শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮

তথাকথিত প্রেম



বিশ্বাস কর ৷ I love you so much .আমি তোমাকে ছাড়া়়়়়়়়়়়়়়়়়়়়়

বাহ ! কি সুন্দর ভালবাসার জাল বুনেছে ৷ অথচ
১৷ এটিই সেই ভালবাসা যার জন্য ছেলে মেয়ে তার যৌবনের মত মহান নেয়ামতকে নষ্ট করে ৷
২৷ এটিই সেটি যা অন্য কাজে ব্যাঘাত ঘটায়
৩৷ এটিই সেটি যা পড়াশুনা থেকে মুখ ফিরিয়ে দেয়
৪৷ এটিই সেটি যার কারণে আত্নহত্যা করে
৫৷ এটিই সেটি যার দ্বারা পিতা মাতার সাথে সম্পর্ক নষ্ট হয় ৷
৬৷ এটিই সেটি যার দ্বারা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ইত্যাদি ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়
৭৷ আর সবচেয়ে বড় কথা হলো এর মাধ্যমে মানুষ আল্লাহকে ভূলে যায় ও জান্নাত ও জাহান্নামের কথা ভূলে যায় ৷
শোন ! আমার ভাই ও বোনেরা ! এমনটি করো না ৷ কারণ যাকে তোমরা প্রেম বলছ তা মোটেও প্রেম নয় বরং তা ব্যাভিচার ৷
আল্লাহ বলেন,
ﻭﺍﻟﺬﻳﻨﻬﻢ ﻟﻔﺮﻭﺟﻬﻢ ﺣﻔﻈﻮﻥ ٥ ﺍﻻ ﻋﻠﻲ ﺍﺯﻭﺍﺟﻬﻢ ﺍﻭ ﻣﺎ ﻣﻠﻜﺖ ﺍﻳﻤﺎﻧﻬﻢ ﻓﺎﻧﻬﻢ ﻏﻴﺮ ﻣﻠﻮﻣﻴﻦ٥ ﻓﻤﻦ ﺍﺑﺘﻐﻲ ﻭﺭﺍﺀ ﺫﻟﻚ ﻓﺎﻭﻟﺌﻜﻬﻢ ﺍﻟﻌﺪﻭﻥ٥
"আর যারা তাদের লজ্জাস্হানের হিফাজত করে ৷ তবে তাদের স্ত্রী এবং তাদের দক্ষিণহস্ত যাদের মালিক হয়েছে তাঁদের ব্যাপারে তারা তিরস্কৃত হবে না ৷ তবে যারা এদের ছাড়া অন্যকে কামনা করে তারাই সীমালঙ্ঘণকারী ৷"( সূরা মু'মিনুন ২৩:৫-৭, সূরা মা' রিজ ৭০:২৯-৩১)
ﻭﻻ ﺗﻘﺮﺑﻮﺍْ ﺍﻟﺰﻧﻲ ﺍﻧﻪ ﻛﺎﻥ ﻓﺎﺣﺸﺔ ﻭﺳﺎﺀ ﺳﺒﻴﻼ ٥
"আর ব্যাভিচারের কাছেও যেও না ৷ নিশ্চয়ই এটি অত্যন্ত অশ্লীল কাজ এবং মন্দ পথ ৷"( সূরা বনী ইসরাঈল ১৭:৩২)
ﺣﺪﺛﻨﺎ ﻣﺤﻤﺪ ﺍﺑﻦ ﻋﺒﻴﺪ ﺟﺪﺛﻨﺎ ﺍﺑﻦ ﺛﻮﺭ ﻋﻦ ﻣﻌﻤﺮ ﺍﺧﺒﺮﻧﺎ ﺍﺑﻦ ﻃﺎﻭﺱ ﻋﻦ ﺍﺑﻴﻪ ﻋﻦ ﺍﺑﻦ ﻋﺒﺎﺱ ﻗﺎﻝ ﻣﺎ ﺭﺍﻳﺖ ﻣﻦ ﺷﻲﺀ ﺑﺎﻟﻠﻤﻢ ﻣﻤﺎ ﻗﺎﻝ ﺍﺑﻮ ﻫﺮﻳﺮﺓ ﻋﻦ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺍﻥ ﺍﻟﻠﻪ ﻛﺘﺐ ﻋﻠﻲ ﺍﺑﻦ ﺍﺩﻡ ﺣﻈﺔ ﻣﻦ ﺍﻟﺰﻧﺎ ﺍﺩﺭﻙ ﺫﺍﻟﻚ ﻻ ﻣﺤﺎﻟﺔ ﻓﺰﻧﺎ ﺍﻟﻌﻴﻨﺒﻦ ﺍﻟﻨﻈﺮ ﻭﺯﻧﺎ ﺍﻟﺴﺎﻥ ﺍﻟﻤﻨﻄﻖ ﻭﻧﻔﺲ ﻏﻨﻲ ﻭﺗﺸﺘﻬﻲ ﻭﺍﻟﻔﺮﺝ ﻳﺼﺪﻕ ﻭﻳﻜﺬﺑﻪ
