শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮

তুমি ছাড়া মাবূদ আমি ঠিকানাবিহীন



তুমি ছাড়া মাবূদ আমি
ঠিকানাবিহীন
যদিও তুমি দিয়েছ পুরোটা জমীন

হে আল্লাহ ! আমদের হৃদয়কে তুমি উন্মুক্ত করে দাও ! মুসলিমদের ব্যাপারে আমাদের মাঝে কোন সংকীর্ণতা রেখ না ৷ হে আল্লাহ ! আমরা যেন আমাদের মুসলিম ভাইদের ভালবাসতে পারি ৷ আমরা যেন তাদের অসহায় জীবনের সঙ্গী হতে পারি ৷ আমরা যেন আনসার সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করতে পারি যাদের ব্যাপারে তুমি বলেছ-
ﻭﺍﻟﺬﻳﻦ ﺗﺒﻮﺀﻭ ﺍﻟﺪﺍﺭ ﻭﺍﻻﻳﻤٰﻦ ﻣﻦ ﻗﺒﻠﻬﻢ ﻳﺤﺒﻮﻥ ﻣﻦ ﻫﺎﺟﺮ ﺍﻟﻴﻬﻢ ﻭﻻ ﻳﺠﺪﻭﻥ ﻓﻲ ﺻﺪﻭﺭﻫﻢ ﺣﺎﺟﺔ ﻣﻤﺎ ﺍﻭﺗﻮﺍْ ﻭﻳﺆﺛﺮﻭﻥ ﻋﻠﻲ ﺍﻧﻔﺴﻬﻢ ﻭﻟﻮ ﻛﺎﻥ ﺑﻬﻢ ﺧﺼﺎﺻﺔ، ﻭﻣﻦ ﻳﻮﻕ ﺷﺢ ﻧﻔﺴﻪ ﻓﺎﻭﻟﺌﻚ ﻫﻢ ﺍﻟﻤﻔﻠﺤﻮﻥ ٥
যারা মুহাজিরদের আগমণের পূর্বে মদীনায় বসবাস করেছিল এবং ইমান এনেছিল তাঁরা মহাজিরদেরকে ভালবাসে এবং তাদেরকে যা দেয়া রয়েছে তজ্জন্যে তাঁরা অন্তরে ঈর্ষা পোষণ করে না এবং নিজেরা অভাবগ্রস্হ হলেও তাদেরকে প্রাধান্য দেয় ৷ যারা মনের কার্পণ্য থেকে মুক্ত তাঁরাই সফলকাম ৷"( সূরা হাশর ৫৯:৯)
তা ছিল এমনই এক আদর্শ যা মানুষের হৃদয়কে আবেগ আপ্লুত করে, চোখকে করে অশ্রুশিক্ত, যা মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে নিজ ভাইকে ভালবাসতে হয় ৷
আনাসার সাহাবীরা মুহাজির সাহাবি ভাইদের এতটাই ভালবেসেছিল যে, তাঁরা বলেছিল
...... ﺍﻗﺴﻢ ﺑﻴﻨﻨﺎ ﻭﺑﻴﻨﻬﻢ ﺍﻟﻨﺨﻞ ......
" হে আল্লাহর রাসূল ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) ! আপনি আমাদের খেজুরের বাগানগুলো আমাদের ও মুহাজিরদের মাঝে বন্টণ করে দিন়়়়় ৷"(সহীহ বুখারী,অধ্যায় ৬৩, অনুচ্ছেদ ৩, হাদীস ৩৭৮২)
আনাস ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ) বলেন,
ﻗﺪﻡ ﻋﻠﻴﻨﺎ ﻋﺒﺪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﻋﻮﻑ ﻭﺍﺧﻲ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﻴﻨﻪ ﻭﺑﻴﻦ ﺳﻌﺪ ﺑﻦ ﺭﺑﻴﻊ ﻛﺎﻥ ﻛﺜﻴﺮ ﺍﻟﻤﺎﻝ ﻓﻘﺎﻝ ﺳﻌﺪ ﻗﺪ ﻋﻠﻤﺖ ﺍﻻﻧﺼﺎﺭ ﺍﻧﻲ ﺍﻛﺜﺮﻫﺎ ﻣﺎﻻ ﺳﺎﻗﺴﻢ ﻣﺎﻟﻲ ﺑﻴﻨﻲ ﻭﺑﺒﻨﻚ ﺷﻄﺮﻳﻦ ﻭﻟﻲ ﺍﻣﺮﺍﺗﺎﻥ ﻓﻨﻈﺮ ﺍﻋﺠﺒﻬﻤﺎ ﺍﻟﺒﻚ ﻓﺎﻃﻠﻘﻬﺎ ﺣﺘﻲ ﺍﺫﺍ ﺣﻠﺖ ﺗﺰﻭﺟﻨﻬﺎ ........ ........
"যখন আব্দুর রহমান বিন আওফ ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ) আমাদের কাছে (মদীনায়) এলেন তখন রাসূলুল্লাহ ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) তাঁর ও সা'দ বিন রবীই ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ) এর মধ্যে ভাতৃত্ব বণ্ধন স্হাপন করে দিলেন ৷ সা'দ বি ন রবীই ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ) এর অনেক সম্পদ ছিল ৷ তাই সা'দ ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ) আব্দুর রহমান বিন আওফ ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ) কে বললেন , আনসারগণ জানে যে আমি তাদের মধ্যে সবচেয়ে সম্পদশালী ৷ আমি অতি শীঘ্রই আমার সম্পদ আমার ও তোমার মাঝে দুই অংশে ভাগ করব ৷ আর আমার দুজন স্ত্রী আছে , এদের মধ্যে যাকে তোমার পছন্দ আমাকে বল ৷ আমি তাকে তালাক দিয়ে দেব ৷ অতঃপর যখন ইদ্দত শেষ হয় তখম তুমি তাকে বিয়ে করে নেবে ়়়়়়়়়়়়়়়৷"( সহীহ বুখারী, অধ্যায় ৬৩, অনুচ্ছেদ ৩, হাদীস ৩৭৮১)
আনাস ইবনে মালিক ( ﺯﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ) আরও বলেন,
ﺩﻋﺎ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺍﻻﻧﺼﺎﺭ ﺍﻟﻲ ﺍﻥ ﻳﻘﻄﻊ ﻟﻬﻢ ﺍﻟﺒﺤﺮﻳﻦ ﻓﻘﺎﻟﻮﺍ ﻻ ﺍﻻ ﺍﻥ ﺗﻘﻄﻊ ﺍﺧﻮﺍﻧﻨﺎ ﻣﻦ ﺍﻟﻤﻬﺎﺟﺮﻳﻦ ﻣﺜﻠﻬﺎ ........
" যখন নবী ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) আনসারদের মধ্যে বাহরাইনের জায়গা বরাদ্দ করার জন্য ডাকলেন তখন তারা বলল, আমরা তা গ্রহণ করব না যতক্ষণ না আপনি আমাদের মুহাজির ভাইদের জন্যও অনুরূপ জমি বরাদ্দ করেন .....৷"( সহীহ বুখারী, অধ্যায় ৬৩, অনুচ্ছেদ ৮ , হাদীস ৩৭৯৪)
ﺭﺑﻨﺎ ﺍﻏﻔﺮﻟﻨﺎ ﻭﻻﺧﻮٰﻧﻨﺎ ﺍﻟﺬﻳﻨﺎ ﺳﺒﻘﻮﻧﺎ ﺑﺎﻻﻳﻤﻦ ﻭﻻ ﺗﺠﻌﻞ ﻓﻲ ﻗﻠﻮﺑﻨﺎ ﻏﻼ ﺍﻟﺬﻳﻦ ﺍﻣﻨﻮﺍ ﺭﺑﻨﺎ ﺍﻧﻚ ﺭﺀﻭﻑ ﺭﺣﻴﻢ —
হে আমাদের রব ! আমাদেরকে এবং ইমানের ক্ষেত্রে অগ্রগামী ভাইদেরকে ক্ষমা করে দাও এবং ইমানদারদের ব্যাপারে আমাদের অন্তরে কোন বিদ্বেষ রেখো না ৷ হে আমাদের রব ! নিশ্চয়ই তুমি পরম করুণাময়, অসীম দয়ালু ৷¹
ﺭﺑﻨﺎ ﻇﻠﻤﻨﺎ ﺍﻧﻔﺴﻨﺎ ﻭﺍﻟﻢ ﺗﻐﻔﺮﻟﻨﺎ ﻭﺗﺮﺣﻤﻨﺎ ﻟﻨﻜﻮﻧﻦ ﻣﻦ ﺍﻟﺨﺴﺮﻳﻦ—
হে আমাদের রব ! আমরা নিজেদের প্রতি জুলুম করেছি ৷ আর যদি তুমি আমাদেরকে ক্ষমা না কর এবং আমাদের প্রতি রহম না কর তবে নিশ্চিতভাবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভূক্ত হয়ে যাব ৷²
ﺭﺑﻨﺎ ﻻ ﺗﺆﺍﺧﺬﻧﺎ ﺍﻥ ﻧﺴﻴﻨﺎ ﺍﻭ ﺍﺧﻄﺄﻧﺎ —
হে আমাদের রব ! যদি আমরা ভূলে যাই কিংবা ভূল করি তবে আমাদেরকে পাকড়াও করো না ৷³
ﺭﺑﻨﺎ ﻭﻻ ﺗﺤﻤﻞ ﻋﻠﻴﻨﺎ ﺍﺻﺮﺍ ﻛﻤﺎ ﺣﻤﻠﺘﻪ ﻋﻠﻲ ﺍﻟﺬﻳﻦ ﻣﻦ ﻗﺒﻠﻨﺎ -
হে আমাদের রব ! আমাদেরকে এমন পরীক্ষার সম্মুখীন করো না যেমন আমাদের পূর্ববর্তীদের করেছ ৷³
ﺭﺑﻨﺎ ﻭﻻ ﺗﺤﻤﻠﻨﺎ ﻣﺎ ﻻ ﻃﺎﻗﺔ ﻟﻨﺎ ﺑﻪ، ﻭﻋﻒ ﻋﻨﺎ، ﻭﺍﻏﻔﺮﻟﻨﺎ، ﻭﺍﺭﺣﻤﻨﺎ، ﺍﻧﺖ ﻣﻮﻟﻨﺎ، ﻓﻨﺼﺮﻧﺎ ﻋﻠﻲ ﺍﻟﻘﻮﻡ ﺍﻟﻜﻔﺮﻳﻦ —
হে আমাদের রব ! আমাদেরকে এমন পরীক্ষার সম্মুখীন করো না যা বহন করার শক্তি আমাদের নেই ৷ আমাদেরকে তুমি দয়া কর ! আমাদেরকে ক্ষমা কর ! আমাদেরকে রহম কর ! তুমিই আমাদের একমাত্র অভিভাবক ৷ আমাদেরকে তুমি কাফের সম্প্রদায় থেকে সাহায্য কর ৷³
ﺭﺑﻨﺎ ﻻ ﺗﺠﻌﻠﻨﺎ ﻓﺘﻨﺔ ﻟﻠﺬﻳﻦ ﻛﻔﺮﻭﺍ ﻭﺍﻏﻔﺮﻟﻨﺎ ﺭﺑﻨﺎ، ﺍﻧﻚ ﺍﻧﺖ ﺍﻟﻌﺰﻳﺰ ﺍﻟﺤﻜﻴﻢ —
হে আমাদের রব ! আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার পাত্র করো না ৷ হে আমাদের রব ! তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ! নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময় ৷⁴
ﺭﺑﻨﺎ ﻻ ﺗﺠﻌﻠﻨﺎ ﻓﺘﻨﺔ ﻟﻠﻘﻮﻡ ﺍﻟﻈﻠﻤﻴﻦ —
হে আমাদের রব ! তুমি আমাদেরকে জালেম সম্প্রদায়ের পরীক্ষার সম্মুখীন করো না ৷⑤
ﺭﺑﻨﺎ ﺍﺧﺮﺟﻨﺎ ﻣﻦ ﻫﺬﻩ ﺍﻟﻘﺮﻳﺔ ﺍﻟﻈﺎﻟﻢ ﺍﻫﻠﻬﺎ ﻭﺍﺟﻌﻠﻨﺎ ﻣﻦ ﻟﺪﻧﻚ ﻭﻟﻴﺎ ﻭﺍﺟﻌﻠﻨﺎ ﻣﻦ ﻟﺪﻧﻚ ﻧﺼﻴﺮﺍ —
হে আমাদের রব ! আমাদেরকে তুমি এই জালেম সম্প্রদায় থেকে রক্ষা কর ৷ তোমার পক্ষ থেকে আমাদের জন্য এক অলী নির্ধারণ করে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য এক সাহায্যকারী নির্ধারণ করে দাও ৷⑥
1. সূরা হাশর, আয়াত ১০
2়সূরা আরাফ, আয়াত ২৩
3় সূরা বাকারাহ, আয়াত ২৮৬
4় সূরা মুমতাহীনাহ, আয়াত ৫
5়সূরা ইউনুস, আয়াত ৮৫
6়সূরা নিসা, অায়াত ৭৫

তুমি ছাড়া মাবূদ আমি ঠিকানাবিহীন / মেরাজুল ইসলাম প্রিয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন