨﺴﺮﻭﺍ ﺍﻟﻤﻴﺰﺍﻥ ٥
"আর তোমারা ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম দিও না ৷"( সূরা রহমান ৫৫:৯)
- ﻭﺍﺗﻮﺍ ﺍﻟﺰﻛﻮﺓ -
"তোমরা যাকাত আদায় কর ৷"( সূরা বাক্বারাহ ২:৪৩)
ﻳﺎ ﺍﻳﻬﺎ ﺍﻟﺬﻳﻦ ﺍﻣﻨﻮﺍ ﺍﻭﻓﻮﺍ ﺑﺎﻟﻌﻘﻮﺩ ٥
"হে ইমানদারগণ ! তোমরা চুক্তি সমূহ পূরণ কর ৷"(সূরা মায়েদাহ ৫:১)
ﻭﻣﻦ ﻟﻢ ﻳﺤﻜﻢ ﺑﻤﺎ ﺍﻧﺰﻝ ﺍﻟﻠﻪ ﻓﺎﻭﻟﺌﻚ ﻫﻢ ﺍﻟﻜﻔﺮﻭﻥ -
"আর যে ব্যাক্তি আল্লাহ যা নাযিল করেছেন তা দিয়ে বিচার ফয়সালা করে না তারাই কাফের ৷"( সূরা মায়িদাহ ৫:৪৪)
ﻭﻣﻦ ﻟﻢ ﻳﺤﻜﻢ ﺑﻤﺎ ﺍﻧﺰﻝ ﺍﻟﻠﻪ ﻓﺎﻭﻟﺌﻚ ﻫﻢ ﺍﻟﻈﻠﻤﻮﻥ
"আর যে ব্যাক্তি আল্লাহ যা নাযিল করেছেন তা দিয়ে বিচার ফয়সালা করে না তারাই জালেম ৷"( সূরা মায়িদাহ ৫:৪৫)
ﻭﻣﻦ ﻟﻢ ﻳﺤﻜﻢ ﺑﻤﺎ ﺍﻧﺰﻝ ﺍﻟﻠﻪ ﻓﺎﻭﻟﺌﻚ ﻫﻢ ﺍﻟﻔﺴﻘﻮﻥ
"আর যে ব্যাক্তি আল্লাহ যা নাযিল করেছেন তা দিয়ে বিচার ফয়সালা করে না তারাই ফাসেক্ব ৷"( সূরা মায়িদাহ ৫:৪৭)
রাষ্ট্রীয় বিচাস ফয়সালার মধ্যে রয়েছে হদ্দ্ব, কিসাস, রজম ইত্যাদি সহ অন্যান্য ৷
আব্দুল্লাহ ইবনে উমর ( ﺭﺻﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ) থেকে বর্ণিত, তিনি বলেন,
ﺍﻗﺒﻞ ﻋﻠﻴﻨﺎ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻘﺎﻝ ﻳﺎ ﻣﻌﺸﺮ ﺍﻟﻤﻬﺎﺟﺮﻳﻦ ﺧﻤﺲ ﺍﺫﺍ ﺍﺑﺘﻠﻴﺘﻢ ﺑﻬﻦ ﻭﺍﻋﻮﺫ ﺑﺎﻟﻠﻪ ﺍﻥ ﺗﺪﺭﻛﻮﻫﻦ ﻟﻢ ﺗﻈﻬﺮ ﺍﻟﻔﺎﺣﺸﺔ ﻓﻲ ﻗﻮﻡ ﻗﻂ ﺣﺘﻲ ﻳﻌﻠﻨﻮﺍ ﺑﻬﺎ ﺍﻻ ﻓﺸﺎﻓﻴﻬﻢ ﺍﻟﺘﻲ ﻟﻢ ﺗﻜﻦ ﻣﻀﺖ ﻓﻲ ﺍﺳﻼﻓﻴﻬﻢ ﺍﻟﺬﻳﻦ ﻣﻀﻮﺍ ﻭﻟﻢ ﻳﻨﻘﻀﻮﺍ ﺍﻟﻤﻴﻜﺎﻝ ﻭﺍﻟﻤﻴﺰﺍﻥ ﺍﻻ ﺍﺧﺬﻭﺍ ﺑﺎﻟﺴﻨﻴﻦ ﻭﺷﺪﺓ ﺍﻟﻤﺌﻮﻧﺔ ﻭﺟﻮﺭ ﺍﻟﺴﻠﻄﻦ ﻋﻠﻴﻬﻢ ﻭﻟﻢ ﻳﻤﻨﻌﻮﺍ ﺯﻛﺎﺓ ﺍﻣﻮﺍﻟﻬﻢ ﺍﻻ ﻣﻨﻌﻮﺍ ﺍﻟﻘﻄﺮ ﻣﻦ ﺍﻟﺴﻤﺎﺀ ﻭﻟﻮﻻ ﺍﻟﺒﻬﺎﺋﻢ ﻟﻢ ﻳﻤﻄﺮﻭﺍ ﻭﻟﻢ ﻳﻨﻘﻀﻮﺍ ﻋﻬﺪ ﺍﻟﻠﻪ ﻭﻋﻬﺪ ﺭﺳﻮﻟﻪ ﺍﻻ ﺳﻠﻂ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻬﻢ ﻋﺪﻭﺍ ﻣﻦ ﻏﻴﺮﻫﻢ ﻓﺎﺧﺬﻭﺍ ﺑﻌﺾ ﻣﺎ ﻓﻲ ﺍﻳﺪﻳﻬﻢ ﻭﻟﻢ ﺗﺤﻜﻢ ﺍﺋﻤﺘﻬﻢ ﺑﻜﺘﺎﺏ ﺍﻟﻠﻪ ﻭﻳﺘﺨﻴﺮﻭﺍ ﻣﻤﺎ ﺍﻧﺰﻝ ﺍﻟﻠﻪ ﺍﻻ ﺟﻌﻞ ﺍﻟﻠﻪ ﺑﺄﺳﻬﻢ ﺑﻴﻨﻬﻢ —
" আল্লাহর রাসূল ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) আমাদের দিকে এগিয়ে এসে বললেন, হে মুহাজিরগণ ! তোমরা পাঁচটি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে ৷ তবে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যেন তোমরা তার সম্মুখীন না হও ৷ যখন কোন জাতির মাঝে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পরে সে জাতির মাঝে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদূর্ভাব ঘটে ৷ এমনকি এমন সব রোগ ব্যাধির আবির্ভাব ঘটে যা তাদের পিতৃপুরুষদের মাঝে ছিল না ৷ যে জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে সে জাতিকে দুর্ভিক্ষ ও কঠিন বিপদ-মুসিবত দ্বারা পাঁকড়াও করা হয় এবং জালেম শাসককে তাঁদের উপর চাপিয়ে দেওয়া হয় ৷ যে জাতি তাদের মালের যাকাত আদায় করে না তাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বণ্ধ করে দেওয়া হয় ৷ যদি ভূপৃষ্ঠে চতুস্পদ জন্তু ও নির্বাক প্রাণী নাকত তাহলে আর বৃষ্টি বর্ষিত হত না ৷ যে জাতি আল্লাহ ও তাঁর রাসূলের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে তাদের ওপর বিজাতীয় দুশমনকে চাপিয়ে দেওয়া হয় এবং সে তাদের কাছ থাকে সহায় সম্পদ কেঁড়ে নেয় ৷ আর যখন তাদের শাসকবর্গ আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করেনা এবং তাঁর নাযিসকৃত বিধানকে গ্রহণ করে না তখন আল্লাহ তাদের মাঝে পারস্পরিক শত্রুতা সৃষ্টি করে দেন ৷"( সুনান ইবনে মাজাহ, অধ্যায় ৩০: কলহ-বিপর্যয় পর্ব, অনুচ্ছেদ ২২, , হাদীস ৪০১৯, হাদীসের মান: হাসান, তাহক্বীক: আলবানী)
৬৷ সুদ খাওয়া নয় কেবল বরং প্রদান করা, লেখা, সাক্ষী হওয়া সহ সংশ্লিষ্ট অন্যান্য সকল বিষয়গুলোকেও কঠোরভাবে পরিত্যাগ করবে ৷
ﻳﻤﺤﻖ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺑﻮﺍ ﻭﺑﺮﺑﻲ ﺍﻟﺼﺪﻗﺖ -
ﻭﺍﻟﻠﻪ ﻻ ﻳﺤﺐ ﻛﻞ ﻛﻔﺎﺭ ﺍﺛﻴﻢ ٥
"আল্লাহ সুদকে নিশ্চিহ্ণ করেন এবং সদকাকে বর্ধিত করেন ৷ আর আল্লাহ কোন কাফের, পাপাচারিকে পছন্দ করেন না "(সূরা বাক্বারাহ ২:২৭৬)
ﻳﺎﻳﻬﺎ ﺍﻟﺬﻳﻦ ﺍﻣﻨﻮﺍ ﺍﻟﺘﻘﻮﺍ ﺍﻟﻠﻪ ﻭﺫﺭﻭﺍ ﻣﺎ ﺑﻘﻲ ﻣﻦ ﺍﻟﺮﺑﻮﺍ ﺍﻥ ﻛﻨﺘﻢ ﻣﺆﻣﻨﻴﻦ ٥ ﻓﺎﻟﻢ ﺗﻔﻌﻠﻮﺍ ﻓﺎﺫﻧﻮﺍ ﺑﺤﺮﺏ ﻣﻦ ﺍﻟﻠﻪ ﻭﺭﺳﻮﻟﻪ - ﻓﺎﻥ ﺗﺒﺘﻢ ﻓﻠﻜﻢ ﺭﺀﻭﺱ ﺍﻣﻮﻟﻜﻢ ﻻ ﺗﻈﻠﻤﻮﻥ ﻭﻻ ﺗﻈﻠﻤﻮﻥ ٥
"হে ইমানদারগণ ! আল্লাহকে ভয় কর এবং সুদের যত বক্বেয়া আছে তা পরিত্যাগ কর যদি তোমরা ইমানদার হয়ে থাকো ৷ যদি তোমরা তা না কর তবে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ্য থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও ৷ আর যদি তোমরা তওবা কর তবে তোমরা তোমাদের মূলধন পেয়ে যাবে ৷ তোমরা কারও প্রতি জুলুম করবে না এবং কেউ তোমাদের প্রতি জুলুম করবে না ৷"( সূরা বাক্বারাহ ২: ২৭৮-২৭৯)
৭৷ ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করবে এবং কোনভাবেই ফেরক্বাবন্দিতে লিপ্ত হওয়া তথা কোন দল গঠন করবে না বা তাতে যুক্ত হবে না ৷ যদি তাতে ইসলামের নামও দেয়া থাকে তবুও না
ﻭﺍﻋﺘﺼﻤﻮﺍ ﺑﺤﺒﻞ ﻟﻠﻪ . ﺟﻤﻴﻌﺎ ﻭﻻ ﺗﻔﺮﻗﻮﺍ —
"তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধর এবং ফেরক্বাবন্দিতে লিপ্ত হয়ো না ৷"( সূরা ইমরান ৩:১০৩)
৮৷ নারীকে শাসনভার অর্পণ করবে না
ﺣﺪﺛﻨﺎ ﻋﺜﻤﺎﻥ ﺑﻦ ﺍﻟﻬﻴﺜﻢ ﺣﺪﺛﻨﺎ ﻋﻮﻑ ﻋﻦ ﺍﻟﺤﺴﻦ ﻋﻦ ﺍﺑﻲ ﺑﻜﺮﺓ ﻗﺎﻝ ﻟﻘﺪ ﻧﻔﻌﻨﻲ ﺍﻟﻠﻪ ﺑﻜﻠﻤﺔ ﺍﻳﺎﻡ ﺍﻟﺠﻤﻞ ﻟﻤﺎ ﺑﻠﻎ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺍﻥ . ﻓﺎﺭﺳﺎ ﻣﻠﻜﻮﺍ ﺍﺑﻨﺔ . ﻛﺴﺮﻱ ﻗﺎﻝ ﻟﻦ ﻳﻔﻠﺢ ﻗﻮﻡ ﻭﻟﻮﺍ ﺍﻣﺮﻫﻢ ﺍﻣﺮﺍﺓ -
"আবূ বাকরাহ ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ . ﻋﻨﻪ ) বলেন, জামাল যুদ্ধের দিনে একটি কথা দিয়ে আল্লাহ আমাকে বড়ই উপকৃত করেছেন ৷ যখন নবী ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﺎﻡ ) এর নিকট এ সংবাদ পৌছলো যে, ফরাসীরা কিসরার মেয়েকে শাসক নিযুক্ত করেছে তখন তিনি বললেন, সে জাতি কখনই সফলতা পাবে না যারা কোন স্ত্রীলোককে তাদের শাসনভার অর্পণ করে ৷"( সহীহ বুখারী, অধ্যায় ৯২:ফিতনা পর্ব, অনুচ্ছেদ ১৮, হাদীস ৭০৯৯)
৯ ৷ কোনভাবেই যেন সণ্ত্রাস, জঙ্গীবাদ, বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে ব্যাপারে সবাই সচেতন থাকবে
মহান আল্লাহ বলেন,
ﻣﻦ ﻗﺘﻞ ﻧﻔﺴﺎ ﺑﻐﻴﺮ ﻧﻔﺲ ﺍﻭ ﻓﺴﺎﺩ ﻓﻲ ﺍﻻﺭﺽ ﻓﻜﺎﻧﻤﺎ ﻗﺘﻞ ﺍﻟﻨﺎﺱ ﺟﻤﻴﻌﺎ - ﻭﻣﻦ ﺍﺣﻴﺎﻫﺎ ﻓﻜﺎﻧﻤﺎ ﺍﺣﻴﺎ ﺍﻟﻨﺎﺱ ﺟﻤﻴﻌﺎ—
"যে হত্যার বিনিময়ে হত্যা কিংবা দুনিয়াতে বিপর্যয় সৃষ্টির কারণ ছাড়া কোন একজন মানুষকে হত্যা করল সে যেন গোটা মানবজাতিকেই হত্যা করল ৷ আর যে কোন একজন মানুষের জীবন বাঁচাল সে যেন গোটা মানবজাতিকেই বাঁচাল ৷"( সূরা মায়েদাহ ৫:৩২)
১০৷ জাতির লোকেরা বর্ণ, ভাষা, বংশগত মর্যাদা, শহুরে বা গ্রাম্য ইত্যাদি দিক দিয়ে নিজেকে শ্রেষ্ঠ ভাববে না বা জাতিয়তাবাদকে প্রাধান্য দেবে না বরং নিজেকে আল্লাহর দিকে ধাবিত করে তথা তাক্বওয়ার দিকে বা সর্বোত্তম আদর্শের দিকে ধাবিত করে মহান আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব পাওয়ার চেষ্টা করবে ৷ এমনকি ছেলে তাঁর জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে অথবা অভিভাবক তাঁর মেয়েকে তুলে দেওয়ার ক্ষেত্রেও কেবল এবং কেবল দ্বীনকেই বেশী প্রাধান্য দেবে ৷ অন্যথায় তারা বিজয়কে ধরে রাখতে পারবে না ৷ ফিতনা ও বিপর্যয় ছড়িয়ে পড়বে ৷
ﻳﺎ ﺍﻳﻬﺎ ﺍﻟﻨﺎﺱ ﺍﻧﺎ ﺧﻠﻘﻨٰﻜﻢ ﻣﻦ ﺫﻛﺮ ﻭﺍﻧﺜﻲ ﻭﺟﻌﻠﻨٰﻜﻢ ﺷﻌﻮﺑﺎ ﻭﻗﺒﺎﺋﻞ ﻟﺘﻌﺎﺭﻓﻮﺍ - ﺍﻥ ﺍﻛﺮﻣﻜﻢ ﻋﻨﺪ ﺍﻟﻠﻪ ﺍﺗﻘﺎﻛﻢ - ﺍﻥ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻢ ﺧﺒﻴﺮ ٥
"হে মানুষ ! নিশ্চয়ই আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পার ৷ নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সবচাইতে মর্যাদার অধিকারি যে তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশী ভয় করে ৷ নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী এবং সবকিছুর খবর রাখেন ৷"( সূরা হুজুরাত ৪৯:১৩)
ﻭﻣﻦ ﺍﻳﺘﻪ ﺧﻠﻖ ﺍﻟﺴﻤﻮﺕ ﻭﺍﻻﺭﺽ ﻭﺍﺧﺘﻠﻒ ﺍﻟﺴﻨﺘﻜﻢ ﻭﺍﻟﻮﻧﻜﻢ - ﺍﻥ ﻓﻲ ﺫﻟﻚ ﻻﻳﺖ ﻟﻠﻌﻠﻤﻴﻦ ٥
"আর তাঁর নিদর্শনের মধ্যে রয়েছে আসমান ও যমীনের সৃজন এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র ৷ নিশ্চয়ই এর মাঝে নিদর্শন রয়েছে বিশ্ববাসীর জন্য ৷" (সূরা রূম ৩০:২২)
আবু হুরায়রা ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ) বলেন, নবী ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) বলেছেন,
ﺗﻨﻜﺢ ﺍﻟﻤﺮﺍﺓ ﻻﺭﺑﻊ ﻟﻤﺎﻟﻬﺎ ﻭﻟﺤﺴﺒﻬﺎ ﻭﺟﻤﺎﻟﻬﺎ ﻭﻟﺪﻳﻨﻬﺎ - ﻓﺎﻇﻔﺮ ﺑﺬﺍﺕ ﺍﻟﺪﻳﻦ ﺗﺮﺑﺖ ﻳﺪﺍﻙ -
"মেয়েদেরকে চারটি বিষয় দেখে বিয়ে করা হয়: তাঁর সম্পদ, তাঁর বংশমর্যাদা, তাঁর সৌন্দর্য, তাঁর দ্বীন ৷ অবশ্যই তুমি দ্বীনকেই প্রাধান্য দেবে নতুবা তুমি ক্ষতিগ্রস্হ হবে ৷"(সহীহ বুখারী, অধ্যায় ৬৭: বিবাহ পর্ব, অনুচ্ছেদ ১৬, হাদীস ৫০৯০)
আবু হুরায়রাহ ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ) বলেন, রাসূলুল্লাহ ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) বলেছেন,
ﺍﺫﺍ ﺧﻄﺐ ﺍﻟﻴﻜﻢ ﻣﻦ ﺗﺮﺿﻮﻥ ﺩﻳﻨﻪ ﻭﺧﻠﻘﻪ ﻓﺰﻭﺟﻮﻩ ﺍﻻ ﺗﻔﻌﻠﻮﺍ ﺗﻜﻦ ﻓﺘﻨﺔ ﻓﻲ ﺍﻻﺭﺹ ﻭﻓﺴﺎﺩ ﻋﺮﻳﺾ
"যখন তোমাদের কাছে এমন কোন ছেলে বিয়ের ব্যাপারে প্রস্তাব নিয়ে আসে যার দ্বীন ও চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট তার সাথে তোমাদের মেয়েকে বিয়ে দিয়ে দাও ৷ যদি তা না কর তবে পৃথিবীতে ফেতনা সৃষ্টি হবে এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে ৷"(সুনান তিরমিযী, অধ্যায় ৯: বিবাহ পর্ব, অনুচ্ছেদ ৩, হাদীস ১০৮৪, হাদীসের মান: হাসান সহীহ, তাহক্বীক্ব: আলবানী)
জুনদুব ইবনে আবদুল্লাহ আল বাজালী ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ) বলেন,
ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﺒﻪ ﻭﺳﻠﻢ ﻣﻦ ﻗﺘﻞ ﺗﺤﺖ ﺭﺍﻳﺔ ﻋﻤﻴﺔ ﻳﺪﻋﻮﺍ ﻋﺼﺒﻴﺔ ﺍﻭ ﻳﻨﺼﺮ ﻋﺼﺒﻴﺔ ﻓﻘﺘﻠﺔ ﺟﺎﻫﻠﻴﺔ—
"রাসূলুল্লাহ ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) বলেছেন,' যে লক্ষ্যহীন নেতৃত্বের পতাকাতলে যুদ্ধ করে ও জাতীয়তাবাদের দিকে আহ্বান জানায় এবং জাতীয়তাবাদের জন্যই সাহায্য করে তার মৃত্যু জাহেলিয়াতের মৃত্যু ৷"(সহীহ মুসলিম, অধ্যায় ৩৪: নেতৃত্ব ও প্রশাসন পর্ব, অনুচ্ছেদ ১৩, হাদীস ১৮৫০, হাদীস ও পর্বসৃচির নম্বর বিন্যাস: ফুয়াদ আব্দুল বাক্বী)
১১৷ নিরীহ ও উদার অমুসলিম লোকদের প্রতি ইনসাফ করবে
ﻻ ﻳﻨﻬٰﻜﻢ ﺍﻟﻠﻪ ﻋﻦ ﺍﻟﺬﻳﻦ ﻟﻢ ﻳﻘٰﺘﻠﻮﻛﻢ ﻓﻲ ﺍﻟﺪﻳﻦ ﻭﻟﻢ ﻳﺨﺮﺟﻮﻛﻢ ﻣﻦ ﺩﻳٰﺮﻛﻢ ﺍﻥ ﺗﺒﺮﻭﻫﻢ ﻭﺗﻘﺴﻄﻮﺍ ﺍﻟﻴﻬﻢ - ﺍﻥ ﺍﻟﻠﻪ ﻳﺤﺐ ﺍﻟﻤﻘﺴﻄﻴﻦ ٥
"যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে দেশ থেকে বহিস্কার করেনি তাদের সাথে সদাচরণ ও ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না ৷ নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদের ভালবাসেন ৷" (সূরা মুমতাহিনা ৬০:৮)
এভাবে কোরঅান ও হাদীস থেকে অসংখ্য বিষয় উল্লেখ বিষয় করা যেতে পারে যা জাতির বিজয়কে ধরে রাখতে অত্যাবশ্যক ৷ কলেবর বড় হবে ভেবে বিস্তারিত আলোচনা থেকে বিরত থাকলাম ৷
তবে হ্যাঁ ! যারা মনে করে যেহেতু আল্লাহ আমাদেরকে উত্তম জায়গা তথা দেশ, উর্বর জমি, নদী নালা, বিশাল সমুদ্র, বড় ও বিশ্ববিখ্যাত ইন্ডাস্ট্রী, অত্যাধুনিক প্রযুক্তি দান করেছেন তাই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না তাহলে তাঁরা আসলে মাটিতে মুখে ভর করে পথ চলছেন ৷
তাঁরা ভূলে যাচ্ছেন বনী ইসরাইলের কথা যাদেরকে জান্নাতি মান্না ও সালওয়া খাইয়েছিলেন তবুও আল্লাহ তাঁদেরকে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত করেছেন ৷ যাদের জন্য সূরা ফাতিহায় প্রতিনিয়ত বদদোয়া করা হয় ৷ তারা ভূলে যাচ্ছেন আসহাবে সাবার কথা, ভূলে যাচ্ছেন কওমে নূহের কথা, কওমে আ'দ, সামূদ , লূত ও মাদিয়ান বাসীদের কথা ৷ এমনকি ভূলে যাচ্ছেন আল্লাহর নিম্নোক্ত কথাটিও
ﺍﻭﻟﻢ ﻳﺴﻴﺮﻭﺍ ﻓﻲ ﺍﻻﺭﺽ ﻓﻴﻨﻈﺮﻭﺍ ﻛﻴﻒ ﻛﺎﻥ ﻋﻘﺒﺔ ﺍﻟﺬﻳﻦ ﻣﻦ ﻗﺒﻠﻬﻢ - ﻛﺎﻧﻮﺍ ﺍﺷﺪ ﻣﻨﻬﻢ ﻗﻮﺓ ﻭﺍﺛﺎﺭﻭﺍ ﺍﻻﺭﺽ ﻭﻋﻤﺮﻭﻫﺎ ﺍﻛﺜﺮ ﻣﻤﺎ ﻋﻤﺮﻭﻫﺎ ﻭﺟﺎﺀﺗﻬﻢ ﺭﺳﻠﻬﻢ ﺑﺎﻟﺒﻴﻨﺖ - ﻓﻤﺎ ﻛﺎﻥ ﺍﻟﻠﻪ ﻟﻴﻈﻠﻤﻬﻢ ﻭﻟﻜﻦ ﻛﺎﻧﻮﺍ ﺍﻧﻔﺴﻬﻢ ﻳﻈﻠﻤﻮﻥ ٥ ﺛﻢ ﻛﺎﻥ ﻋﻘﺒﺔ ﺍﻟﺬﻳﻦ ﺍﺳٰﺌﻮﺍ ﺍﻟﺴﻮﺍﻱ ﺍﻥ ﻛﺬﺑﻮﺍ ﺑﺎﻳﺖ ﺍﻟﻠﻪ ﻭﻛﺎﻧﻮﺍ ﺑﻬﺎ ﻳﺴﺘﻬﺰﺋﻮﻥ ٥
"তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না, অতঃপর দেখে না তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে ৷ তারা তাদের চাইতে বেশী শক্তিশালি ছিল, তারা যমীন চাষ করত, তারা তাদের চাইতে বেশী আবাদ করত এবং তাদের কাছে রাসূলগণ স্পষ্ট প্রমাণসহ আসল ৷ মূলত আল্লাহ তাদের প্রতি জুলুম করেননি বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে ৷
অতঃপর যারা মন্দ কাজ করত তাদের পরিণাম মন্দ হয়েছে ৷ কারণ তারা আল্লাহর আয়াতসমূহে মিথ্যারোপ করত এবং এগুলো নিয়ে তামাশা করত ৷"(সূরা রূম ৩০:৯-১০)
ﺭﺑﻨﺎ ﻇﻠﻤﻨﺎ ﺍﻧﻔﺴﻨﺎ ﻭﺍﻥ ﻟﻢ ﺗﻐﻔﺮ ﻟﻨﺎ ﻭﺗﺮﺣﻤﻨﺎ ﻟﻨﻜﻮﻧﻦ ﻣﻦ ﺍﻟﺨﺴﺮﻳﻦ—
"হে আমাদের রব ! আমরা নিজেদের উপর জুলুম করেছি ৷ আর যদি তুমি ক্ষমা না কর এবং দয়া না কর তবে অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্হদের অন্তর্ভূক্ত হয়ে যাব ৷"(সূরা আরাফ ৭:২৩)

কি সেই বিজয় / মেরাজুল ইসলাম প্রিয়