ইবনে আব্বাস ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ) বলেন, আমি আবু হুরায়রা ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ) থেকে নবী ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) সূত্রে আশবাহ বিল্লামাম সম্পর্কিত এই হাদীসের চাইতে আর কোন হাদীস দেখিনি, "নিশ্চয়ই মহান আল্লাহ প্রতিটি আদম সন্তানের জন্য ব্যাভিচারের অংশ লিখে দিয়েছেন যা সে অবশ্যই করবে ৷ অতএব চোখের ব্যাভিচার হচ্ছে তাকানো, মুখের ব্যাভিচার হলো কথা বলা, আর অন্তরের ব্যাভিচার হলো চিন্তা করা আর যৌনাঙ্গ তা সত্যায়ন করে বা মিথ্যায়ন করে ৷"( সুনান আবু দাউদ, অধ্যায় ৬: বিবাহ পর্ব, অনুচ্ছেদ ৪৪, হাদীস ২১৫২, হাদীসের মান: সহীহ, তাহক্বীক: আলবানী)
পবিত্র কোরআনে মহাম আল্লাহ তা'আলা পুরুষদেরকে বিবাহের নিয়ম বাতলে দেওয়ার পর বলছেন
....... ﻭﻻ ﻣﺘﺨﺬﻱ ﺍﺧﺪﺍﻥ ٥
"মেয়েদের সাথে গুপ্ত প্রেমে লিপ্ত হয়ো না ৷"(সূরা মায়িদাহ ৫:৫)
যাকে বিয়ের জন্য পছন্দ করা হবে সে মেয়ের একটি গুনের ব্যাপারে বলা হয়েছে
..... ﻭﻻ ﻣﺘﺨﺬﺍﺕ ﺍﺧﺪﺍﻥ ٥
" যেন গুপ্ত প্রেমে লিপ্ত না থাকে ৷"( সূরা নিসা ৪:২৫)
না ! আমি এমনটি বোঝাতে চাচ্ছি না যে পছন্দই করতে পারবেন না ৷ তবে কিভাবে করা যায় সেই বিষয়টি নিয়ে কোরআন ও সুন্নাহর আলোকে ان شاء الله পরবর্তীতে আলোচনা করব ৷ আমি শুধু এখানে তথাকথিত প্রেম নিয়ে আলোচনা পর্যন্তই সীমাবদ্ধ থাকলাম ৷
তবে শেষ কথা হলো যা আল্লাহ বলেছেন
ﺍﻥ ﺍﻟﺬﻳﻦ ﻳﺤﺒﻮﻥ ﺍﻥ ﺗﺸﻴﻊ ﺍﻟﻔﺎﺣﺸﺔ ﻓﻲ ﺍﻟﺬﻳﻦ ﺍﻣﻨﻮﺍ ﻟﻬﻢ ﻋﺬﺍﺏ ﺍﻟﻴﻢ ﻓﻲ ﺍﻟﺪﻧﻴﺎ ﻭﺍﻻﺧﺮﺓ، ﻭﺍﻟﻠﻪ ﺍﻋﻠﻢ ﻭﺍﻧﺘﻢ ﻻ ﺗﻌﻠﻤﻮﻥ ٥
"নিশ্চয়ই যারা মুমিনদের মাঝে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ৷ আর আল্লাহ জানেন তোমরা জাননা ৷"( সূরা নূর ২৪:১৯)
তাই হৃদয়ের গহীন থেকে কান্না ভরা কণ্ঠে আল্লাহকে ডেকে বলি
ﺭﺑﻨﺎ ﻇﻠﻤﻨﺎ ﺍﻧﻔﺴﻨﺎ ﻭﺍﻟﻢ ﺗﻐﻔﺮ ﻟﻨﺎ ﻭﺗﺮﺣﻤﻨﺎ ﻟﻨﻜﻮﻧﻦ ﻣﻦ ﺍﻟﺨﺴﺮﻳﻦ ٥
"হে আমাদের রব! আমরা নিজেদের প্রতি জুলুম করেছি আর যদি আমাদেরকে তুমি ক্ষমা না কর এবং আমাদের প্রতি রহম না কর তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভূক্ত হয়ে যাব ৷"(সূরা আরাফ ৭: ২৩)
ﺭﺑﻨﺎ ﻫﺒﻠﻨﺎ ﻣﻦ ﺍﺯﻭﺍﺟﻨﺎ ﻭﺫﺭﻳﺘﻨﺎ ﻗﺮﺓ ﺍﻋﻴﻦ ﻭﺍﺟﻌﻠﻨﺎ ﻟﻠﻤﺘﻘﻴﻦ ﺍﻣﺎﻣﺎ ٥
"হে আমার রব ! আমাদের এমন জীবনসঙ্গী ও সন্তান- সন্ততী দান কর যাদের দেখলে চোখ জুড়িয়ে যায় এবং আমাদেরকে মুত্তাকীদের অন্তর্ভূক্ত কর ৷"( সূরা ফুরক্বান ২৫:৭৪)

তথাকথিত প্রেম /মেরাজুল ইসলাম প্রিয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন