শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮

যদি মুমিন হয়ে থাকেন ১


যদি মুমিন হয়ে থাকেন, পর্ব ১

আপনি মূর্তিপূজা, কবরপূজা, পীরপূজা করবেন না এবং কাউকে মধ্যস্হতা স্হাপন করবেন না ৷ এবং উপলক্ষ করে কোন উৎসব বা ওরস করবেন না ৷
ﺍﻻ ﻟﻠﻪ ﺍﻟﺪﻳﻦ ﺍﻟﺨﺎﻟﺺ - ﻭﺍﻟﺬﻳﻦ ﺍﺗﺨﺬﻭﺍ ﻣﻦ ﺩﻭﻧﻪ ﺍﻭﻟﻴﺎﺀ ﻣﺎ ﻧﻌﺒﺪﻫﻢ ﺍﻻ ﻟﻴﻘﺮﺑﻮﻧﺎ ﺍﻟﻲ ﺍﻟﻠﻪ ﺯﻟﻔﻲ - ﺍﻥ ﺍﻟﻠﻪ ﻳﺤﻜﻢ ﺑﻴﻨﻬﻢ ﻓﻲ ﻣﺎ ﻫﻢ ﻓﻴﻪ ﻳﺨﺘﻠﻔﻮﻥ - ﺍﻥ ﺍﻟﻠﻪ ﻻ ﻳﻬﺪﻱ ﻣﻦ ﻫﻮ ﻛٰﺬﺏ ﻛﻔﺎﺭ ٥
"নিশ্চয়ই একনিষ্ঠভাবে ইবাদত পাওয়ার অধিকার কেবল আল্লাহর ৷ আর তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে 'আউলিয়া' সাব্যস্ত করেছে, (এই যুক্তিতে যে,) আমরা তাদের ইবাদত কেবল এজন্যই করি যেন তারা আমাদেরকে আল্লাহর নিকট পৌছে দেয়, যেন আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি ৷ নিশ্চয়ই আল্লাহ তাদের মাঝে ফয়সালা করে দেবেন যে বিষয়ে তারা ইখতিলাফ করত ৷ নিশ্চয়ই আল্লাহ এমন কাউকে পথ দেখান না যে মিথ্যাবাদী, কাফের ৷"(সূরা যুমার ৩৯:৩)
ﻭﻳﻮﻡ ﻳﺤﺸﺮﻫﻢ ﻭﻣﺎ ﻳﻌﺒﺪﻭﻥ ﻣﻦ ﺩﻭﻥ ﺍﻟﻠﻪ ﻓﻴﻘﻮﻝ ﺀﺍﻧﺘﻢ ﺍﺿﻠﻠﺘﻢ ﻋﺒﺎﺩﻱ ﻫٰﺆﻻﺀ ﺍﻡ ﻫﻢ ﺿﻠﻮﺍ ﺍﻟﺴﺒﻴﻞ ٥ ﻗﺎﻟﻮﺍ ﺳﺒﺤﺎﻧﻚ ﻣﺎ ﻛﺎﻥ ﻳﻨﺒﻐﻲ ﻟﻨﺎ ﺍﻥ ﻧﺘﺨﺬ ﻣﻦ ﺩﻭﻧﻚ ﻣﻦ ﺍﻭﻟﻴﺎﺀ ﻭﻟﻜﻦ ﻣﺘﻌﺘﻬﻢ ﻭﺍﺑﺎﺋﻬﻢ ﺣﺘﻲ ﻧﺴﻮﺍ ﺍﻟﺬﻛﺮ ﻭﻛﺎﻧﻮﺍ ﻗﻮﻣﺎ ﺑﻮﺭﺍ ٥ ﻓﻘﺪ ﻛﺬﺑﻮﻛﻢ ﺑﻤﺎ ﺗﻘﻮﻟﻮﻥ ﻓﻤﺎ ﺗﺴﺘﻄﻴﻌﻮﻥ ﺻﺮﻓﺎ ﻭﻻ ﻭﺻﺮﺍ - ﻭﻣﻦ ﻳﻈﻠﻢ ﻣﻨﻜﻢ ﻧﺬﻗﻪ ﻋﺬﺍﺑﺎ ﻛﺒﻴﺮﺍ ٥
"আর যেদিন তিনি তাদেরকে একত্রিত করবেন এবং তারা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করত তাদেরকে, সেদিন তিনি জিজ্ঞেস করবেন , তোমরাই কি আমার বান্দাদেরকে বিভ্রান্ত করেছিলে না তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছিল ৷
তাঁরা বলবে, আপনি মহাপবিত্র ৷ আমরা আপনার পরিবর্তে কাউকে 'আউলিয়া' হিসেবে গ্রহণ করতে পারি না ৷ আর আপনিই তাদেরকে ও তাদের পিতৃপুরুষদের দিয়েছিলেন ভোগসম্ভার ৷ অথচ তারা (মহান আল্লাহর) ওহীর বিধানকে ভূলে গেল এবং এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হল ৷
আল্লাহ (মুশরিকদের ) বলবেন, তারা তো তোমাদের কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছে ৷ অতএব তোমরা শাস্তি প্রতিহত করতে সক্ষম হবে না এবং তোমরা কোন সাহায্যও পাবে না ৷ আর যে তোমাদের মধ্যে জুলুম (শিরক) করবে তাকে আমি মহাশাস্তি আস্বাদন করাব ৷"( সূরা ফুরক্বান ২৫:১৭-১৯)
" ﻭﻣﻦ ﺍﺿﻞ ﻣﻤﻦ ﻳﺪﻋﻮﺍْ ﻣﻦ ﺩﻭﻥ ﺍﻟﻠﻪ ﻣﻦ ﻻ ﻳﺴﺘﺠﻴﺐ ﻟﻪ ﺍﻟﻲ ﻳﻮﻡ ﺍﻟﻘﻴﻤﺔ ﻭﻫﻢ ﻋﻦ ﺩﻋﺎﺀﻫﻢ ﻏﻔﻠﻮﻥ ٥ ﻭﺇﺫﺍ حشر ﺍﻟﻨﺎﺱ ﻛﺎﻧﻮﺍْ ﻟﻬﻢ ﺍﻋﺪﺍﺀ ﻭﻛﺎﻧﻮﺍْ ﺑﻌﺒﺎﺩﺗﻬﻢ ﻛٰﻔﺮﻳﻦ ٥
" তার চাইতে অধিক গোমরাহ আর কে হতে পারে যে আল্লাহর পরিবর্তে এমন কাউকে ডাকে যে কেয়ামত পর্যন্ত তার ডাকে সাঁড়া দেবে না এবং তারাতো তাদের ডাক সম্পর্কেও গাফেল ৷ যখন মানুষকে একত্রিত করা হবে তখন তারা তাদের শত্রি হবে এবং তাদের ইবাদতকে অস্বীকার করবে"( সূরা আহক্বাফ ৪৬:৫-৬)
ﻳﺎﻳﻬﺎ ﺍﻟﻨﺎﺱ ﺿﺮﺏ ﻣﺜﻞ ﻓﺎﺳﺘﻤﻌﻮﺍْ ﻟﻪ، ﺍﻥ ﺍﻟﺬﻳﻦ ﺗﺪﻋﻮﻥ ﻣﻦ ﺩﻭﻥ ﺍﻟﻠﻪ ﻟﻦ ﻳﺨﻠﻘﻮﺍْ ﺫﺑﺎﺑﺎ ﻭﻟﻮ ﺍﺟﺘﻤﻌﻮﺍْ ﻟﻪ، ﻭﺍﻥ ﻳﺴﻠﺒﻬﻢ ﺍﻟﺬﺑﺎﺏ ﺷﻴﺌﺎ ﻻﻳﺴﺘﻨﻘﺬﻭﻩ ﻣﻨﻪ ، ﺿﻌﻒ ﺍﻟﻄﺎﻟﺐ ﻭﺍﻟﻤﻄﻠﻮﺏ ٥
" হে মানুষ আমি একটি উদাহরণ দিচ্ছি অতএব মনোযোগ দিয়ে শোন ৷ নিশ্চয়ই তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাক তারা কখনও একটি মাছিও সৃষ্টি করতে পারবে না যদিও তারা সবাই এক হয়ে যায় ৷ আর মাছি যদি তাদের কাছ থেকে কিছু কেঁড়ে নেয় তারা তা উদ্ধারও করতে পারবে না ৷ আহবানকারি ও যাকে আহবান করা হয় উভয়ই দুর্বল ৷"( সূরা হাজ্জ্ব ২২: ৭৩)
ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﻣﺴﻠﻤﺔ ﻋﻦ ﻣﺎﻟﻚ ﻋﻦ ﺍﺑﻦ ﺷﻬﺎﺏ ﻋﻦ ﺳﻌﻴﺪ ﺑﻦ ﺍﻟﻤﺴﻴﺐ ﻋﻦ ﺍﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺍﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻗﺎﻝ ﻗﺎﺗﻞ ﺍﻟﻠﻪ ﺍﻟﻴﻬﻮﺩ ﺍﺗﺨﺬﻭﺍ ﻗﺒﻮﺭ ﺍﻧﺒﻴﺎﺋﻬﻢ ﻣﺴﺎﺟﺪ
আবু হুরায়রা ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ) বলেন, অবশ্যই রাসূলুল্লাহ ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) বলেছেন,"আল্লাহর অভিশাপ ইহুদীদের উপর, তারা তাদের নবী-পয়গম্বরদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে ৷"( সহীহ বুখারী, অধ্যায় ৮, সালাত পর্ব , হাদীস ৪৩৭)
ﺣﺪﺛﻨﺎ ﺍﻟﺼﻠﺖ ﺑﻦ ﻣﺤﻤﺪ ﺣﺪﺛﻨﺎ ﺍﺑﻮ ﻋﻮﺍﻧﺔ ﻋﻦ ﻫﻼﻝ ﺍﻟﻮﺯﺍﻥ ﻋﻦ ﻋﺮﻭﺓ ﺑﻦ ﺯﺑﻴﺮ ﻋﻦ ﻏﺎﺋﺸﺔ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ﻗﺎﻟﺖ ﻗﺎﻝ ﺍﻟﻨﺒﻲ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻲ ﻣﺮﺿﻪ ﺍﻟﺬﻱ ﻟﻢ ﻳﻘﻢ ﻣﻨﻪ ﻟﻌﻦ ﺍﻟﻠﻪ ﺍﻟﻴﻬﻮﺩ ﺍﺗﺨﺬﻭﺍ ﻗﺒﻮﺭ ﺍﻧﺒﻴﺎﺋﻬﻢ ﻣﺴﺎﺟﺪ ﻗﺎﻟﺖ ﻋﺎﺋﺸﺔ ﻟﻮﻻ ﺫٰﻟﻚ ﻷﺑﺮﺯ ﻗﺒﺮﻩ ﺧشي ﺍﻥ ﻳﺘﺨﺬ ﻣﺴﺠﺪﺍ
"আয়েশাহ ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) রোগাক্রান্ত অবস্থায় বললেন যে রোগে তিনি আর সেঁড়ে ওঠেননি যে, *ইহুদীদের উপর আল্লাহর লা'নত, তারা তাদের নবী- পয়গম্বরদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে ৷* আয়িশাহ ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﺎ ) বলেন, 'তিনি এমনটি না বসলো তাঁর কবরকেও মসজিদ বানানোর আশঙ্কা ছিল ৷"( সহীহ বুখারী, অধ্যায় ৬৪, অনুচ্ছেদ ৮৪, হাদীস ৪৪৪১)
ﺣﺪﺛﻨﺎ ﺍﺣﻤﺪ ﺑﻦ ﺻﺎﻟﺢ ﻗﺮﺃﺕ ﻋﻠﻲ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺑﻦ ﻧﺎﻓﻊ ﺍﺧﺒﺮﻧﻲ ﺑﻦ ﺍﺑﻲ ﺫﺋﺐ ﻋﻦ ﺳﻌﻴﺪ ﺍﻟﻤﻘﺒﺮﻱ ﻋﻦ ﺍﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻻ ﺟﻌﻠﻮﺍ ﺑﻴﻮﺗﻜﻢ ﻗﺒﻮﺭﺍ ﻭﻻ ﺗﺠﻌﻠﻮﺍ ﻗﺒﺮﻱ ﻋﻴﺪﺍ ﻭﺻﻠﻮﺍ ﻋﻠﻲ ﻓﺈﻥ ﺻﻼﺗﻜﻢ ﺗﺒﻠﻐﻨﻲ ﺣﻴﺚ ﻛﻨﺘﻢ
" আবু হুরায়রা ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) বলেছেন," তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না আর তোমরা আমার কবরকে ওরস বা উৎসব পালনের স্থানে পরিণত করো না ৷ তোমরা আমার প্রতি দরুদ পড় ৷ তোমরা যেখানেই থাকো না কেনো তোমাদের দরুদ আমার কাছে পৌছে দেওয়া হবে ৷ "(সুনান আবু দাউদ, অধ্যায় ৫, অনুচ্ছেদ ১০০, হাদীস ২০৪২, হাদীসের মান: সহীহ , তাহক্বীক: আলবানী)
ﻭﺣﺪﺛﻨﻲ ﻋﻦ ﻣﺎﻟﻚ ﻋﻦ ﺯﻳﺪ ﺑﻦ ﺍﺳﻠﻢ ﻋﻦ ﻋﻄﺎﺀ ﺑﻦ ﻳﺴﺎﺭ ﺍﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ ﺍﻟﻠﻬﻢ ﻻ ﺗﺠﻌﻞ ﻗﺒﺮﻱ ﻭﺛﻨﺎ ﻳﻌﺒﺪ ﺍﺷﺘﺪ ﻏﻀﺐ ﺍﻟﻠﻪ ﻋﻠﻲ ﻗﻮﻡ ﺍﺗﺨﺬﻭﺍ ﻗﺒﻮﺭ ﺍﻧﺒﻴﺎﺋﻬﻢ ﻣﺴﺎﺟﺪﺍ
ইয়াসার ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ) বলেন, অবশ্যই রাসূলুল্লাহ ( ﺻﻠﻲ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) বলেছেন, "হে আল্লাহ ! আমার কবরকে কবরপূজার স্থানে পরিণত হতে দিয়ো না
৷ নিশ্চয়ই সেই জাতির প্রতি আল্লাহর ক্ষোভ প্রবল হয়েছে যে জাতি তাঁর নবী পয়গম্বরদের কবরকে মসজিদ বানায় ৷"
( মুয়াত্তা ইমাম মালেক, অধ্যায় ৯, হাদীস ৪০৩, ইমাম শাফিঈ ( ﺭﺣﻴﻤﻪ ﺍﻟﻠﻪ ) এর শর্তে সহীহ)
ﺣﺪﺛﻨﺎ ﺍﺑﺮﺍﻫﻴﻢ ﺑﻦ ﻣﻮﺳﻲ ﺍﺧﺒﺮﻧﺎ ﻫﺸﺎﻡ ﻋﻦ ﺍﺑﻦ ﺟﺮﻳﺞ ﻗﺎﻝ ﻋﻄﺎﺀ ﻋﻦ ﺍﺑﻦ ﻋﺒﺎﺱ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ ﺻﺎﺭﺕ ﺍﻻﻭﺛﺎﻥ ﺍﻟﺘﻲ ﻛﺎﻧﺖ ﻓﻲ ﻗﻮﻡ ﻧﻮﺡ ﻓﻲ ﺍﻟﻌﺮﺏ ﺑﻌﺪ ﺍﻣﺎ ﻭﺩ ﻛﺎﻧﺖ ﻟﻜﻠﺐ ﺑﺪﻭﻣﺖ ﺍﻟﺠﻨﺪﻝ ﻭﺍﻣﺎ ﺳﻮﺍﻉ ﻛﺎﻧﺖ ﻟﻬﺬﻳﻞ ﻭﺍﻣﺎ ﻳﻐﻮﺙ ﻓﻜﺎﻧﺖ ﻟﻤﺮﺍﺩ ﺛﻢ ﻟﺒﻨﻲ ﻏﻄﻴﻒ ﺑﺎﻟﺠﻮﻑ ﻋﻨﺪ ﺳﺒﺈ ﻭﺍﻣﺎ ﻳﻌﻮﻕ ﻓﻜﺎﻧﺖ ﻟﻬﻤﺪﺍﻥ ﻭﺍﻣﺎ ﻧﺴﺮ ﻓﻜﺎﻧﺖ ﻟﺤﻤﻴﺮ ﻻﻝ ﺫﻱ ﺍﻟﻜﻼﻉ ﺍﺳﻤﺎﺀ ﺭﺟﺎﻝ ﺻﺎﻟﺤﻴﻦ ﻣﻦ ﻗﻮﻡ ﻧﻮﺡ ﻓﻠﻤﺎ ﻫﻠﻜﻮﺍ ﺍﻭﺣﻲ ﺍﻟﺸﻴﻄﺎﻥ ﺍﻟﻲ ﻗﻮﻣﻬﻢ ﺍﻥ ﺍﻧﺼﺒﻮﺍ ﺍﻟﻲ ﻣﺠﺎﻟﺴﻬﻢ ﺍﻟﺘﻲ ﻛﺎﻧﻮﺍ ﻳﺠﻠﺴﻮﻥ ﺍﻧﺼﺎﺑﺎ ﻭﺳﻤﻮﻫﺎ ﺑﺄﺳﻤﺎﺋﻬﻢ ﻓﻔﻌﻠﻮﺍ ﻓﻠﻢ ﺗﻌﺒﺪ ﺣﺘﻲ ﺇﺫﺍ ﻫﻠﻚ ﺃﻭﻟﺌﻚ ﻭﺗﻨﺴﺦ ﺍﻟﻌﻠﻢ ﻋﺒﺪﺕ
" ইবনে আব্বাস ( ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ) বলেন,সর্বপ্রথম মূর্তিপূজার প্রচলন ঘটে নুহ ( ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) এর জাতির মধ্যে পরবর্তীতে তা আরবদের মধ্যে প্রচলন ঘটে ৷ ওয়াদ্দা নামক মূর্তিটি ছিল কালব গোত্রের যা 'দাওমাতুল জান্দালে' ছিল ৷ আর সুয়া'উন নামক মূর্তিটি ছিল হুযাইল গোত্রের নিকট আর ইয়াগুস মূর্তিটি ছিল প্রথমে মুরাদ গোত্রের নিকট অতঃপর বনু গুতাইফের নিকট ৷ এর আস্তানা ছিল কওমে সাবার নিকটবর্তী জাওফ নামক স্থানে ৷ আর ইয়াউক্ব মূর্তিটি হামদান গোত্রের নিকট আর নসর মূর্তিটি ছিল যুল কালা গোত্রের হিমইয়ার শাখার নিকট ৷ এগুলো হলো নূহ ( ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ) এর জাতির সৎলোকদের নাম ৷ যখন তাঁরা মৃত্যবরণ করল তখন শয়তান তাদের জাতিকে বলল যে, তাদের বসার স্থানে অবকাঠামো নির্মাণ করো এবং তাদের নামে নামকরণ করো ৷ তারাও তাই করল ৷ তখনো তারা এর ইবাদত শুরু করেনি কিন্তু যখন তাদের পূর্ববর্তীগণ মারা গেল এবং সত্যিকারের জ্ঞান বিলুপ্ত হলো তখন তারা এর ইবাদত শুরু করল ৷"( সহীহ বুখারী, অধ্যায় ৬৫: কুরআন মাজীদের তাফসীর, সূরা নূহের ব্যাখ্যা, হাদীস ৪৯২০)

যদি মুমিন হয়ে থাকেন / মেরাজুল ইসলাম প্রিয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন